তহশিল

প্রশাসনিক বিভাগ

তহশিল বা তহসিল, যা তালুক, মহকুমা, মণ্ডল ইত্যাদি নামেও পরিচিত, হচ্ছে ভারতপাকিস্তানে প্রচলিত একধরনের স্থানীয় প্রশাসনিক বিভাগ, যা সাধারণত কোনো জেলার উপবিভাগ।[১] এটি ভারত ও পাকিস্তানে পূর্ববর্তী প্রশাসনিক বিভাগদের প্রতিস্থাপিত করেছে, যেমন পরগনাথানা[২]

ভারত

বিশাল দেশ হওয়ার জন্য প্রশাসনিক সুবিধার্থে ভারতকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আবার জেলায় বিভক্ত। এই জেলাগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত,[৩] যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। মূলত উত্তর ভারতে এটি "তহশিল" নামে প্রচলিত। পশ্চিমদক্ষিণের রাজ্যে (অন্ধ্রপ্রদেশতেলেঙ্গানা ব্যতীত) এরা "তালুক" বা "তালুকা" নামে বেশি প্রচলিত এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এদের "রাজস্ব বিভাগ" বলা হয়। আবার, পূর্বউত্তরপূর্বের রাজ্যে (অরুণাচল প্রদেশনাগাল্যান্ড ব্যতীত) এরা "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত" এবং অরুণাচল ও নাগাল্যান্ডে এরা "সার্কেল" নামে পরিচিত।

পাকিস্তান

পাকিস্তানে তহশিল হলো দ্বিতীয় স্তরের প্রশাসনবিভাগ। এবং পাকিস্তানে তহশিলকে আবার উপ-বিভাগে ভাগ করা হয় যাকে ইউনিয়ন কাউন্সিল বলে। পাকিস্তানে কয়কটি তহশিল মিলিয়ে একটি জেলা (ڈسٹرکٹ) গঠিত হয়। সিন্ধ প্রদেশে তহশিল শব্দটির পরিবর্তে তালুকা শব্দটিও প্রয়োগ করা হয়।[৪]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ