আজিয়াটা গ্রুপ বারহাদ

মালয়েশীয় বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি

আজিয়াটা গ্রুপ বারহাদ (সংক্ষেপে আজিয়াটা নামেও পরিচিত) হলো একটি মালয়েশিয়াভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ শিল্পগোষ্ঠী। এশিয়ার বেশ কয়েকটি দেশে এদের কার্যক্রম সম্প্রসারিত। এছাড়া এটি মালয়েশিয়ারও অন্যতম প্রধান বেতার (ওয়্যারলেস) সেবাদাতা প্রতিষ্ঠান।[৪]

আজিয়াটা গ্রুপ বারহাদ
প্রাক্তন নামটিএম ইন্টারন্যাশনাল বারহাদ
(১৯৯২–২০০৯)
ধরনপাবলিক কোম্পানি
টেমপ্লেট:Myx
আইএসআইএনMYL6888OO001
শিল্পটেলিযোগাযোগ
প্রতিষ্ঠাকাল১২ জুন ১৯৯২; ৩১ বছর আগে (1992-06-12)
সদরদপ্তরআজিয়াটা টাওয়ার, ৯ জলন স্টেসেন সেন্ট্রাল ৫, কুয়ালালামপুর সেন্ট্রাল, ৫০৪৭০ কুয়ালালামপুর
বাণিজ্য অঞ্চল
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা
প্রধান ব্যক্তি
গাজ্জালি শেখ আবদুল খালিদ, চেয়ারম্যান
জামালউদ্দিন ইবরাহিম, ব্যবস্থাপনা পরিচালক/প্রেসিডেন্ট/গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা
পণ্যসমূহমোবাইল নেটওয়ার্ক কার্যক্রম, নেটওয়ার্ক অবকাঠামো ও ডিজিটাল ইন্টারনেট কোম্পানি
আয়বৃদ্ধি MYR ২৪.৪ বিলিয়ন (২০১৭)[১]
MYR ২১.৬ বিলিয়ন (২০১৬)[২]
MYR ১৯.৯ বিলিয়ন (২০১৫)[২]
নীট আয়
বৃদ্ধি MYR ১.২ বিলিয়ন (২০১৭)[৩]
MYR ৫০৪.৩ মিলিয়ন (২০১৬)[২]
MYR ২.৬ বিলিয়ন (২০১৫)[২]
কর্মীসংখ্যা
>২৫,০০০ (গ্রুপব্যাপী)
মাতৃ-প্রতিষ্ঠানখাজানাহ নাসিয়োনাল বারহাদ
অধীনস্থ প্রতিষ্ঠান
ওয়েবসাইটaxiata.com

শিল্পগোষ্ঠী

আজিয়াটার প্রধান বাণিজ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে প্রাথমিক ব্যবসার মূলধন সরবরাহ, টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন ও উপদেষ্টাবৃত্তি। আজিয়াটার প্রধান কর্মক্ষেত্র বা লক্ষ্যস্থল হলো আসিয়ানদক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির বাজার।[৫]

টেলিকম মালয়েশিয়া বারহাদের (টিএম) মুঠোফোন কার্যক্রম ও আন্তর্জাতিক শাখা হিসেবে ১৯৯২ সালের ১২ জুন প্রতিষ্ঠানটি টিএম ইন্টারন্যাশনাল বারহাদ (টিএমআই) নামে যাত্রা শুরু করে।[৬] ২০০৮ সালে টিএম থেকে পৃথকীকরণের পর প্রতিষ্ঠানটি বুরসা মালয়েশিয়া সিকিউরিটিজ বারহাদের মূল বোর্ডের তালিকাভুক্ত হয়।[৬] ২০০৯ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠানটির নবযাত্রার অংশ হিসেবে “আজিয়াটা” নামে পুনর্নামকরণ করে এবং একটি নতুন লোগো প্রবর্তন করে।[৭] সেই সাথে প্রতিষ্ঠানটি তাদের স্লোগানও পরিবর্তন করে “অ্যাডভান্সিং এশিয়া” (প্রগতিশীল এশিয়া) প্রবর্তন করে। স্লোগানটি মূলত এশিয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যমাত্রাকে নির্দেশ করে।[৭]

এশিয়ার কয়েকটি দেশ, মালয়েশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাবাংলাদেশকম্বোডিয়ায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মূলধনের একটি বড় অংশ ধারণ করে।[৮] এছাড়া প্রতিষ্ঠানটি ভারতসিঙ্গাপুরেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে। থাইল্যান্ডপাকিস্তানে মুঠোফোন-ব্যতীত অন্যান্য টেলিযোগাযোগ ব্যবস্থায় বিনিয়োগ করেছে।[৯]

বিনিয়োগ ও শেয়ারধারণ

২০১৯ সালে আজিয়াটার ওয়েবসাইটে প্রদত্ত এক ঘোষণা অনুযায়ী, এশিয়াব্যাপী তাদের মোট ব্যবহারকারী বা সাবস্ক্রাইবার প্রায় ১৫০ মিলিয়ন এবং ২০১৮ সালে তাদের রাজস্ব ছিল ২৫.২ বিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত (৫.৭৭ বিলিয়ন মার্কিন ডলার)।[১০] এছাড়া, আজিয়াটার মাধ্যমে ১১টি দেশে ১২,০০০-এর অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।[৯]

আজিয়াটা মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্সএল’, শ্রীলঙ্কায় ‘ডায়ালগ’, বাংলাদেশে ‘রবি’, কম্বোডিয়ায় ‘স্মার্ট’, ভারতে ‘আইডিয়া’, নেপালে ‘এনসেল’ (টেলিয়াসোনেরা থেকে অধিগ্রহণকৃত; সম্পন্ন: ১২ এপ্রিল ২০১৬[১১]) এবং সিঙ্গাপুরে এখন পর্যন্ত ‘এম১’ (এমওয়ান) ব্র‍্যান্ড নামে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মূলধন স্থানান্তরের প্রয়োজনে ও ২০২২ সালের মধ্যে পরবর্তী প্রজন্মের ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ‘এম১’-এর সম্পূর্ণ শেয়ার ১.৬৫ বিলিয়ন মালয়েশীয় রিঙ্গিতের বিনিময়ে কানেকটিভিটি পিটিই লিমিটেডের কাছে বিক্রি করে দেয়।[১২]

দেশব্র‍্যান্ডমালিকানা
 বাংলাদেশরবি৬৮.৭%
 কম্বোডিয়াস্মার্ট১০০%
 ভারতভোডাফোন আইডিয়া লিমিটেড৮.১৭%
   নেপালএনসেল৮০%[১৩]
 ইন্দোনেশিয়াএক্সএল৬৬.৫৫%
 মালয়েশিয়াসেলকম১০০%
 শ্রীলঙ্কাডায়ালগ৮৩.৩২%

২০১৮ সালের ৪ জানুয়ারি ব্লুমবার্গ নিউজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে, আজিয়াটা তাদের অধীনস্থ ইডটকোতে অভ্যন্তরীণ আইপিও প্রস্তাবের পরিকল্পনা করছে।[৪] আইপিও থেকে অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় প্রত্যাশিত ছিল।[৪]

প্রধান প্রতিযোগী

ইন্দোনেশিয়ার বাজারে আজিয়াটা গ্রুপের মূল প্রতিদ্বন্দ্বী হলো টেলকমসেল। ২০১৯ সালে, ইন্দোনেশিয়ায় টেলকমসেলের পর আজিয়াটা দ্বিতীয় অবস্থানে ছিল।[১৪] বাংলাদেশেও আজিয়াটার (রবি) দ্বিতীয় স্থানে অবস্থান করছিল, যেখানে গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল টেলিনর (গ্রামীণফোন)।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী