নিউটন ডি সর্দি

ব্রাজিলীয় ফুটবলার

নিল্টন ডি সর্দি (পর্তুগিজ: Nílton de Sordi; জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৩১-মৃত্যু: ২৪ আগস্ট, ২০১৩) সাও পাউলো’র পিরাসিকাবায় জন্মগ্রহণকারী ব্রাজিলের সাবেক ফুটবলার।[১] ডি সর্দি নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। ব্রাজিল দলের পক্ষ হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। চূড়ান্ত খেলা বাদে সবগুলোতে খেলেছেন।[২] মাঠে তিনি ডিফেন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। জাতীয় দলের হয়ে ২২ খেলায় অংশগ্রহণ করেন। ঘরোয়া ফুটবলে ফিফটিন ডি পিরাসিকাবা-এসপি এবং সাও পাউলো দলে খেলেছেন।

নিল্টন ডি সর্দি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনিল্টন ডি সর্দি
জন্ম(১৯৩১-০২-১৪)১৪ ফেব্রুয়ারি ১৯৩১
জন্ম স্থানপিরাসিকাবা, ব্রাজিল
মৃত্যু২৪ আগস্ট ২০১৩(2013-08-24) (বয়স ৮২)
মৃত্যুর স্থানবেন্দেইর‌্যান্তেস, ব্রাজিল
মাঠে অবস্থানডিফেন্ডার
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯৪৯-১৯৫২ফিফটিন ডি পিরাসিকাবা?(?)
১৯৫২-১৯৬৫সাও পাউলো৫৩৬(০)
১৯৬৫ইউনিয়াও বেন্দেইর‌্যান্তে?(?)
জাতীয় দল
১৯৫৫-১৯৬১ব্রাজিল২২(০)
পরিচালিত দল
ইউনিয়াও বেন্দেইর‌্যান্তে
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন