জর্জি হেনলি

ইংরেজি অভিনেত্রী

জর্জিনা হেলেন হেনলি (জন্ম ৯ জুলাই ১৯৯৫) একজন ইংরেজ অভিনেত্রী। সে লুসি পেভেন্সি চরিত্রে দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়া ফিল্ম সিরিজ এ অভিনয়ের জন্য পরিচিত।

জর্জি হেনলি
জর্জি হেনলি ২০০৮
জন্ম
জর্জিনা হেলেন হেনলি

(1995-07-09) ৯ জুলাই ১৯৯৫ (বয়স ২৮)
ইলিক্লে, পশ্চিম ইয়োর্কশায়ের, ইংল্যান্ড
জাতীয়তাইংরেজ
শিক্ষাক্লারে কলেজ, ক্যাম্ব্রিজ
পেশা
  • অভিনেত্রী
  • পরিচালিকা
  • লেখিকা
কর্মজীবন২০০৫-বর্তমান

প্রাথমিক জীবন

হেলেন ও মাইক হেনলির ওরশে ইলিক্লের, পশ্চিম ইয়োর্কশায়র এ হেনলির জন্ম হয়, যেখানে তিনি মুরফিল্ড মেয়েদের স্কুলে ভর্তি হন, সেখানে ভর্তি হওয়ার আগে ব্রাডফোর্ড গ্রামার স্কুল এ ভর্তি হন। তার দুজন বড় বোন আছে, রাচেল ও লরা। রাচেল (তার বড় বোন) দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব এ বয়স্ক লুসি পেভেন্সির ভূমিকায় অভিনয় করেন।

পেশাজীবন

হেনলি লুসি পেভেন্সি চরিত্র দিয়ে ২০০৫এর চলচ্চিত্র দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব দিয়ে অভিনয় শুরু করেন; চলচ্চিত্রটি সি, এস, লুইস এর লেখা দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব উপন্যাসের উপর নির্ভর করে নির্মাণ করা হয়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৭৪৫ মিলিয়ন ডলার আয় করে।[১]

পরবর্তীতে হেনলি লুসি পেভেন্সি চরিত্রে ২০০৮ সিকুয়াল দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স ক্যাস্পিয়ান[২] এবং ২০১০ সিকুয়াল দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ এ ডন ট্রেডার[৩] অভিনয় করেন।

দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব মুক্তির পর থেকে, হেনলি জিল চরিত্রে বেবিস ইন দ্য উডস মঞ্চ নাটকে আপস্টেজার্স থিয়েটার গ্রুপের হয়ে অভিনয় করেন, যেটি ২৭ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। তিনি তার স্কুল ব্রাডফোর্ড গ্রামার স্কুলেউই উইল রক ইউ প্রোডাকশনের নাটকে 'স্কারামোচে' চরিত্রে অভিনয় করেন, যেটি ১৩ থেকে ১৬ মার্চ ২০১৩ পর্যন্ত চলে। তিনি বিবিসি এডাপ্টেশন অফ জেন এরি ছবিতে জেন এরি চরিত্রে অভিনয় করেন।

হেনলি অপরাধ-নাটকমুলক চলচ্চিত্র পার্ফেক্ট সিস্টার এ অভিনয় করেন যেটি একটি সত্য ঘটনা যেখানে কানাডার দুইজন তরুণী যারা তাদের মাকে হত্যা করেছিল। চলচ্চিত্রটি এপ্রিল ২০১৪ তে মুক্তি পায়।[৪]

হেনলি দ্য সিস্টারহুড অফ নাইট চলচ্চিত্রে মেরি ওয়ারেন চরিত্রে অভিনয় করেন।[৫][৬]

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালে, হেনলি উডি এলেন পরিচালিত প্লে ইট এগেন ; মার্গারেট অ্যাটউড পরিচালিত দ্য পেনেলপাড; এনথোনি বুর্গেস পরিচালিত দ্য ট্রোজান ওমেন; এ ক্লকওয়ার্ক ওরেঞ্জ এবং সি,ইউ,এ,ডি,সি/ফুটলাইটস এ বার্ষিক নির্বাক নাটক নামের মঞ্চ নাটগুলোতে অভিনয় করেন। এছাড়া হেনলি সুয়েনি টোডঃ দ্য ডিমন বারবার অফ ফ্লিট স্ট্রিট প্রোজেক্টের সহ-পরিচালক হিসেবে কাজ করেন এবং পরে সাইমুর (যেখানে তিনি ছিলেন সহ লেখিকা) পরিচালনা করেন। ২০১৬ সালে ডেভিড হের পরিচালিত স্কাইলাইট; স্টে স্মিথ পরিচালিত গার্ল, ইন্টাররাপ্টেড (বুক উইথ দ্য সেম নেম অবলম্বনে) এবং সোয়ালো মঞ্চ নাটকে কাজ করেন। ২০১৪ এর গ্রীষ্মকালে, হেনলি ক্যামব্রিজে ইডেনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভাল এ গিয়েছিলেন, এবং দ্য পেনেলোপাড চলচ্চিত্রে ইউরিক্লিয়া চরিত্রে অভিনয় করেন।[৭][৮]

২০১৫-এর হিসাব অনুযায়ী, হেনলি তার প্রথম স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, টাইড, লেখা ও পরিচালনা করছিলেন।[৯] ২০১৬ এর শেষের দিকে, হেনলি একসেস অল এরিয়াস চলচ্চিত্রে ন্যাট চরিত্রে অভিনয় করেন।[তথ্যসূত্র প্রয়োজন] জানুয়ারি ২০১৯ এ, গেম অফ থ্রোন্স এর পরবর্তী সিরিজে অভিনয়ের জন্য তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[১০]

ব্যক্তিগত জীবন

হেনলি ইক্লে, পশ্চিম ইয়োর্কশায়র এ বসবাস শুরু করেন, তিনি যেখানে ইক্লে আপস্টেজার্স থিয়েটার গ্রুপ এর একজন সদস্য ছিলেন এবং তিনি ব্রান্ডফোর্ড গ্রামার স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ২২ জুন ২০১৬ সালে ক্লারে কলেজ, ক্যামব্রিজ থেকে তিনি ইংরেজির উপর বি,এ ডিগ্রী গ্রহণ করেন। তিনি সস চিল্ড্রেন ভিলেজ এর একজন পৃষ্ঠপোষক, যেটি একটি আন্তর্জাতিক এতিম অনুদান সস্থা, যাদের কাজ হলো এতিম ও পালিত শিশুদের ঘর ও মায়ের যোগান দেয়া।[১১]

চলচ্চিত্র জীবন

চলচ্চিত্র

বছরশিরোনামভূমিকাটীকা
২০০৫দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোবলুসি পেভেন্সি
২০০৮দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স কাস্পিয়ানলুসি পেভেন্সি
২০১০দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডারলুসি পেভেন্সি
২০১৪পার্ফেক্ট সিস্টার্সবেথ এন্ডারসন
২০১৫দ্য সিস্টারহুড অফ নাইটমেরি ওয়ারেন
২০১৭একসেস অল এরিয়াসন্যাটপোস্ট-প্রোডাকশন

টেলিভিশন

বছরশিরোনামভূমিকানোট
২০০৬জেন এরিইয়োং জেন এরিপর্ব ০১
২০১৮দ্য স্প্যানিশ প্রিন্সেসমার্গারেট "মেগ" টুডোরআনাগত সিরিজ

পরিচালিকা

বছরশিরোনামনোট
২০১৬টাইডশর্ট ফিল্ম; পরিচালিকা ও লেখিকা

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারবিষয়বস্তুRecipientOutcome
২০০৬ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন পুরস্কারসেরা তরুণ অভিনেত্রীদ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোবমনোনীত
শিকাগো ফিল্ম স্ক্রিটিক্স অ্যাসোসিয়েশন পুরস্কারঅসাধারণ পারফর্মারমনোনীত
এম্পায়ার পুরস্কারসেরা নতুন অভিনেত্রীমনোনীত
অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি পুরস্কারঅনন্যসাধারণ অভিনয়মনোনীত
ইয়োং আর্টিস্ট পুরস্কারমুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – দশ বা তারচেয়ে ছোট তরুণ অভিনেত্রীবিজয়ী
২০০৮নিকেলডোন ইউ,কে কিডস চয়েস পুরস্কারকিডস চয়েস ফিল্ম অভিনেত্রীদ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স কাস্পিয়ানবিজয়ী
২০০৯ইয়োং আর্টিস্ট পুরস্কারমুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – উদিয়মান তরুণ অভিনেত্রীমনোনীত
মুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – সমন্বিত অভিনয়মনোনীত
২০১১ইয়োং আর্টিস্ট অ্যায়ার্ডসমুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – সমন্বিত অভিনয়দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডারমনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন