জাপান জাতীয় ফুটবল দল

জাপান জাতীয় ফুটবল দল (জাপানি: サッカー日本代表, প্রতিবর্ণীকৃত: সাক্কা নিপ্পন দাইহিয়ো, ইংরেজি: Japan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জাপানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জাপানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২১ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৭ সালের ৯ই মে তারিখে, জাপান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জাপানের টোকিওতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে জাপান চীনের কাছে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

জাপান
দলের লোগো
ডাকনামサムライ・ブルー (নীল সামুরাই)
অ্যাসোসিয়েশনজাপান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচহাজিমে মোরিয়াসু
অধিনায়কমায়া ইয়োসিদা
সর্বাধিক ম্যাচইয়াসুহিতো এন্দো (১৫২)
শীর্ষ গোলদাতাকুনিশিগে কামামোতো (৭৫)[১]
মাঠবিভিন্ন
ফিফা কোডJPN
ওয়েবসাইটwww.jfa.jp
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৭ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[২]
সর্বোচ্চ(মার্চ ১৯৯৮)
সর্বনিম্ন৬২ (ডিসেম্বর ১৯৯২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩ বৃদ্ধি ৫ (১২ জানুয়ারি ২০২৪)[৩]
সর্বোচ্চ(আগস্ট ২০০১, মার্চ ২০০২)
সর্বনিম্ন১২৩ (সেপ্টেম্বর ১৯৬২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 জাপান ০–৫ চীন 
(টোকিও, জাপান; ৯ মে ১৯১৭)[৪]
বৃহত্তম জয়
 জাপান ১৫–০ ফিলিপাইন 
(টোকিও, জাপান; ২৭ সেপ্টেম্বর ১৯৬৭)
বৃহত্তম পরাজয়
 জাপান ২–১৫ ফিলিপাইন 
(টোকিও, জাপান; ১০ মে ১৯১৭)[৫]
বিশ্বকাপ
অংশগ্রহণ৬ (১৯৯৮-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০০২, ২০১০, ২০১৮)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ৯ (১৯৮৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯২, ২০০০, ২০০৪, ২০১১)
কোপা আমেরিকা
অংশগ্রহণ২ (১৯৯৯-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৯, ২০১৯)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ৫ (১৯৯৫-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০০১)

নীল সামুরাই নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাজিমে মোরিয়াসু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাম্পদোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় মায়া ইয়োসিদা

জাপান এপর্যন্ত ৬ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০২, ২০১০ এবং ২০১৮ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও জাপান অন্যতম সফল দল, যেখানে তারা ৪টি (১৯৯২, ২০০০, ২০০৪ এবং ২০১১) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, জাপান ২০০১ ফিফা কনফেডারেশন্স কাপে রানার-আপ হয়েছে।

ইয়াসুহিতো এন্দো, ইয়ুতো নাগাতোমো, মাসামি ইহারা, হন্ডা কেস্‌কে এবং শিনজি কাগওয়ার মতো খেলোয়াড়গণ জাপানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জাপান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯ম) অর্জন করে এবং ১৯৯২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৬২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জাপানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮ম (যা তারা সর্বপ্রথম ২০০১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১৫  মেক্সিকো১৬৫২.৭
১৬  জার্মানি১৬৩১.২২
১৭  জাপান১৬২০.১৯
১৮   সুইজারল্যান্ড১৬১৩.৪৪
১৯  ডেনমার্ক১৬০১.৩১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
১১  ক্রোয়েশিয়া১৯৫২
১২  ইতালি১৯৩৮
১৩  জাপান১৯০৯
১৪  জার্মানি১৮৮৬
১৫  ইকুয়েডর১৮৮৩

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮প্রত্যাহারপ্রত্যাহার
১৯৫০নিষিদ্ধনিষিদ্ধ
১৯৫৪উত্তীর্ণ হয়নি
১৯৫৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৬২উত্তীর্ণ হয়নি
১৯৬৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৭০উত্তীর্ণ হয়নি
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬১৫
১৯৯০
১৯৯৪১৩৩৫
১৯৯৮গ্রুপ পর্ব৩১তম১৫৫১১২
২০০২১৬ দলের পর্ব৯মআয়োজক হিসেবে উত্তীর্ণ
২০০৬গ্রুপ পর্ব২৮তম১২১১২৫
২০১০১৬ দলের পর্ব৯ম১৪২৩
২০১৪গ্রুপ পর্ব২৯তম১৪৩০
২০১৮১৬ দলের পর্ব১৫তম১৮১৩৪৪
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট১৬ দলের পর্ব৬/২৩২১১১২০২৯১২০৬৮২৬২৬২৪৭৮৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ