পার্থ স্কর্চার্স

পার্থ স্কর্চার্স (ইংরেজি: Perth Scorchers) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থভিত্তিক ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অস্ট্রেলীয় ক্রিকেট দল[১] দলটি বিগ ব্যাশ লীগে পার্থের প্রতিনিধিত্বকারী দল। ক্রিকেট খেলায় দলটি কমলা রঙের পোশাক পরিধান করে।[২]

পার্থ স্কর্চার্স
কর্মীবৃন্দ
অধিনায়কঅস্ট্রেলিয়া অ্যাশটন টার্নার
কোচঅস্ট্রেলিয়া এ্যাডাম ভোজেস
দলের তথ্য
রং     কমলা
প্রতিষ্ঠা২০১১
স্বাগতিক মাঠওয়াকা গ্রাউন্ড (২০১১ - বর্তমান)
পার্থ স্টেডিয়াম (২০১৮ - বর্তমান)
ধারণক্ষমতা২২,০০০
ইতিহাস
বিবিএল জয় (বিবিএল০৩, বিবিএল০৪, বিবিএল০৬)
সিএলটি২০ জয়
দাপ্তরিক ওয়েবসাইটperthscorchers

ঘরোয়া কিট

সফরকারী কিট

২০২০-২১ পার্থ স্কর্চার্স মৌসুম

এ পর্যন্ত দলটি চারটি বিবিএল ফাইনালে খেলার সুযোগ পায়। তন্মধ্যে তিনটিতেই স্বাগতিক ছিল। তৃতীয় ও চতুর্থ মৌসুমের প্রতিযোগিতায় তারা দুইবার শিরোপা জয় করে। ২০১১-১২ মৌসুমে সিডনি সিক্সার্স ও ২০১২-১৩ মৌসুমে ব্রিসবেন হিটের কাছে পরাজিত হলেও বিবিএল-৩ এ হোবার্ট হারিকেন্স ও বিবিএল-৪ এ সিডনি সিক্সার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ইতিহাস

২০১৪ সালে সফলভাবে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখে সাইমন ক্যাটিচ দলের অধিনায়কত্ব থেকে অবসর নেন। এরপর এ্যাডাম ভোজেস স্কর্চার্সের অধিনায়কত্ব করছেন।

২০১১-১২ মৌসুমে মিকি আর্থার দলের কোচ ছিলেন। কিন্তু জাতীয় দলে কোচ হিসেবে মনোনীত হওয়ায় তাঁর সহকারী লাচলান স্টিভেন্স দল পরিচালনা করেন। এরপর নভেম্বর, ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার স্টিভেন্সের স্থলাভিষিক্ত হন।

দলীয় সদস্য

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ পরিধানকারী খেলোয়াড়দেরকে গাঢ় লেখায় দেখানো হয়েছে।

নামজাতীয়তাজন্ম তারিখব্যাটিংয়ের ধরনবোলিংয়ের ধরনমন্তব্য
ব্যাটসম্যান
এ্যাডাম ভোজেস (1979-10-04) ৪ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৪)ডানহাতিলেফট আর্ম অর্থোডক্সঅধিনায়ক
মাইকেল কারবেরি[৩] (1980-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৪৩)বামহাতিডানহাতি অফ স্পিনবিদেশী খেলোয়াড়
শন মার্শ (1983-07-09) ৯ জুলাই ১৯৮৩ (বয়স ৪০)বামহাতিলেফট আর্ম অর্থোডক্স
মাইকেল ক্লিঙ্গার (1980-07-04) ৪ জুলাই ১৯৮০ (বয়স ৪৩)ডানহাতি
মার্কাস হ্যারিস[৪] (1992-07-21) ২১ জুলাই ১৯৯২ (বয়স ৩১)বামহাতি
মাইকেল বেইলি (1992-11-12) ১২ নভেম্বর ১৯৯২ (বয়স ৩১)ডানহাতিলেফট আর্ম অর্থোডক্সকমুনিটি রুকি
অল-রাউন্ডার
নাথান কোল্টার-নিল (1987-10-11) ১১ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়াম
মিচেল মার্শ (1990-10-20) ২০ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়াম
অ্যাস্টন অ্যাগার (1993-10-14) ১৪ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)বামহাতিলেফট আর্ম অর্থোডক্স
অ্যাশটন টার্নার (1993-01-25) ২৫ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩১)ডানহাতিডানহাতি অফ স্পিন
হিলটন কার্টরাইট (1992-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩২)ডানহাতিডানহাতি মিডিয়াম
অ্যান্ড্রু টাই (1986-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩৭)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়াম
উইকেট-কিপার
স্যাম হোয়াইটম্যান (1992-03-19) ১৯ মার্চ ১৯৯২ (বয়স ৩২)বামহাতি
জোশ ইংলিশ (1995-03-04) ৪ মার্চ ১৯৯৫ (বয়স ২৯)ডানহাতিডেভেলপম্যান্ট রুকি
পেস বোলার
ইয়াসির আরাফাত (1982-03-12) ১২ মার্চ ১৯৮২ (বয়স ৪২)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়ামবিদেশী খেলোয়াড়
জেসন বেহরেনডর্ফ (1990-04-20) ২০ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪)ডানহাতিবামহাতি ফাস্ট মিডিয়াম
জোয়েল প্যারিস (1992-12-11) ১১ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১)বামহাতিবামহাতি ফাস্ট মিডিয়াম
সাইমন ম্যাককিন[৪] (1992-09-01) ১ সেপ্টেম্বর ১৯৯২ (বয়স ৩১)ডানহাতিডানহাতি ফাস্ট মিডিয়াম
স্পিন বোলার
ব্র্যাড হগ (1971-02-06) ৬ ফেব্রুয়ারি ১৯৭১ (বয়স ৫৩)বামহাতিবামহাতি চায়নাম্যান
জেমস মুইরহেড[৫] (1993-07-30) ৩০ জুলাই ১৯৯৩ (বয়স ৩০)ডানহাতিডানহাতি লেগ স্পিন

অর্জনসমূহ

ঘরোয়া প্রতিযোগিতা

  • বিগ ব্যাশ লীগ:
    • চ্যাম্পিয়ন (২): ২০১৩-১৪, ২০১৪-১৫
      • রানার্স-আপ (২): ২০১১-১২, ২০১২-১৩
      • মাইনর প্রিমিয়ার (১): ২০১১-১২
    • ফাইনাল সিরিজে অংশগ্রহণ (৪): ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫

আন্তর্জাতিক প্রতিযোগিতা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন