কেনটারবারি বিশ্ববিদ্যালয়

কেনটারবারি বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।

কেনটারবারি বিশ্ববিদ্যালয়
Te Whare Wānanga o Waitaha
প্রাক্তন নামসমূহ
কেনটারবারি কলেজ
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৮৭৩ (1873)
আচার্যজন উড
উপাচার্যরোড কার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৭১৫[১]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১,১৫৮[১]
শিক্ষার্থী১৫,৫৬৪[১]
স্নাতক৯৫,৫৯০[১]
স্নাতকোত্তর২,৭৭৭[১]
অবস্থান
ক্রিস্টচার্চ
,
কেনটারবারি
,
নিউজিল্যান্ড

৪৩°৩১′২৪″ দক্ষিণ ১৭২°৩৪′৫৫″ পূর্ব / ৪৩.৫২৩৩৩৩° দক্ষিণ ১৭২.৫৮১৯৪৪° পূর্ব / -43.523333; 172.581944
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.canterbury.ac.nz
মানচিত্র

নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয় এর একটি অন্তর্ভুক্ত কলেজ হিসেবে ১৮৭৩ সালে এটি যাত্রা শুরু করে। এটির আসল ক্যাম্পাস ছিল ক্রিস্টচার্চ সেন্ট্রাল সিটিতে। কিন্তু, ১৯৬১ সালে এটি একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে এবং এর পুরাতন ক্যাম্পাস থেকে নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। ১৯৭৫ সালের ১ মে এই স্থানান্তর সম্পূর্ণ হয়।[২] বর্তমানে বিশ্ববিদ্যালয়টি কয়েকটি অনুষদে ডিগ্রি প্রদান করে, এর মধ্যে উল্লেখযোগ্য হল মানবিক অনুষদ, ব্যবসা, শিক্ষা, চারুকলা, প্রকৌশল, আইন, সঙ্গিত, সমাজ কর্ম, বিজ্ঞান, খেলাধুলা প্রশিক্ষণ ইত্যাদি।

ক্যাম্পাস

পুয়াকা-জেমস হেইটস ভবন কেনটারবারি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ভবন

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন প্রায় ৭৬ হেক্টর (১৯০ একর)। এটির মূল ক্যাম্পাস নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরের ইলাম শহরতলীতে অবস্থি। বিশ্ববিদ্যালয়টিতে তিনটি গ্রন্থাগার রয়েছে। এটির কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত পুয়াকা-জেমস হেইট ভবনে।

বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের থাকার জন্য দশটি ছাত্রাবাস রয়েছে। যেখানে প্রায় ২,২৭৯ জন শিক্ষার্থী বসবাস করতে পারে।[৩] এই দশটির মধ্যে ইলাম এপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি হল সবচেয়ে বড়।[৪]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন