রবার্ট সুইনহো

রবার্ট সুইনহো (১ সেপ্টেম্বর, ১৮৩৬ - ২৮ অক্টোবর, ১৮৭৭) একজন ব্রিটিশ প্রকৃতিবিদ। পেশায় তিনি ছিলেন ফরমোজায় (বর্তমান তাইওয়ান) বৃটেনের একজন কূটনীতিকদক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার অসংখ্য পাখি প্রজাতি তিনি আবিষ্কার করেন। তার মধ্যে সুইনহোর মথুরার (Lophura swinhoii) নাম তার নামে রাখা হয়েছে।

রবার্ট সুইনহো
জন্ম(১৮৩৬-০৯-০১)১ সেপ্টেম্বর ১৮৩৬
মৃত্যু২৮ অক্টোবর ১৮৭৭(1877-10-28) (বয়স ৪১)}
জাতীয়তাব্রিটিশ
পেশাকূটনীতি
পরিচিতির কারণপক্ষীবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, প্রকৃতিবিদ্যা

প্রকৃতিবিদ্যায় অবদান

ইয়াংজি নরমখোল কচ্ছপ, জন অ্যাডওয়ার্ড গ্রে'র নিকট রবার্ট সুইনহো প্রেরিত নমুনা, ব্রিটিশ মিউজিয়াম.[১]

ছোটবেলা থেকেই সুইনহো বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। তিনি বিভিন্ন প্রজাতির ব্রিটিশ পাখি, তাদের বাসা ও ডিম নিয়ে ছোটখাটো একটি সংগ্রহ গড়ে তোলেন। হেনরি স্টিভেনসনের সাথে তার প্রথম রচনা প্রকাশিত হয় ১৮৫৪ সালে। একই বছর চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেস প্রাকৃতিক নির্বচন সম্পর্কে তাদের নিজ নিজ মতবাদ প্রকাশ করেন। সুইনহো ডারউইনের মতবাদে অনুপ্রানিত হন আর ১৮৭২ সালে একটি প্রজাতির (বর্তমানে উপপ্রজাতি) নামকরণ করেন ডারউইনের নামে (Pucrasia macrolopha darwini)।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন