জর্জ আর্লিস

জর্জ আর্লিস (ইংরেজি: George Arliss; জন্ম: অগাস্টাস জর্জ অ্যান্ড্রুজ, ১০ এপ্রিল ১৮৬৮ - ৫ ফেব্রুয়ারি ১৯৪৬)[১] ছিলেন একজন ইংরেজ অভিনেতা, লেখক, নাট্যকার, ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ইংরেজ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রে কাজ করে সফলতা অর্জন করেন। তিনি ডিসরেইলি (১৯২৯) চলচ্চিত্রে ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি অস্কার বিজয়ী প্রথম ব্রিটিশ অভিনেতা এবং অস্কার বিজয়ীদের মধ্যে সর্বাগ্রে জন্মগ্রহণকারী।

জর্জ আর্লিস
George Arliss
১৯১৯ সালে আর্লিস
জন্ম
অগাস্টাস জর্জ অ্যান্ড্রুজ

(১৮৬৮-০৪-১০)১০ এপ্রিল ১৮৬৮
মৃত্যু৫ ফেব্রুয়ারি ১৯৪৬(1946-02-05) (বয়স ৭৭)
লন্ডন, যুক্তরাজ্য
পেশাঅভিনেতা, লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৮৮৭-১৯৪৩
দাম্পত্য সঙ্গীফ্লোরেন্স কেট মন্টগামারি স্মিথ
(বি. ১৮৯৯; মৃ. ১৯৪৬)
পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার (১৯৩০)

আর্লিস কয়েকটি নাটক রচনা করেছেন এবং দুটি আত্মজীবনী লিখেছেন, সেগুলো হল আপ দ্য ইয়ার্স ফ্রম ব্লুমসবারি (১৯২৭) ও মাই টেন ইয়ার্স ইন দ্য স্টুডিওজ (১৯৪০)। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত করা হয়।[২]

জীবনী

প্রারম্ভিক জীবন

আর্লিস ১৮৬৮ সালের ১০ই এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন এবং তার বাপ্তিস্ম পরবর্তী নাম রাখা হয় অগাস্টাস জর্জ অ্যান্ড্রুজ, কিন্তু বিভিন্ন তালিকায় তার নাম জর্জ অগাস্টার অ্যান্ড্রুজ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তার পিতা উইলিয়াম জোসেফ আর্লিস অ্যান্ড্রুজ প্রকাশনা ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। আর্লিস হারোতে পড়াশোনা করেন এবং তার পিতার প্রকাশনা অফিসে কাজ শুরু করেন, কিন্তু ১৮ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয়ের উদ্দেশ্যে এই কাজ ত্যাগ করেন। তিনি ১৮৮৭ সালে ব্রিটিশ প্রদেশে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯০০ সালের মধ্যে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ড মঞ্চে পার্শ্ব ভূমিকায় অভিনয় শুরু করেন। তিনি ১৯০১ সালে মিসেস প্যাট্রিক ক্যামবেলের দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। এই সফরের সময়টুকু মার্কিন যুক্তরাষ্ট্রে কাটানোর উদ্দেশ্য নিয়ে গেলেও তিনি ২০ বছর সেখানে রয়ে যান এবং ১৯০৮ সালে দ্য ডেভিল-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। প্রযোজক জর্জ টাইলার ১৯১১ সালে লুই নাপোলিয়ন পার্কারকে শুধু তাকেই কেন্দ্র করে একটি নাটক লিখতে আহ্বান জানান, এবং আর্লিস ডিসরেইলি নামক এই নাটকটি নিয়ে পাঁচ বছর বিভিন্ন স্থানে সফরে যান এবং উনবিংশ শতাব্দীর ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলির সাথে তার মিল ছিল।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রের শিরোনামমূল শিরোনামভূমিকাটীকা
১৯২১দ্য ডেভিলThe Devilডক্টর মুলার
ডিসরেইলিDisraeliবেঞ্জামিন ডিসরেইলি
১৯২২দ্য ম্যান হু প্লেইড গডThe Man Who Played Godমন্টগামারি রয়্যাল
দ্য রুলিং প্যাসনThe Ruling Passionজেমস আলডেন
দ্য স্টারল্যান্ড রিভিউThe Starland Reviewস্বয়ংআর্কাইভ
১৯২৩দ্য গ্রিন গডেসThe Green Goddessরুখের রাজা
১৯২৪টুয়েন্টি ডলারস আ উয়িকTwenty Dollars a Weekজন রিভস
১৯২৯ডিসরেইলিDisraeliবেঞ্জামিন ডিসরেইলিবিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার
১৯৩০দ্য গ্রিন গডেসThe Green Goddessরুখের রাজামনোনীত: শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার
ওল্ড ইংলিশOld Englishসিলভানাস হেথর্প
১৯৩১আলেকজান্ডার হ্যামিলটনAlexander Hamiltonআলেকজান্ডার হ্যামিলটন
দ্য মিলিয়নিয়ারThe Millionaireজেমস অলডেন
১৯৩২আ সাকসেসফুল ক্যালামিটিA Successful Calamityহেনরি উইলটন
দ্য ম্যান হু প্লেইড গডThe Man Who Played Godমন্টগামারি রয়্যালযুক্তরাজ্যে দ্য সাইলেন্ট ভয়েস নামে মুক্তি পায়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন