জ্যাকলিন ফার্নান্দেজ

শ্রীলঙ্কান অভিনেত্রী
(জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে পুনর্নির্দেশিত)

জ্যাকলিন ফার্নান্দেজ (সিংহলি: ජැකලීන් ෆර්නැන්ඩස්; জন্ম: ১১ আগস্ট, ১৯৮৫) শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী[২] তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট

জ্যাকলিন ফার্নান্দেজ
২০১৭ সালে ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডে জ্যাকলিন ফার্নান্দেজ
জন্ম (1985-08-11) ১১ আগস্ট ১৯৮৫ (বয়স ৩৮)
জাতীয়তাশ্রীলঙ্কা
মাতৃশিক্ষায়তনসিডনি বিশ্ববিদ্যালয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০০৬-বর্তমান (মডেল),
২০০৯-বর্তমান (অভিনেত্রী)
পরিচিতির কারণমিস ইউনিভার্স শ্রীলঙ্কা
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার) [১]

প্রারম্ভিক জীবন

ফার্নান্দেজ ১৯৮৫ সালের ১১ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ইলরয় ফার্নান্দেজকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছেন। অভিনেত্রীর বাবা তাদের পরিবারের জন্য সব সময় হাড়ভাঙা পরিশ্রম করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ফার্নান্দেজকে সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছেন। তাই তিনি তার বাবার মতো নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তিনি দায়িত্ববোধকে কখনো এড়িয়ে যাননি। যে কোনো বিপদে তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি বাবার পছন্দেই জীবনসঙ্গী নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।[৩]

ব্যক্তিগত জীবন

ঝালক দিখলা জা'র সেটে ‘কাবিল’ এর প্রচার

জ্যাকলিন ফার্নান্দেজ একটি দ্বীপের মালিক হয়েছেন। তাই বলিউডের বাসিন্দারা তাকে বিলাসী নায়িকা বলে ডাকছেন। জ্যাকলিন নিজের জন্মভূমি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন যেটি দেখতে খুব সুন্দর। অনেক ধনী দ্বীপটি কিনতে চেয়েছিলেন। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে জ্যাকলিন দ্বীপের মালিক হয়েছেন। তার কেনা ওই দ্বীপটি শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারার ব্যক্তিগত দ্বীপের ঠিক পাশেই অবস্থিত।[৪]

সোনম কাপুরের সংগীতের জন্য বিকেসির সিগনেচার আইল্যান্ডে পৌঁছেছেন

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্রসমূহ
বছরচলচ্চিত্রের নামভূমিকাটীকা
২০০৯আলাদিনজেসমিনঅভিনীত প্রথম চলচ্চিত্র
২০১০জানে কাহাসে আয়ি হ্যায়তারা
হাউজফুলধান্নোবিশেষ উপস্থিতি (আপ কা ক্যায়া হোগা)
২০১১মার্ডার ২প্রিয়া
২০১২হাউজফুল ২ববি কাপুরমনোনীত: সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য আইফা পুরস্কার
২০১৩রেস ২অমিসা
রামাইয়া ভাসতাভাইয়াস্বয়ংবিশেষ উপস্থিতি (জাদু কি ঝাপ্পি)
২০১৪কিকসায়না মেহরা
২০১৫রায়আয়শা / টিয়া
বাঙ্গিস্তানরোজানা (রোজি)ক্যামিও চেহারা
ব্রাদার্সজেনি ফার্নান্দেজ
ডেফিনিশন অব ফিয়ারসারাহ ফোর্ডিংব্রিটিশ চলচ্চিত্র
২০১৬হাউসফুল ৩গঙ্গা "গ্রেসি" পতেলি
ডিশুমইশিকা
অ্যা ফ্লাইং জাটকৃতি
২০১৭অ্যাকোর্ডিং টু ম্যাথুড্যাফনি রেনল্ডসশ্রীলঙ্কান চলচ্চিত্র
অ্যা জেন্টলম্যানকাব্য ঋষি পুরোহিত
জুড়ওয়া ২আলিশকা বকশি
২০১৮বাগী ২নিজেই" এক দো তিন " গানে বিশেষ উপস্থিতি৷
রেস ৩জেসিকা গোমেজ
২০১৯সাহোস্বভূমিকায়ত্রিভাষিক চলচ্চিত্র; "ব্যাড বয়" গানে বিশেষ উপস্থিতি[৫]
ড্রাইভতারানেটফ্লিক্স চলচ্চিত্র[৬]
২০২০মিসেস সিরিয়াল কিলারসোনা মুখার্জিনেটফ্লিক্স চলচ্চিত্র
২০২১রাধেনিজেই"দিল দেদিয়া" গানে বিশেষ উপস্থিতি
ভূত পুলিশকণিকা "কানু" কুলভূষণডিজানি+ হটস্টার রিলিজ
২০২২বচ্চন পাণ্ডেসোফি
অ্যাটাক: পার্ট ১আয়েশা[৭]
বিক্রান্ত রোনারাকেল ডি'কোস্টা ওরফে গাদাং রাক্কাম্মাকন্নড় চলচ্চিত্র
রাম সেতুসান্দ্রা রেবেলো
সার্কাসবিন্দু
২০২৩সেলফিনিজেই
ফাতেহঘোষিত হবেচিত্রগ্রহণ

টেলিভিশন

বছরশিরোনামভূমিকা
২০১৬ঝলক দিখলা জা (সিজন 9)বিচারক

সঙ্গীত ভিডিও

বছরশিরোনামগায়কলেবেলরেফ.
২০১৬জিএফ বিএফগুরিন্দর সিগালটি-সিরিজ
২০২০মেরে আংনে মেনেহা কক্কর , রাজা হাসান
গেন্ডা ফুলপায়েল দেব , বাদশাসনি মিউজিক ইন্ডিয়া
২০২১পানি পানীআস্থা গিল , বাদশাসারেগামা মিউজিক
২০২২কাদা মাটি কেনেহা কক্কর , টনি কক্করদেশি মিউজিক ফ্যাক্টরি

পুরস্কার এবং মনোনয়ন

পুরস্কার
বছরপ্রতিষ্ঠানপুরস্কারচলচ্চিত্রের নামফলাফল
২০১০আইফা পুরস্কারস্টার প্লাস ডেবুট অফ দা ইয়ারআলাদিনবিজয়ী
স্টারডাস্ট অ্যাওয়ার্ডসএক্সাইটিইং নিউ ফেসবিজয়ী
২০১২স্টারডাস্ট অ্যাওয়ার্ডসসেরা অভিনেত্রী (থ্রিলার/অ্যাকশন)মার্ডার ২মনোনয়নপ্রাপ্ত
২০১৩আইফা পুরস্কারসেরা পার্শ্ব-অভিনেত্রীহাউজফুল ২মনোনয়নপ্রাপ্ত
এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডসসবচেয়ে স্টাইলিশ বলিউড অভিনেত্রীবিজয়ী
২০১৫বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসবিগ স্টার মোস্ট এন্টারটেইনিং ডান্সারকিকজিতেছে
স্টারডাস্ট পুরস্কারস্টাইল ডিভাজিতেছে
স্ক্রিন পুরস্কারসেরা অভিনেত্রী (জনপ্রিয় পছন্দ)মনোনীত
২০১৬বর্ষসেরা শ্রীলঙ্কান আদা ডেরানাগ্লোবাল এন্টারটেইনারনিজেইজিতেছে
স্টারডাস্ট পুরস্কারসেরা অভিনেত্রীহাউসফুল ৩ডিশুমমনোনীত
২০১৭বিগ জি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসএকটি কমেডি চলচ্চিত্রে সবচেয়ে বিনোদনমূলক অভিনেতা – মহিলাহাউসফুল ৩মনোনীত
সর্বাধিক বিনোদনমূলক নৃত্যশিল্পী - পুরুষ/মহিলাঅ্যা ফ্লাইং জাটমনোনীত
সর্বাধিক বিনোদনমূলক নৃত্যশিল্পী - পুরুষ/মহিলাডিশুমমনোনীত
নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ইন্ডিয়াশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মহিলা)জুড়ওয়া ২মনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
রোজান ডিয়াজ
মিস ইউনিভার্স শ্রীলঙ্কা
২০০৬
উত্তরসূরী
অরুনি মধুশা
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন