আলফ্রেদো ফ্রান্সে

আলফ্রেদো ফ্রান্সে (স্পেনীয়: Alfredo France, স্পেনীয় উচ্চারণ: [alfɾˈeðo fɾˈanθe]; ২৯ অক্টোবর ১৮৯৫ – ১৭ মার্চ ১৯৩৮) একজন চিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় এস্ত্রেয়া দেল মার এবং চিলি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

আলফ্রেদো ফ্রান্সে
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৯৫-১০-২৯)২৯ অক্টোবর ১৮৯৫
জন্ম স্থানচিলি
মৃত্যু১৭ মার্চ ১৯৩৮(1938-03-17) (বয়স ৪২)
মৃত্যুর স্থানচিলি
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়

ফ্রান্সে ১৯১৬ সালে চিলির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; চিলির জার্সি গায়ে ১৯২০ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১০ ম্যাচে ২টি গোল করেছিলেন। তিনি চিলির হয়ে সর্বমোট তিনটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৯ এবং ১৯২০) অংশগ্রহণ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

ফ্রান্সে কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চিলির জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন

আলফ্রেদো ফ্রান্সে ১৮৯৫ সালের ২৯শে অক্টোবর তারিখে চিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৩৮ সালের ১৭ই মার্চ তারিখে, চিলিতে ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

দলসালম্যাচগোল
চিলি১৯১৬
১৯১৯
১৯২০
সর্বমোট১০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন