আলাপ:ফিদায়া ও কাফফারা

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "ফিদিয়া এবং কাফফারা এবং ফিদায়া ও কাফফারা পাতাদ্বয় প্রসঙ্গে" অনুচ্ছেদে

ফিদিয়া এবং কাফফারা এবং ফিদায়া ও কাফফারা পাতাদ্বয় প্রসঙ্গে

@Ahm masum, Ferdous, Foysalur Rahman Shuvo, ZI Jony, আফতাবুজ্জামান, এবং ইফতেখার নাইম: এই এডিটাথনের জন্য ২০২০ সালের ২৯শে এপ্রিল তারিখে ইফতেখার নাইম ফিদিয়া এবং কাফফারা নামে Fidyah and Kaffara পাতাটি অনুবাদ করেছেন। অতঃপর ১৩ই মে তারিখে RakibHossain ফিদায়া ও কাফফারা নামে আরও একটি পাতা তৈরি করেছেন, যা Fidyah and Kaffara-এর সাথেই সম্পর্কযুক্ত। আমি মনে করি ফিদিয়া এবং কাফফারা এই এডিটাথনের জন্য গৃহীত হওয়া উচিত (যা পূর্বেই গ্রহণ করা হয়েছে), কেননা এই পাতাটি পূর্বে তৈরি এবং জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, ফিদায়া ও কাফফারা পাতাটি ফিদিয়া এবং কাফফারা পাতায় পুনর্নির্দেশ করা উচিত। এই ব্যাপারে সকল পর্যালোচকের দৃষ্টি আকর্ষণ করছি। – Waraka Saki (আলাপ) ০৬:৩৩, ২১ মে ২০২০ (ইউটিসি)

প্রথম যেটা অনুবাদ ও জমা দেয়া হয়েছে হয়েছে সেটা গৃহীত হতে হবে। তবে দুটি নিবন্ধ একত্রীকরণ করে পুনর্নির্দেশ করা উচিত। জনি (আলাপ) ১৩:২৯, ২১ মে ২০২০ (ইউটিসি)
একত্রীত করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫০, ২১ মে ২০২০ (ইউটিসি)
"ফিদায়া ও কাফফারা" পাতায় ফেরত যান।
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন