গোরক্ষপুর জেলা

উত্তর প্রদেশের একটি জেলা
(গোরখপুর জেলা থেকে পুনর্নির্দেশিত)

গোরক্ষপুর জেলা (হিন্দি: गोरखपुर ज़िला, প্রতিবর্ণীকৃত: গোরখপুর জ়িলা) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জেলা; গোরক্ষপুর হল জেলার সদরদপ্তর। গোরক্ষপুর, উত্তরপ্রদেশ রাজ্যের ৭৫টি জেলার মধ্যে বৃহত্তম, গুরুত্বপূর্ণ জেলা।

গোরক্ষপুর জেলা
गोरखपुर ज़िला
উত্তরপ্রদেশের জেলা
উত্তরপ্রদেশে গোরক্ষপুরের অবস্থান
উত্তরপ্রদেশে গোরক্ষপুরের অবস্থান
দেশভারত
রাজ্যউত্তরপ্রদেশ
প্রশাসনিক বিভাগগোরক্ষপুর
সদরদপ্তরগোরক্ষপুর
তহশিল
সরকার
 • লোকসভা কেন্দ্রগোরক্ষপুর, বাঁশগাঁও
আয়তন
 • মোট৭,৪৮৩.৮ বর্গকিমি (২,৮৮৯.৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৪,৩৬,২৭৫[১]
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৩.২৫%.[১]
 • লিঙ্গানুপাত৯৪৪
প্রধান মহাসড়ক২৮ নং মহামার্গ, ২৩৩খ মহামার্গ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস

ভৌগোলিক তথ্য

গোরখপুর জেলা ২৬° ৪৬´ উত্তর অক্ষাংশ ও ৮৩° ২২´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জেলার আয়াতন ৭,৪৮৩.৮ বর্গকিলোমিটার (২,৮৮৯.৫ মা)। জেলার উত্তরে মহারাজগঞ্জ জেলা, পূর্বে কুশীনগরদেওরিয়া জেলা, দক্ষিণে (রাজেসুলতানপুর)আম্বেডকর নগর, আজমগড়, ও মৌ জেলা এবং পশ্চিমে সন্ত কবির নগর জেলা জেলা অবস্থিত। গোরখপুর জেলা গোরখপুর বিভাগের অন্তর্গত।[২]

অর্থনীতি

গোরখপুর জেলা অর্থনৈতিক দিক থেকে তেমন উন্নত নয়। ২০০৬ সালে ভারত সরকার গোরখপুর জেলাকে ভারতের ২৫০টি পিছেয়ে পড়া ও অনুন্নত জেলাগুলির অন্যতম হিসেবে ঘোষণা করে।[৩]

জনসংখ্যার উপাত্ত

গোরখপুর ভারতে জনবহুলতম জেলাগুলির অন্যতম; ২০১১ জনগণনা অনুসারে গোরখপুর জেলার জনসংখ্যা ৪,৪৩৬,২৭৫,[১] যা প্রায় ক্রোয়াটিয়ার সমান।[৪] অথবা যুক্তরাষ্ট্রের কেন্টুকীর সমান.[৫] গোরখপুর জেলা জনসংখ্যার ভিত্তিতে ভারতে ৪০তম (মোট ৬৪০টির বাইরে)।[১] এই জেলার জনঘনত্ব ১,৩৩৬ জন প্রতি বর্গকিলোমিটার (৩,৪৬০ জন/বর্গমাইল)।[১] ২০০১-২০১১ মধ্যে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.৬৯%।[১] ২০১১ জনগণনা অনুসারে জেলার লিঙ্গানুপাতপ্রতি ১০০০ পুরুষে ৯৪৪ জন মহিলা[১] ও সাক্ষরতা হার ৭৩.২৫%।[১]

ভাষা

গোরখপুর জপলার দাপ্তরিক ভাষা হিন্দি ও উর্দু। স্থানীয় জনগণ উর্দু ও ভোজপুরি ভাষাতে বথা বলে

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন