চার্লস এ পারসনস

চার্লস এ পারসনস (১৩ জুন ১৮৫৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৩১) ছিলেন আইরিশ ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক।

চার্লস এ পারসনস
জন্ম১৩ জুন ১৮৫৪
মৃত্যু১১ ফেব্রুয়ারি ১৯৩১(1931-02-11) (বয়স ৭৬)
কিংস্টন হার্বার, জামাইকা,
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনTrinity College, Dublin
St. John's College, Cambridge
পরিচিতির কারণSteam turbine
দাম্পত্য সঙ্গীক্যাথারিন বেথেল
(বি. ১৮৮৩) (মৃ. ১৯৩৩)
সন্তানRachel Mary Parsons (1885–1956)
Algernon George Parsons (b. 1886–1918)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রEngineering
প্রতিষ্ঠানসমূহHeaton, Newcastle

ব্যক্তিগত জীবন

১৮৮৩ সালে তিনি বিয়ে করেন ক্যাথারিন বেথেলকে। তার কন্যা ছিল উইলিয়াম এফ. বেথেল। তার মাতা ফটোগ্রাফিতে এবং মডেল তৈরিতে বিশেষ পারদর্শী ছিলেন।

তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং লেখাপড়া শেষ করে নিউক্যাসলে এক ইঞ্জিনিয়ারিং কারখানায় শিক্ষা নবিশের কাজ শেখেন।

কর্মজীবন

তিনি বাষ্পচালিত টারবাইন তৈরি করেন। এটা জাহাজ চালানর কাজে লাগিয়েছিলেন। শেষ জীবনে তিনি বৃহদাকার দূরবীক্ষণ যন্ত্র নির্মাণে হাত দিয়েছিলেন।[১]

উপাধি

তার কাজের জন্য তিনি রয়াল সোসাইটির ফেলোশিপ ও স্যার উপাধি পান।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন