ভায়াকম ১৮

ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ক

ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড মুম্বইভিত্তিক ভায়াকমসিবিএস এবং টিভি১৮-এর মধ্যকার যৌথ উদ্যোগে গঠিত একটি ভারতীয় কোম্পানি।[৩] এটি ২০০৭ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভায়াকমসিবিএসের বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ভারতের বিভিন্ন ভোক্তা পণ্যগুলোর এর অধীনে রয়েছে।

ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড
ধরনযৌথ উদ্যোগ
শিল্পটেলিভিশন
প্রতিষ্ঠাকালনভেম্বর ২০০৭
সদরদপ্তরমুম্বই, মহারাষ্ট্র, ভারত[১]
প্রধান ব্যক্তি
সুধাংশু ভাটস (সিইও)
মালিকসমূহটিভি১৮ (৫১%)
ভায়াকমসিবিএস (৪৯%)
অধীনস্থ প্রতিষ্ঠানভায়াকম১৮ ইউএস
ভায়াকম১৮ মিডিয়া
রোপ্টানল
দি ইন্ডিয়ান ফিল্ম কোম্পানি[২]
ভায়াকম ১৮ মোশন পিকচার্স
ওয়েবসাইটwww.viacom18.com

২০১০ সালের জানুয়ারি মাসে, ভায়াকম ১৮ মার্কিন যুক্তরাষ্ট্রে কালার্স চ্যানেল চালু করার মাধ্যমে আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত হয়েছিল। উক্ত চ্যানেলটির নাম "আপকা কালার্স" রাখা হয়েছিল। ২০১০ সালের জুলাই মাসে, এটি সান নেটওয়ার্ক গঠনের জন্য সান নেটওয়ার্কের সাথে ৫০/৫০ বিতরণের যৌথ উদ্যোগে নেমে আসে।[৪] ২০১১ সালের ডিসেম্বর মাসে, ভায়াকম ১৮ তরুণ বয়স্কদের টার্গেট করে নিকিলোডিয়ান সনিক চালু করেছিল।[৫] এই কোম্পানিটি ভায়াকম ১৮ মোশন পিকচার্সেরও মালিক। ২০১৮ সালের ৩১শে জানুয়ারি তারিখে, টিভি১৮-এর সাথে যৌথ উদ্যোগে ভায়াকমের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ঘোষণা দিয়ে, অপারেশনাল নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ভায়াকমকে সংখ্যালঘুদের স্বার্থে ছেড়ে দেয়।[৬] ২০১৯ সালের ১লা অক্টোবর তারিখে, ভায়াকম ১৮ এস্ট্রো মালয়েশিয়ার দ্বারা মালয়েশিয়ায় কালার্স এইচডি চালু করেছিল; যেখানে প্রতিটি অনুষ্ঠান মালয় এবং ইংরেজি সাবটাইটেলের মাধ্যমে পরিবেশন করা হয়।

কার্যক্রম

চ্যানেল

চ্যানেলভাষাবিভাগএসডি / এইচডিটীকা
কালার্সহিন্দিসাধারণ বিনোদনএসডি+এইচডি
কালার্স রিশতেহিন্দিসাধারণ বিনোদনশুধুমাত্র এসডি
রিশতে সিনেপ্লেক্সহিন্দিচলচ্চিত্রশুধুমাত্র এসডি
কালার্স সিনেপ্লেক্সহিন্দিচলচ্চিত্রএসডি+এইচডি
কালার্স ইনফিনিটিইংরেজিসাধারণ বিনোদনএসডি+এইচডি
কমেডি সেন্ট্রালইংরেজিসাধারণ বিনোদনএসডি+এইচডি
এমটিভি ইন্ডিয়াহিন্দিযুবএসডি+এইচডি
এমটিভি বিটসহিন্দিসঙ্গীতএসডি+এইচডি
ভিএইচ১ ইন্ডিয়াইংরেজিসঙ্গীতএসডি+এইচডি
নিকিলোডিয়ান ইন্ডিয়াহিন্দিশিশুতোষএসডি+এইচডি
নিক জুনিয়রহিন্দিশিশুতোষশুধুমাত্র এসডি
নিকিলোডিয়ান সনিকহিন্দিশিশুতোষশুধুমাত্র এসডি
কালার্স বাংলাবাংলাসাধারণ বিনোদনএসডি+এইচডি
কালার্স বাংলা সিনেমাবাংলাচলচ্চিত্রশুধুমাত্র এসডি
কালার্স গুজরাটিগুজরাটিসাধারণ বিনোদনশুধুমাত্র এসডি
কালার্স গুজরাটি সিনেমাগুজরাটিচলচ্চিত্রশুধুমাত্র এসডি
কালার্স কন্নড়কন্নড়সাধারণ বিনোদনএসডি+এইচডি
কালার্স সুপারকন্নড়সাধারণ বিনোদনশুধুমাত্র এসডি
কালার্স কন্নড় সিনেমাকন্নড়চলচ্চিত্রশুধুমাত্র এসডি
কালার্স মারাঠিমারাঠিসাধারণ বিনোদনএসডি+এইচডি
কালার্স তামিলতামিলসাধারণ বিনোদনএসডি+এইচডি
কালার্স ওড়িয়াওড়িয়াসাধারণ বিনোদনশুধুমাত্র এসডি

ডিজিটাল

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ভায়াকমসিবিএস

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন