আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইউ) ( আরবি: جامعة المصطفىٰ العالمية ; ফার্সি: جامعه المصطفی العالمیه ) ইরানের কওমে অবস্থিত একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইসলামি এবং বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত। ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শাখা এবং অনুমোদিত স্কুল রয়েছে। [১]

আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৭৯
অবস্থান
* কওমে , ইরান
  • ইরান শাখাগুলো [১]
  • আন্তর্জাতিক শাখাগুলো [২]
ওয়েবসাইটhttp://en.miu.ac.ir/
মানচিত্র
বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্কুলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

শিক্ষায়তনিক

বিশ্ববিদ্যালয়টি স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের (মহিলা পণ্ডিত সহ) ইসলামি শিক্ষা প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়টি এসব বিষয়ে পাঠদান করছেঃ

  • কুরআন
  • হাদীস
  • ইসলামিক আইনশাসন
  • ইসলামি দর্শন ও আলোচনা
  • ইসলামি রহস্যবাদ
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • মনোবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান
  • শিক্ষা
  • পরিচালনা
  • ফারসি ভাষা ও সাহিত্য
  • আরবি
  • ফরাসি এবং
  • রাশিয়ান। [৩]

এটি ইংরাজী, আরবি এবং ফারসি ভাষাতে শিয়া ইসলাম

সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান করছে।[৪]

আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ

আন্তর্জাতিক বৈজ্ঞানিক-সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও আল-মোস্তফা বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক ফোরাম এবং সংস্থার সদস্য:[৫]

  • ইসলামিক বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের সংঘ( এফইউআই)
  • বিশ্ববিদ্যালয়সমূহের আন্তর্জাতিক সংগঠন (আইএইউ)
  • বিশ্ববিদ্যালয়সমূহের প্রধানদের আন্তর্জাতিক সংগঠন (আইএইউপি)
  • এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন(এউএপি)
  • বিশ্ব ইসলামি শিক্ষার্থীদের ইউনিয়ন (রোহামা)

ইতিহাস

১৯৭৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির সদর দফতর তেহরানে অবস্থিত তবে ইরানের অন্যান্য কয়েকটি শহরে এর শাখা রয়েছে। [৩]

২০২০ সালের ৪ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি রাজস্ব বিভাগ ( স্টিভেন মুনুচিনের অধীনে) বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত করে। [৬] বিশ্ববিদ্যালয় সেটার একটি প্রতিক্রিয়া প্রকাশ করে। [৭]

রাষ্ট্রপতি

  • আলী আব্বাসি (২০২০-২০১২ [৮] )
  • আলিরেজা আরাফি আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এমআইইউ) প্রাক্তন সভাপতি

আরও দেখুন

  • আলী রেজা তাওয়াশোলি

তথ্যসূত্র

 

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন