দাসুন শানাকা

শ্রীলঙ্কান ক্রিকেটার

মাদাগামাগামাগে দাসুন শানাকা (সিংহলি: දසුන් ශානක; জন্ম: ৯ সেপ্টেম্বর, ১৯৯১) নেগোম্বো এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট পেশাদার শ্রীলঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। মূলতঃ মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে অংশ নিয়ে থাকেন সেন্ট পিটার্স কলেজের সাবেক ছাত্র দাসুন শানাকা। শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবের পক্ষে খেলছেন।[১] এছাড়াও, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।

দাসুন শানাকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মাদাগামাগামাগে দাসুন শানাকা
জন্ম (1991-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২)
নেগোম্বো, শ্রীলঙ্কা
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৩৪)
১৯ মে ২০১৬ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭১)
১৬ জুন ২০১৬ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই২ মে ২০১৬ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫৮)
১ আগস্ট ২০১৫ বনাম পাকিস্তান
শেষ টি২০আই২৮ মার্চ ২০১৬ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
সিংহলীজ স্পোর্টস ক্লাব
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইটি২০আইএলএ
ম্যাচ সংখ্যা১০৪৫
রানের সংখ্যা১০৬১১১৪৬৬
ব্যাটিং গড়২.০০২১.২০১২.৩৩১৯.৪১
১০০/৫০০/০০/০-/-০/১
সর্বোচ্চ রান৪২২৭৬০*
বল করেছে৭৮১১৪৫৪৪৬২
উইকেট১২
বোলিং গড়১৫.৩৩১৮.৫০১৮.২৫২৯.০৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট--
সেরা বোলিং৩/৪৬৫/৪৩৩/১৬৫/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং০/–২/–-/–২৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২ জুলাই ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেট

জুলাই, ২০১৫ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে খেলার জন্য শ্রীলঙ্কা দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[২] ১ আগস্ট, ২০১৫ তারিখে ৫৮তম টি২০আই ক্যাপ পরিধান করে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তার অভিষেক ঘটে।[৩] এরপর বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ সালের এশিয়া কাপের টুয়েন্টি২০ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃক ঘোষিত দলে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।[৪]

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর

মে, ২০১৬ সালে ইংল্যান্ড সফরে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম-শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেন।[৫][৬]

মে, ২০১৬ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার জন্য তাকে দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়।[৭] ১৯ মে, ২০১৬ তারিখে হেডিংলিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জেমস ভিন্সের সাথে তারও টেস্ট অভিষেক ঘটে।[৮] এরফলে শ্রীলঙ্কার ১৩৪তম টেস্ট খেলোয়াড়ের মর্যাদা পান।[৯] ইংরেজ অধিনায়ক অ্যালাস্টেয়ার কুককে আউট করেন নিজস্ব প্রথম টেস্ট উইকেট পান তিনি। খেলায় তিনি ৩/৪৬ পান এবং উভয় ইনিংসে ৪ রান করে সংগ্রহ করেন। বলাবাহুল্য, ঐ টেস্টে তার দল ইনিংস ও ৮৮ রানে পরাজয়বরণ করে।[৮]

১৬ জুন, ২০১৬ তারিখে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে তার। খেলায় তিনি ১৯ বলে ৪২ রান তোলাসহ ৪২ রানে ৫ উইকেট দখল করেন।[১০] এরফলে বিশ্বের দ্বাদশ ও তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে অভিষেকেই ৫ উইকেট পান তিনি।[১১] ঐ খেলায় শ্রীলঙ্কা দল ৭৬ রানে জয়লাভ করে।

আন্তর্জাতিক রেকর্ড

ওডিআইয়ে ৫-উইকেট প্রাপ্তি

#পরিসংখ্যানখেলাপ্রতিপক্ষমাঠশহরদেশসাল
৫/৪৩  আয়ারল্যান্ডদ্য ভিলেজমেলাহাইডআয়ারল্যান্ড২০১৬

পুরস্কার

প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার

#সিরিজমৌসুমখেলায় অবদানফলাফল
আয়ারল্যান্ডে শ্রীলঙ্কা২০১৬৪৩ রান (২ খেলা), গড় ২১.৫০; ৬ উইকেট  শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী।[১২]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ


🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী