আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ

প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা

আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ (ইংরেজি: ICC Intercontinental Cup) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতাআইসিসি’র সহযোগী সদস্যদের একই মানের দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি ও টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে এ প্রতিযোগিতার রূপরেখা প্রণয়ন করা হয়েছে। ক্ষেত্রভেদে এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ৮ থেকে ১৪টি সহযোগী দেশ অংশগ্রহণ করে।

আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট২০০৪
শেষ টুর্নামেন্ট২০১৫-১৭
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
দলের সংখ্যাবিবিধ
(সর্বোচ্চ ১৪)
(বর্তমানে ৮)
বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান (২য় শিরোপা)
সর্বাধিক সফল আয়ারল্যান্ড (৪টি শিরোপা)
সর্বাধিক রানকেনিয়া স্টিভ টিকোলো (১,৯১৮)[১]
সর্বাধিক উইকেটআয়ারল্যান্ড ট্রেন্ট জনস্টন (৮১)[২]

অক্টোবর ২০১৮-এ, আইসিসি টুর্নামেন্টের পূর্ববর্তী সংস্করণগুলিতে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলির কাছ থেকে আগ্রহ প্রকাশের জন্য একটি আবেদনপত্র জারি করে।[৩] যাইহোক, যেহেতু তারপর থেকে নতুন সংস্করণ সংক্রান্ত আর কোনো খবর পাওয়া যায়নি, তাই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।[৪][৫] এপ্রিল ২০২১-এ, আইসিসি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) স্ট্যাটাস যুক্ত সহযোগী সদস্যদের মধ্যে এবং টেস্ট দলের মধ্যে বহু-দিনের ম্যাচের (প্রথম-শ্রেণী বা টেস্ট) সম্ভাবনা দেখেছিল যারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।[৬]

ইতিহাস

আইসিসি আন্তঃমহাদেশীয় কাপের উদ্বোধনী আসরের শেষ খেলা ২২ নভেম্বর, ২০০৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হয়।[৭] চূড়ান্ত খেলায় স্কটল্যান্ড ইনিংস ও ৮৪ রানের ব্যবধানে কানাডাকে বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। চারটি ভৌগোলিক অঞ্চল থেকে ১২ দলের অংশগ্রহণ ঘটে। চারটি গ্রুপে অন্তর্ভুক্ত ৩টি দল একে-অপরের বিপক্ষে একবার প্রতিদ্বন্দ্ব্বিতায় অবতীর্ণ হয়। প্রত্যেক গ্রুপের শীর্ষদল সেমি-ফাইনালে উত্তরণ ঘটায় ও বিজয়ী দুই দল ফাইনালে খেলার সুযোগ পায়। প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের লক্ষ্যে বোনাস পয়েন্ট ব্যবস্থা রাখা হয়।

জানুয়ারি, ২০১৪ সালে ভারত, অস্ট্রেলিয়াইংল্যান্ডের ক্রিকেট বোর্ডগুলো এক জোট হলে আইসিসি ঘোষণা করতে বাধ্য হয় যে, প্রতিযোগিতার বিজয়ী দল টেস্টভূক্ত দেশগুলোর র‌্যাঙ্কিংয়ে সর্বনিম্নস্থান অধিকারী দলের বিপক্ষে ৪ টেস্ট খেলার সুযোগ লাভ করবে।[৮] কোন কারণে জয়লাভ করতে পারলে দলটি টেস্টভূক্ত দলের মর্যাদা পাবে।

দলীয় রেকর্ড

আসর ভিত্তিক

সালবিজয়ীরানার-আপ
২০০৪  স্কটল্যান্ড  কানাডা
২০০৫  আয়ারল্যান্ড  কেনিয়া
২০০৬-০৭  আয়ারল্যান্ড  কানাডা
২০০৭-০৮  আয়ারল্যান্ড  নামিবিয়া
২০০৯-১০  আফগানিস্তান  স্কটল্যান্ড
২০১১-১৩  আয়ারল্যান্ড  আফগানিস্তান
২০১৫-১৭  আফগানিস্তান  আয়ারল্যান্ড

দলসমূহের পারফরম্যান্স

সংকেত
  • × = অংশগ্রহণ করেনি
  • • = চ্যালেঞ্জ ম্যাচে পরাজিত
দল২০০৪২০০৫২০০৬/০৭২০০৭/০৮২০০৯/১০২০১১/১৩২০১৫/১৭
 আফগানিস্তান××××১ম২য়১ম
 বারমুডাগ্রুপসেমিগ্রুপ৮ম১১শ××
 কানাডা২য়গ্রুপ২য়৭ম৭ম৬ষ্ঠ×
 কেইম্যান দ্বীপপুঞ্জ×গ্রুপ×××××
 হংকং×গ্রুপ××××৪র্থ
 আয়ারল্যান্ডগ্রুপ১ম১ম১ম৪র্থ১ম২য়
 কেনিয়াসেমি২য়গ্রুপ৩য়৫ম৭ম×
 মালয়েশিয়াগ্রুপ××××××
 নামিবিয়াগ্রুপগ্রুপগ্রুপ২য়৮ম৫ম৮ম
 নেদারল্যান্ডসগ্রুপগ্রুপগ্রুপ৫ম৬ষ্ঠ৮ম৩য়
   নেপালগ্রুপগ্রুপ××××
 পাপুয়া নিউগিনি××××××৭ম
 স্কটল্যান্ড১মগ্রুপগ্রুপ৪র্থ২য়৩য়৬ষ্ঠ
 উগান্ডাগ্রুপগ্রুপ××১০ম××
 সংযুক্ত আরব আমিরাতসেমিসেমিগ্রুপ৬ষ্ঠ৯ম৪র্থ৫ম
 মার্কিন যুক্তরাষ্ট্রগ্রুপ××××××
 জিম্বাবুয়ে একাদশ××××৩য়××

সর্বকালের পয়েন্ট তালিকা

উৎস: ইএসপিএন ক্রিকইনফো

দলঅংশগ্রহণবিজয়ীখেহাড্রজয়%
 আয়ারল্যান্ড৩৯২৫১১৬৪.১%
 স্কটল্যান্ড৩৩১১১৪৩৩.৩%
 নেদারল্যান্ডস৩৩১৬১০২১.২%
 নামিবিয়া৩৪১৫১৪৪৪.১%
 কেনিয়া২৮১২৩২.১%
 সংযুক্ত আরব আমিরাত৩৪১৪১২২৬.৫%
 কানাডা২৯১৮২০.৭%
 বারমুডা১৫১১১৬.৭%
 আফগানিস্তান২২১৭৭৭.৩%
   নেপাল৪০%
 উগান্ডা২৮.৬%
 হংকং২৫%
 জিম্বাবুয়ে একাদশ৬০%
 মার্কিন যুক্তরাষ্ট্র৫০%
 পাপুয়া নিউগিনি২৮.৬%
 মালয়েশিয়া০%
 কেইম্যান দ্বীপপুঞ্জ০%

আন্তর্মহাদেশীয় শিল্ড

২০০৯ সালে একটি দ্বিতীয় প্রতিযোগিতা, আন্তর্মহাদেশীয় শিল্ড, ২০০৯ বিশ্বকাপ বাছাইপর্বে ৭ম থেকে ১০ম স্থানে থাকা চারটি দলের জন্য চালু করা হয়েছিল। ম্যাচগুলো প্রথম-শ্রেণীর এবং নিয়ম ও পয়েন্ট পদ্ধতি আন্তর্মহাদেশীয় কাপের মতোই। আন্তর্মহাদেশীয় শিল্ডে সর্বশেষ ও একমাত্র আসরের দলগুলো হলো বারমুডা, নামিবিয়া, উগান্ডা এবং সংযুক্ত আরব আমিরাত। ২০১০ সালের ডিসেম্বরে আন্তর্মহাদেশীয় শিল্ড শেষ হওয়ার পর আইসিসি ঘোষণা করে যে এটি শিল্ড প্রতিযোগিতা বাতিল করবে এবং ২০০৭-০৮ মৌসুমের ৮ দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ ফরম্যাটে ফিরে আসবে। ফাইনালে নামিবিয়া সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জয়লাভ করে।

বছরবিজয়ীরানার্স-আপ
২০০৯–১০  নামিবিয়া  সংযুক্ত আরব আমিরাত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন