ফাগনার কনসার্ভা লেমোস

ব্রাজিলিয়ান ফুটবলার

ফাগনার কনসার্ভা লেমোস (জন্ম: ১১ জুন ১৯৮৯) হলে ব্রাজিলের একজন পেশাদার ফুটবলার, যিনি ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন রাইট ব্যাক হিসেবে খেলেন।

ফাগনার
২০১৮ সালে ফাগনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফাগনার কনসার্ভা লেমোস [১]
জন্ম (1989-06-11) ১১ জুন ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থানসাও পাওলো, ব্রাজিল
উচ্চতা১.৬৮ মি (৫ ফু ৬ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানরাইট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
করিন্থিয়ান্স
জার্সি নম্বর২৩
যুব পর্যায়
১৯৯৮–২০০৬করিন্থিয়ান্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৬–২০০৭করিন্থিয়ান্স(০)
২০০৭→ ভিতোরিয়া (ধার)
২০০৭–২০০৮পিএসভি আইন্দোভেন(১)
২০০৮–২০১২ভাস্কো দা গামা১২০(১২)
২০১২–২০১৪ভিএফএল উলফসবুর্গ২৬(০)
২০১৩ভাস্কো দা গামা (ধার)২৬(০)
২০১৪করিন্থিয়ান্স (loan)৪৬(২)
২০১৫–করিন্থিয়ান্স৭৪(৪)
জাতীয় দল
২০০৭ব্রাজিল অনূর্ধ্ব-২০(০)
২০১৬–ব্রাজিল(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৬ জুন ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

ফাগনার মাত্র ১৭ বছর বয়সে ২০০৬ সালে, করিন্থিয়ান্সের হয়ে অভিষেক করেন। তিনি উক্ত ম্যাচে ৪–০ গোলে জয়লাভ করে। অতঃপর ২০০৭ সালে, তিনি পিএসভি আইন্দোভেনে যোগদান করেন। ২০০৯ সালেম তিনি ভাস্কো দা গামায় যোগদান করেন। উক্ত ক্লাবের হয়ে তিনি ২০০৯ সালে সিরি বি ট্রফি জয়লাভ করেন। ২০১১ সালে, তিনি কোপা দো ব্রাজিল জয়লাভ করেন।

২০১২ সালের ২৪শে জুলাই তারিখে, তিনি ৪ বছরের জন্য জার্মান ক্লাব ভিএফএল উলফসবুর্গে যোগদান করেন।[২] তার বুন্দেসলিগায় এক মৌসুম অতিবাহিত হওয়ার পর, তিনি ধারে তার পুরাতন ক্লাব ভাস্কো দা গামায় ফিরে আসেন, যেখানে তিনি ২০১৩ সাল পর্যন্ত ছিলেন।[৩]

২০১৪ সালে, ৭ বছর পর, ফাগনার তার প্রথম ক্লাব করিন্থিয়ান্সে উলফসবুর্গ হতে ধারে খেলতে আসেন।[৪] ২০১৫ সালের শুরুর দিকে, করিন্থিয়ান্স তার অর্থনৈতিক অধিকারের অর্ধেক গ্রহণ করেন এবং তাকে একচেটিয়াভাবে স্বাক্ষর করে।[৫]

সম্মাননা

ক্লাব

ইসি ভিতোরিয়া
  • কেম্পিওনাতো বাইয়ানো: ২০০৭
পিএসভি আইন্দোভেন
  • ডাচ চ্যাম্পিয়নশিপ: ২০০৮
  • ইয়োহান ক্রুইফ শাল: ২০০৮
ভাস্কো দা গামা
  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি বি: ২০০৯
  • কোপা দো ব্রাজিল: ২০১১
করিন্থিয়ান্স
  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ: ২০১৫, ২০১৭
  • কেম্পিওনাতো পলিস্তা: ২০১৭

ব্যক্তিগত

  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ বছরের সেরা দল: ২০১১,[৬] ২০১৭
  • কেম্পিওনাতো পলিস্তা বছরের সেরা দল: ২০১৫, ২০১৬, ২০১৭[৭][৮][৯]
  • বোলা দে প্রাতা: ২০১৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন