চিলি জাতীয় ফুটবল দল

ফুটবল দল

চিলি জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Chile, ইংরেজি: Chile national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চিলির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম চিলির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চিলি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১০ সালের ২৭শে মে তারিখে, চিলি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে চিলি আর্জেন্টিনার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

চিলি
দলের লোগো
ডাকনামলা রোহা (লাল)
এল একুইপো দে তদোস (সকলের দল)
অ্যাসোসিয়েশনচিলি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচরেইনালদো রুয়েদা
অধিনায়কগারি মেদেল
সর্বাধিক ম্যাচআলেক্সিস সানচেজ (১৩৬)
শীর্ষ গোলদাতাআলেক্সিস সানচেজ (৪৫)
মাঠএস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস
ফিফা কোডCHI
ওয়েবসাইটwww.anfp.cl
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪০ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(এপ্রিল–মে ২০১৬)
সর্বনিম্ন৮৪ (ডিসেম্বর ২০০২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৪৪ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(জুলাই ২০১৬)
সর্বনিম্ন৫৯ (জুন ২০০৩[৩])
প্রথম আন্তর্জাতিক খেলা
 আর্জেন্টিনা ৩–১ চিলি 
(বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা; ২৭ মে ১৯১০)
বৃহত্তম জয়
 চিলি ৭–০ ভেনেজুয়েলা 
(সান্তিয়াগো, চিলি; ২৯ আগস্ট ১৯৭৯)
 চিলি ৭–০ আর্মেনিয়া 
(বিনিয়া দেল মার, চিলি; ৪ জানুয়ারি ১৯৯৭)
 মেক্সিকো ০–৭ চিলি 
(সান্টা ক্লারা, মার্কিন যুক্তরাষ্ট্র; ১৮ জুন ২০১৬)
বৃহত্তম পরাজয়
 ব্রাজিল ৭–০ চিলি 
(রিউ দি জানেইরু, ব্রাজিল; ১৭ সেপ্টেম্বর ১৯৫৯)
বিশ্বকাপ
অংশগ্রহণ৯ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (১৯৬২)
কোপা আমেরিকা
অংশগ্রহণ৪০ (১৯১৬-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৫, ২০১৬)
প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ২ (১৯৫২-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৫২)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ১ (২০১৭-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৭)

৪৮,৬৬৫ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে লা রোহা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চিলির রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রেইনালদো রুয়েদা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন বোলোনিয়ার মধ্যমাঠের খেলোয়াড় গারি মেদেল।

চিলি এপর্যন্ত ৯ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬২ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা, যেখানে তারা যুগোস্লাভিয়াকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, কোপা আমেরিকায় চিলি অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (২০১৫ এবং ২০১৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, চিলি ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে রানার-আপ হয়েছে।

আলেক্সিস সানচেজ, গারি মেদেল, ক্লাউদিও ব্রাভো, এদুয়ার্দো বার্গাস এবং আরতুরো ভিদালের । জামরানো ও সালাস মতো খেলোয়াড়গণ চিলির জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

চিলি ফুটবল ফেডারেশন হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রাচীন ফুটবল ফেডারেশন, এর ইতিহাস প্রায় ১০০ বছরেরও বেশি পুরোনো। চিলির বন্দর নগরী ভ্যালপারাইসোতে ১৮৯৫ সালে ১৯শে জুন তারিখে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ডেভিড স্কট ছিলেন সংস্থাটির প্রথম সভাপতি।[৪]

আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ের সাথে চিলি হচ্ছে কনমেবলের চার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ। এই চারটি জাতীয় ফুটবল সংস্থা মিলেই ১৯১৬ সালের ৯ই জুলাই তারিখে দক্ষিণ আমেরিকার এই ফুটবল সংস্থার প্রতিষ্ঠা করেছে।[৫] এছাড়া এই তিন দেশের সাথেই চিলি এই অঞ্চলের প্রথম আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করে, পরবর্তীতে যার নাম হয় কোপা আমেরিকা

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে চিলি তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৮৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে চিলির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২য় (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৫৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৩৮  রাশিয়া১৪৯৮.৮৪
৩৯  চেক প্রজাতন্ত্র১৪৯৪.০৪
৪০  চিলি১৪৮৯.৮২
৪১  পানামা১৪৭৫.৬২
৪২  নাইজেরিয়া১৪৭৪.৪৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৪২  কানাডা১৭০৬
৪৩  প্যারাগুয়ে১৭০৫
৪৪  চিলি১৭০০
৪৫  ওয়েলস১৬৯৬
৪৬ ১৭  সুইডেন১৬৯৫

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০গ্রুপ পর্ব৫মআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
১৯৩৪প্রত্যাহারপ্রত্যাহার
১৯৩৮
১৯৫০গ্রুপ পর্ব৯মস্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ
১৯৫৪উত্তীর্ণ হয়নি১০
১৯৫৮১০
১৯৬২৩য় স্থান নির্ধারণী৩য়১০আয়োজক হিসেবে উত্তীর্ণ
১৯৬৬গ্রুপ পর্ব১৩তম১৪
১৯৭০উত্তীর্ণ হয়নি
১৯৭৪গ্রুপ পর্ব১১তম
১৯৭৮উত্তীর্ণ হয়নি
১৯৮২গ্রুপ পর্ব২২তম
১৯৮৬উত্তীর্ণ হয়নি১৮১২
১৯৯০
১৯৯৪নিষিদ্ধনিষিদ্ধ
১৯৯৮১৬ দলের পর্ব১৬তম১৬৩২১৮
২০০২উত্তীর্ণ হয়নি১৮১২১৫২৭
২০০৬১৮১৮২২
২০১০১৬ দলের পর্ব১০ম১৮১০৩২২২
২০১৪৯ম১৬২৯২৫
২০১৮উত্তীর্ণ হয়নি১৮২৬২৭
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট৩য় স্থান নির্ধারণী৯/২১৩৩১১১৫৪০৪৯১৪৭৬২২৯৫৬২১৮১৯৪

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ