উবার কাপ

উবার কাপ বা বিশ্ব মহিলা দলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হল জাতীয় মহিলা ব্যাডমিন্টন দলগুলির মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রাক্তন ব্রিটিশ ব্যাডমিন্টন খেলোয়াড় বেটি উবার এই প্রতিযোগিতার সূচনা করেন ও তার নামেই প্রতিযোগিতার নাম।[১][২] ১৯৫৬ সালে প্রতিষ্ঠার সময় এটি তিন বছর অন্তর অন্তর খেলা হত। ১৯৮৪ সালে থমাস কাপ প্রতিযোগিতা এর সাথে জুড়ে যায় ও একই সময়ে ও স্থানে খেলা হতে থাকে, তখন থেকে দুবছর অন্তর খেলা হয়। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ২০০৭ সালে প্রতিযোগিতা দুটিকে পুনরায় আলাদা করে আয়োজন করার চেষ্টা করলেও পরে সেই আবেদন বাতিল ঘোষিত হয়।[৩]

উবার কাপ
চলতি মৌসুম বা প্রতিযোগিতা:
২০২২ থমাস ও উবার কাপ
খেলাব্যাডমিন্টন
প্রতিষ্ঠাকাল১৯৫৭
দলের সংখ্যা১৬
দেশ(সমূহ)বিডব্লিউএফ সদস্য দেশসমূহ
বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া (২য় শিরোপা)
সর্বোচ্চ শিরোপা চীন (১৫টি শিরোপা)
বেটি উবার (ডানদিকে)

ট্রফি

১৯৫৬ সালে প্রথম আসরের সময় ট্রফিটি উদ্বোধন করা হয়। লন্ডনের বিখ্যাত কারিগর ম্যাপিন ও ওয়েব এটি তৈরী করেন। এটি ২০ ইঞ্চি লম্বা ও উপরে ঘূর্ণায়মান পৃথিবী ও শাটলককের ওপর একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় দন্ডায়মান।

ফলাফল

১৯৫৭–১৯৮১

বছর[ক]আয়োজকফাইনাল
চ্যাম্পিয়নফলাফলরানার্স-আপ
১৯৫৭ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্র
৬–১
ডেনমার্ক
১৯৬০ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
৫–২
ডেনমার্ক
১৯৬৩উইলমিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র
৪–৩
ইংল্যান্ড
১৯৬৬ওয়েলিংটন, নিউজিল্যান্ড
জাপান
৫–২
মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৬৯টোকিও, জাপান
জাপান
৬–১
ইন্দোনেশিয়া
১৯৭২টোকিও, জাপান
জাপান
৬–১
ইন্দোনেশিয়া
১৯৭৫জাকার্তা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া
৫–২
জাপান
১৯৭৮অকল্যান্ড, নিউজিল্যান্ড
জাপান
৫–২
ইন্দোনেশিয়া
১৯৮১টোকিও, জাপান
জাপান
৬–৩
ইন্দোনেশিয়া

১৯৮৪–১৯৮৮

বছরআয়োজকফাইনালতৃতীয় স্থান নির্ধারক
চ্যাম্পিয়নফলাফলরানার্স-আপতৃতীয় স্থানফলাফলচতুর্থ স্থান
১৯৮৪কুয়ালালামপুর, মালয়েশিয়া
চীন
৫–০
ইংল্যান্ড

দক্ষিণ কোরিয়া
৫–০
ডেনমার্ক
১৯৮৬জাকার্তা, ইন্দোনেশিয়া
চীন
৩–২
ইন্দোনেশিয়া

দক্ষিণ কোরিয়া
৩–২
জাপান
১৯৮৮কুয়ালালামপুর, মালয়েশিয়া
চীন
৫–০
দক্ষিণ কোরিয়া

ইন্দোনেশিয়া
৫–০
জাপান

১৯৯০–বর্তমান

বছরআয়োজকফাইনালসেমি-ফাইনালে পরাজিত
চ্যাম্পিয়নফলাফলরানার্স-আপ
১৯৯০নাগোয়াটোকিও, জাপান
চীন
৩–২
দক্ষিণ কোরিয়া

ইন্দোনেশিয়া

জাপান
১৯৯২কুয়ালালামপুর, মালয়েশিয়া
চীন
৩–২
দক্ষিণ কোরিয়া

সুইডেন

ইন্দোনেশিয়া
১৯৯৪জাকার্তা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া
৩–২
চীন

সুইডেন

দক্ষিণ কোরিয়া
১৯৯৬হংকং
ইন্দোনেশিয়া
৪–১
চীন

দক্ষিণ কোরিয়া

ডেনমার্ক
১৯৯৮হংকং, চীন
চীন
৪–১
ইন্দোনেশিয়া

ডেনমার্ক

দক্ষিণ কোরিয়া
২০০০কুয়ালালামপুর, মালয়েশিয়া
চীন
৩–০
ডেনমার্ক

ইন্দোনেশিয়া

দক্ষিণ কোরিয়া
২০০২কুয়াংচৌ, চীন
চীন
৩–১
দক্ষিণ কোরিয়া

নেদারল্যান্ডস

হংকং
২০০৪জাকার্তা, ইন্দোনেশিয়া
চীন
৩–১
দক্ষিণ কোরিয়া

ডেনমার্ক

জাপান
২০০৬সেনদাইটোকিও, জাপান
চীন
৩–০
নেদারল্যান্ডস

জার্মানি

চীনা তাইপেই
২০০৮জাকার্তা, ইন্দোনেশিয়া
চীন
৩–০
ইন্দোনেশিয়া

দক্ষিণ কোরিয়া

জার্মানি
২০১০কুয়ালালামপুর, মালয়েশিয়া
দক্ষিণ কোরিয়া
৩–১
চীন

জাপান

ইন্দোনেশিয়া
২০১২উহান, চীন
চীন
৩–০
দক্ষিণ কোরিয়া

থাইল্যান্ড

জাপান
২০১৪নতুন দিল্লি, ভারত
চীন
৩–১
জাপান

ভারত

দক্ষিণ কোরিয়া
২০১৬কুংশান, চীন
চীন
৩–১
দক্ষিণ কোরিয়া

ভারত

জাপান
২০১৮ব্যাংকক, থাইল্যান্ড
জাপান
৩–০
থাইল্যান্ড

দক্ষিণ কোরিয়া

চীন
২০২০আরহাস, ডেনমার্ক
চীন
৩–১
জাপান

দক্ষিণ কোরিয়া

থাইল্যান্ড
২০২২ব্যাংকক, থাইল্যান্ড
দক্ষিণ কোরিয়া
৩–২
চীন

জাপান

থাইল্যান্ড
২০২৪চীন

নোট

সফল দলসমূহ

দলবিজয়ীরানার্স-আপ
 চীন১৫ (১৯৮৪, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২০)৪ (১৯৯৪, ১৯৯৬, ২০১০, ২০২২)
 জাপান৬ (১৯৬৬, ১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ২০১৮)৩ (১৯৭৫, ২০১৪, ২০২০)
 ইন্দোনেশিয়া৩ (১৯৭৫, ১৯৯৪, ১৯৯৬)৭ (১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৬, ১৯৯৮, ২০০৮)
 মার্কিন যুক্তরাষ্ট্র৩ (১৯৫৭, ১৯৬০, ১৯৬৩)১ (১৯৬৬)
 দক্ষিণ কোরিয়া২ (২০১০, ২০২২)৭ (১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ২০০২, ২০০৪, ২০১২, ২০১৬)
 ডেনমার্ক৩ (১৯৫৭, ১৯৬০, ২০০০)
 ইংল্যান্ড২ (১৯৬৩, ১৯৮৪)
 নেদারল্যান্ডস১ (২০০৬)
 থাইল্যান্ড১ (২০১৮)
ইটালিক = আয়োজক

অন্তিম পর্বে উত্তীর্ণ দল

উবার কাপের অন্তিম পর্বে উত্তীর্ণ দলসমূহ

২০২২ পর্যন্ত সব মিলিয়ে ২৮টি দল অন্তিম পর্বে খেলার সুযোগ পেয়েছে। এশিয়া ও ইউরোপ থেকে সর্বাধিক ১০টি, আফ্রিকা ও ওশিয়ানিয়া থেকে ৩টি ও দুই আমেরিকা মহাদেশে থেকে কেবল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২২ উবার কাপ পর্যন্ত:

২৬ বার
  •  জাপান
  •  ইন্দোনেশিয়া
২২ বার
  •  ডেনমার্ক
২০ বার
  •  চীন
  •  দক্ষিণ কোরিয়া
১৪ বার
  •  ইংল্যান্ড
  •  মালয়েশিয়া
১৩ বার
  •  কানাডা
১২ বার
  •  মার্কিন যুক্তরাষ্ট্র
১১ বার
  •  জার্মানি
১০ বার
  •  নেদারল্যান্ডস
৯ বার
  •  অস্ট্রেলিয়া
৮ বার
  •  চীনা তাইপেই
  •  হংকং
  •  ভারত
  •  থাইল্যান্ড
৬ বার
  •  নিউজিল্যান্ড
৫ বার
  •  রাশিয়া
  •  দক্ষিণ আফ্রিকা
  •  সুইডেন
৩ বার
  •  ফ্রান্স
  •  স্পেন
২ বার
  •  সিঙ্গাপুর
  •  মরিশাস
  •  মিশর
১ বার
  •  বুলগেরিয়া
  •  স্কটল্যান্ড
  •  তাহিতি

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন