বিষয়বস্তুতে চলুন

টার্মিনেটর: ডার্ক ফেইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টার্মিনেটর : ডার্ক ফেইট
টার্মিনেটর : ডার্ক ফেইট চলচ্চিত্রের পোস্টার
পরিচালকটিম মিলার
প্রযোজক
চিত্রনাট্যকারডেভিড এস. গয়ার
কাহিনিকার
  • টিম মিলার
  • জেমস ক্যামেরন
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহককেন সেং
সম্পাদকজুলিয়ান ক্লার্ক
প্রযোজনা
কোম্পানি
  • প্যারামাউন্ট পিকচার্স
  • টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স
  • স্কাইড্যান্স মিডিয়া
  • লাইটস্টর্ম এন্টারটেইনমেন্ট
  • টেনসেন্ট মিডিয়া[১]
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স (যুক্তরাষ্ট্রে)
টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স (বিশ্বব্যাপী)
মুক্তি৩১ অক্টোবর, ২০১৯ (যুক্তরাজ্য), ১ নভেম্বর, ২০১৯ (যুক্তরাষ্ট্র)
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১৬০-২০০ মিলিয়ন মার্কিন ডলার[২]

টার্মিনেটর : ডার্ক ফেইট ২০১৮ সালের সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন টিম মিলার,চিত্রনাট্য লিখেছেন ডেভিড এস. গয়ের এবং পরিচালনা করেছেন জেমস ক্যামেরন,ডেভিড এলিসন,ডানা গোল্ডবার্গ ওডন গ্রাঙ্গার ।[৩][৪][৫][৬] চলচ্চিত্রটি টার্মিনেটর ফ্র‍্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি।[৭]

অভিনয়ে

নির্মাণ

২০১৭ সালে 'স্কাইড্যান্স মিডিয়া' সংবাদ প্রকাশ করে যে, টিম মিলার টার্মিনেটর ফ্র‍্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র পরিচালনা করবেন।[১২] ডেভিড এস. গয়ের, জাস্টিন রোজসহ অন্যান্য ব্যক্তিরা জেমস ক্যামেরন ও টিম মিলারের তত্ত্বাবধায়নে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লেখা শুরু করেন। ২০১৮ এর জানুয়ারিরে রটেন টম্যাটোস প্রতিবেদন প্রকাশ করে যে, চলচ্চিত্রটির খসড়া পাণ্ডুলিপি লেখা শেষ হয়ে গিয়েছে।[১৩] ২০১৮ সালের ৮ মার্চ ম্যাকেঞ্জি ডেভিস চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[১৪]

তাঁর আগে, ২০১৭ এর মে মাসে আর্নল্ড শোয়ার্জনেগার চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[১৫] একই বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্রটির অভিনয়শিল্পী হিসেবে নাম যুক্ত হয় লিন্ডা হ্যামিল্টনের।

এরপর ২০১৮ এর এপ্রিলে চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুক্ত হন ম্যাকেঞ্জি ডেভিস, ডিয়েগো বনেটা,গ্যাব্রিয়েল লুনা, জুড কুলি, ব্রেট অ্যাজার ও নাটালিয়া রেইস।[১৬]

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৮ এর মার্চে শুরু হবার কথা থাকলেও ২০১৮ সালের জুন মাসের চার তারিখে। চলচ্চিত্রটির প্রথম চিত্রগ্রহণ শুরু হয় স্পেনে এবং তখন চলচ্চিত্রটির নাম ছিল টার্মিনেটর ৬: ফোনিক্স[১৭][১৮][১৯][২০][২১] এরপর, চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে[২২][২৩][২৪]

২০১৮ এর জুলাই মাসের ৩০ তারিখে আর্নল্ড শোয়ার্জনেগার তার চরিত্রের শুটিং বুদাপেস্টে শুরু করেন।[২৫] অতঃপর চলচ্চিত্র টিম শুটিং-এর জন্য যুক্তরাষ্ট্রে চলে যায়।[২৬] আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত মূল চরিত্রের চিত্রগ্রহণ ২০১৮ সালের ২৮ অক্টোবর সম্পন্ন হয়।[২৭] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শেষ হয় নভেম্বর মাসের শুরুর দিকে।[২৮]

মুক্তি

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জেমস ক্যামেরনের একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, চলচ্চিত্রটির নাম টার্মিনেটর ৬:ফোনিক্স পরিবর্তন করে টার্মিনেটর: ডার্ক ফেইট রাখা হয়েছিল।[২৯] চলচ্চিত্রটি এই নামে ২০১৯ সালের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবার কথা রয়েছে।[৩০]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন