পল্লবী ফৌজদার

পল্লবী ফৌজদার (জন্ম ২০শে ডিসেম্বর ১৯৭৯) একজন ভারতীয় বাইকার মহিলা। অতি উচ্চতায় মোটরসাইকেল চালানোর জন্য এবং সামাজিক কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। লিমকা বুক অফ রেকর্ডস- এ তাঁর অনেকগুলি প্রথমবারের মতো ঘটা কর্মকাণ্ড স্বীকৃত হয়েছে।

পল্লবী ফৌজদার
নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নারী শক্তি পুরস্কার গ্রহণ করছেন পল্লবী ফৌজদার
জন্ম (1979-12-20) ২০ ডিসেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
পেশামোটরসাইকেল চালক এবং সমাজকর্মী
পরিচিতির কারণএকক, অতি উচ্চতার মোটরসাইকেল রেকর্ড

প্রারম্ভিক জীবন এবং পটভূমি

পল্লবী ফৌজদার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অশোক ফৌজদার, একজন অবসরপ্রাপ্ত ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ১৪ বছর বয়সে তাঁর বাবার মোটরসাইকেল নিয়ে প্রথম মোটরসাইকেল চালানোর আগ্রহ দেখিয়েছিলেন। তিনি ২০০৪ সালে বিয়ে করেন, তাঁর ২ সন্তান রয়েছে এবং তিনি নতুন দিল্লিতে থাকেন।[১]

কর্মজীবন

পল্লবী ফৌজদার নতুন দিল্লিতে একটি রাইডিং গ্রুপে যোগ দিয়ে তাঁর মোটর সাইকেল চালানোর জীবন শুরু করেন। তাঁর প্রথম উল্লেখযোগ্য রাইডিং ছিল ২০১৫ সালে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬৩৮ মি বা ১৮৭৭৪ ফুট উচ্চতায় মানা পাসে একক যাত্রা। সেইসময় এটি ছিল বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ। তাঁর কীর্তি লিমকা বুক অফ রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়েছিল। সে বছর তিনি একটি একক ট্রিপে ৫০০০ মিটারের ওপরে আটটি গিরিপথে মোটর সাইকেল চালিয়ে আরেকটি রেকর্ড তৈরি করেছিলেন।[২][৩] পল্লবী তারপর নতুন গিরিপথ এবং সংকীর্ণ পথ বেছে পাহাড়ে চড়তে থাকেন। তিনি দেশের বিভিন্ন স্থানে কারণ-সচেতনতামূলক রাইড করে সামাজিক কাজও করেছেন।[৪] ২০১৭ সালে পল্লবী ভারতের লাদাখ অঞ্চলে মোটর সাইকেল চালান এবং ৫৮০৩ মি বা ১৯৩২৩ ফুট উচ্চতায় উমলিং লা গিরিপথে আরোহণ করেন। তিনি এই কাজে প্রথম ব্যক্তি ছিলেন।[৫] উমলিং লা গিরিপথ এখন বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা।[৬][৭]

রেকর্ডস

পল্লবীর বর্তমানে নিম্নলিখিত লিমকা বুক রেকর্ড রয়েছে:

রেকর্ডপ্রদানকারীতারিখস্থানসূত্র
একক ট্রিপে ৫০০০ মিটার উচ্চতার ওপরে আটটি গিরিপথে আরোহণ করা প্রথম মহিলালিমকা বুক অফ রেকর্ডস, ভারত১৮ই জুলাই ২০১৫লাদাখ, ভারত[৩]
৫৬৩৮মি বা ১৮৭৭৪ ফুট উচ্চতায় মানা পাসে চড়া প্রথম মহিলা একক মোটরসাইকেল চালকলিমকা বুক অফ রেকর্ডস, ভারত২৪শে সেপ্টেম্বর ২০১৫উত্তরাখন্ড, ভারত[৮]
৫৪৭১ মিটার বা ১৭৯৫০ ফুট উঁচুতে অবস্থিত সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদলেক দেওতাল পর্যন্ত চড়া প্রথম মহিলা মোটরসাইকেল চালকলিমকা বুক অফ রেকর্ডস, ভারত২৪সে সেপ্টেম্বর ২০১৫উত্তরাখন্ড, ভারত[৯]
প্রথম মোটরসাইকেল চালক যিনি বিশ্বের সদ্য খোলা সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ উমলিংলা চড়েছেন, পাসটি ৫৮০৩ মিটার বা ১৯৩০৩ ফুট উচ্চতায় অবস্থিতলিমকা বুক অফ রেকর্ডস, ভারত৪ঠা আগস্ট ২০১৭লাদাখ, ভারত[১০]

স্বীকৃতি এবং পুরস্কার

পল্লবীর কাজ এবং কৃতিত্ব জাতীয় পর্যায়ে স্বীকৃত হয়েছে এবং তিনি নিম্নলিখিত পুরস্কার পেয়েছেন:

পুরস্কারপ্রদানকারীতারিখস্থানসূত্র
ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত নারী শক্তি পুরস্কারভারত সরকার৮ই মার্চ ২০১৭দিল্লি, ভারত[১১]
উত্তরপ্রদেশের (ইউপি) অসামান্য বিশ্ব মহিলা ইউপি রাজ্যের মুখ্যমন্ত্রীভারতের ইউপি রাজ্যের সরকার৩০শে এপ্রিল ২০১৬লখনউ, ভারত[১২]
ডিএলএ ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার ২০১৬-২০১৭ডিএলএ সংবাদপত্র২৪শে মে ২০১৭আগ্রা, ভারত
ইউপি রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের রানী লক্ষ্মীবাই বীরতা পুরস্কার ২০১৭।ভারতের ইউপি রাজ্যের সরকার২৬শে মার্চ ২০১৮লখনউ, ভারত

সামাজিক কাজ

পল্লবী নারী ও শিশুদের সহায়তার জন্য নারী ও শিশু হেল্পলাইন ১৮১ এবং "বেটি বাঁচাও বেটি পড়াও" প্রচারাভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেসরকারি সংস্থা এবং ইউপি রাজ্য সরকারের মহিলা ও শিশু বিভাগের সাথে কাজ করেছেন।[৪][১৩][১৪]

টেলিভিশন

পল্লবী নিয়মিত টেলিভিশনে এবং ডিডি ন্যাশনাল সহ অনেক গণমাধ্যম হাউসে সাক্ষাৎকার দেন।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন