রোকেয়া প্রাচী

বাংলাদেশী অভিনয় শিল্পী

রোকেয়া প্রাচী একজন বাংলাদেশি অভিনেত্রী, আবৃত্তিকার[১] ও নির্মাতা[২]

রোকেয়া প্রাচী
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনয়, আবৃতিকার
কর্মজীবন১৯৯৭ - বর্তমান
পরিচিতির কারণদুখাই
উল্লেখযোগ্য কর্ম
মাটির ময়না, স্বপ্নডানায়
দাম্পত্য সঙ্গীআহাদ পারভেজ (মৃত্যু:১৯৯৯)
আসিফ নজরুল (২০০১-২০১২)
সন্তানলামিসা রিমঝিম, আস্থা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রাথমিক জীবন

রোকেয়া প্রাচীর শৈশব কাটে ফেনীর সোনাগাজীঢাকার মিরপুরে। তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।[৩]

অভিনয় জীবন

বাংলাদেশ টেলিভিশনে জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়।

উল্লেখ্য, তার অভিনীত তিনটি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিলো।[৪]

নির্মাণ ও পরিচালনা

প্রাচী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটক, কাহিনীচিত্র ও টেলিছবি নির্মাণ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো তালিকা, স্বপ্ন সত্যি হতে পারে, রুবিনা, আমেনা ও ফুলকির গল্প[২] ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর হত্যাকাণ্ড নিয়ে সহিদ রহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র কবি ও কবিতা পরিচালনা করেছেন তিনি।[৫]এর আগে তিনি ২০০৯ সালে একটি প্রামান্যচিত্র নির্মাণ করেন, সেটিই ছিলো তার প্রথম পরিচালনা, এরপর তিনি লুৎফুন্নেসাবায়ান্নর মিছিলে নামে আরও দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।[৬]

অভিনীত চলচ্চিত্র

বছরশিরোনামভূমিকাতথ্যসূত্র
১৯৯৭দুখাই
২০০২মাটির ময়নাআয়েশা বিবি
২০০৬অন্তর্যাত্রা
২০০৭সপ্নডানায়মুক্তা[৭][৮]
২০১০মনের মানুষলালনের মা
অন্ধ নিরাঙ্গমলালনের মা
২০১৩গাড়িওয়ালা[৯]
২০১৩শিখণ্ডী কথা
২০১৭ডুবমায়া

পুরস্কার ও সম্মাননা

রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিক বার মনোনিত ও পুরস্কৃত হয়েছেন।[১০]

পুরস্কারসমূহ

বছরপুরস্কারশ্রেণীচলচ্চিত্রফলাফল
১৯৯৮জাতীয় চলচ্চিত্র পুরস্কারসেরা পার্শ্ব অভিনেত্রীদুখাইবিজয়ী
১৯৯৯মেরিল প্রথম আলো সমালোচনা পুরস্কারসেরা অভিনেত্রীচরবিজয়ী
২০০৮লাক্স চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডসেরা পার্শ্ব অভিনেত্রীস্বপ্নডানায়বিজয়ী

ব্যক্তিগত জীবন

সার্জেন্ট আহাদ পারভেজকে বিয়ে করেছিলেন প্রাচি। [১১] ১৯৯৯ সালের ২৮ অক্টোবর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাইকারীরা তাকে হত্যা করে। এরপর তিনি ২০০৪ [১২] মে মাসে সাংবাদিক ও কলামিস্ট আসিফ নজরুলকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[১৩]

পুরস্কার এবং মনোনয়ন

প্রাচি দেশীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার জিতেছিলেন। [১৪]

বছরপুরস্কারশ্রেণীফিল্মফলাফল
১৯৯৮বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীদুখাইবিজয়ী
১৯৯৯সমালোচকদের পুরস্কারসেরা অভিনেত্রীচোরবিজয়ী
২০০৮লাক্স চ্যানেল-আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীস্বপ্নের ডানায়বিজয়ী

কাজ

টেলিভিশন নাটকঃ

  • বাহাত্তর ঘন্টা (২০১৬)
  • সেলাই পরিবার (২০১৫)
  • পরম্পরা (২০১৫)
  • তবুও মানুষ স্বপ্ন দেখে (২০১৫)

ছায়াছবিঃ

বছরশিরোনামভূমিকামন্তব্য
১৯৯৭দুখাই
২০০২মাটির ময়নাআয়েশা বিবি
২০০৬অন্তরযাত্রা
২০০৭স্বপ্নের ডানায়মাতকা
২০১০মনের মানুষলালনের মা
অন্ধ নিরাণগ্রামলালনের মা
২০১৩গাড়ি ওয়ালা
২০১৩শিখণ্ডী কথা
২০১৭গোলাপের বিছানা নেইমায়া
২০১৮মাটির প্রজার দেশে
২০২২মুজিব ( জাতি গঠন)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন