ব্রাইস পর্বত

কানাডার পর্বত

ব্রাইস পর্বত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তর্গত এবং আলবার্টা প্রদেশের সীমানায় অবস্থিত ৩,৫০৭ মিটার (১১,৫০৬ ফুট) উচ্চতার একটি পর্বত। এটি কলাম্বিয়া বরফক্ষেত্রের দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত এবং 'আইসফিল্ড পার্কওয়ে' হতে দেখা যায়।[২][৩] পর্বতটির উত্তরাংশ একটি শৈলশিরা দিয়ে কলাম্বিয়া বরফক্ষেত্রের সাথে যুক্ত। উচ্চতার হিসেবে ব্রাইস পর্বত, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পর্বগুলির মধ্যে পঞ্চদশ সর্বোচ্চ পর্বত।[১]

ব্রাইস পর্বত
কলাম্বিয়া বরফক্ষেত্র হতে ব্রাইস পর্বতের উত্তর পৃষ্ঠ
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,৫০৭ মিটার (১১,৫০৬ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৭০৭ মিটার (২,৩২০ ফুট) [১]
স্থানাঙ্ক৫২°০২′২৪″ উত্তর ১১৭°১৯′৪৫″ পশ্চিম / ৫২.০৪০০০° উত্তর ১১৭.৩২৯১৭° পশ্চিম / 52.04000; -117.32917[১]
ভূগোল
অবস্থানব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
মূল পরিসীমাকানাডিয় রকি পর্বতমালা
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০৩
আরোহণ
প্রথম আরোহণ১৯০২ সালে, জেমস আউটরাম ও ক্রিস্টিয়ান কউফম্যান [২]
সহজ পথপাথুরে/তুষার/হিমবাহ আরোহণ

নামকরণ

১৮৯৮ সালে তৎকালীন লন্ডন আলপাইন ক্লাবের সভাপতি ভিসকাউন্ট জেমস ব্রাইসের নামানুসারে ব্রিটিশ পর্বতারোহী জন নরম্যান কলি, এই পর্বতের নামকরণ করেছিলেন।[২][৩] ১৯১৪ সালে জিওগ্রাফিক বোর্ড অব কানাডা নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।[১]

আরোহণ

১৯০২ সালে জেমস আউটরাম এবং ক্রিস্টিয়ান কউফম্যান সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[৩] দুর্গম পথের কারণে পর্বতটিতে খুবই কম আরোহণ করা হয়। তবে সমস্যা নিরসনে সম্প্রতি গতায়ন সুবিধা বাড়ানোর জন্য কিছু সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে।[১]

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন