ইউতো ইওয়াসাকি

জাপানি ফুটবলার

ইউতো ইওয়াসাকি (জাপানি: 岩崎 悠人, ইংরেজি: Yuto Iwasaki; জন্ম: ১১ জুন ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সাগান তোসু এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইউতো ইওয়াসাকি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-06-11) ১১ জুন ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থানহিকোনে, জাপান
উচ্চতা১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাগান তোসু
জার্সি নম্বর২৯
যুব পর্যায়
কানেশিরো জুনিয়র হাই স্কুল
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন
২০১৪–২০১৬কিয়োতোতাচিবানা হাই স্কুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৭–২০১৮কিয়োতো সাঙ্গা৬৮(৩)
২০১৯–হোক্কাইদো কোন্সাদোলে(০)
২০২০শোনান বেলমারে (ধার)১৬(০)
২০২১→ ইউনাইটেড চিবা (ধার)১৬(০)
২০২১–সাগান তোসু৩৫(৩)
জাতীয় দল
২০১৫জাপান অনূর্ধ্ব-১৭(০)
২০১৫জাপান অনূর্ধ্ব-১৮
২০১৬জাপান অনূর্ধ্ব-১৯(৩)
২০১৭জাপান অনূর্ধ্ব-২০(১)
২০১৯জাপান অনূর্ধ্ব-২২(২)
২০১৮–২০১৯জাপান অনূর্ধ্ব-২৩১১(৪)
২০২২–জাপান(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:৩০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০২:৩০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, ইওয়াসাকি জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

ইউতো ইওয়াসাকি ১৯৯৮ সালের ১১ই জুন তারিখে জাপানের হিকোনেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

ইওয়াসাকি জাপান অনূর্ধ্ব-১৭, জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯, জাপান অনূর্ধ্ব-২০, জাপান অনূর্ধ্ব-২২ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।

২০২২ সালের ১৯শে জুলাই তারিখে, ২৪ বছর, ১ মাস ও ৮ দিন , ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইওয়াসাকি হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ইএএফএফ ই-১ ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৬৪তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় তাকুমা নিশিমুরার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি জাপান ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জাপান২০২২
সর্বমোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন