রোবের্তো পেরেইরা

আর্জেন্টিনীয় ফুটবলার

রোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা (স্পেনীয়: Roberto Pereyra, স্পেনীয় উচ্চারণ: [roˈβeɾto peˈɾeiɾa]; জন্ম: ৭ জানুয়ারি ১৯৯১; রোবের্তো পেরেইরা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব উদিনেসে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রোবের্তো পেরেইরা
২০১১ সালে রিভার প্লেতের হয়ে পেরেইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা
জন্ম (1991-01-07) ৭ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থানসান মিগেল দে তুকুমান, আর্জেন্টিনা
উচ্চতা১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
উদিনেসে
জার্সি নম্বর৩৭
যুব পর্যায়
রিভার প্লেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৮–২০১১রিভার প্লেত৪৩(০)
২০১১–২০১৫উদিনেসে৮৪(৮)
২০১৪–২০১৫ইয়ুভেন্তুস (ধার)৩৫(৪)
২০১৫–২০১৬ইয়ুভেন্তুস১৩(০)
২০১৬–২০২০ওয়াটফোর্ড১০৬(১৬)
২০২০–উদিনেসে৫৮(৮)
জাতীয় দল
২০১১আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০(০)
২০১৪–আর্জেন্টিনা১৯(২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৮, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, পেরেইরা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

রোবের্তো মাক্সিমিলিয়ানো পেরেইরা ১৯৯১ সালের ৭ই জানুয়ারি তারিখে আর্জেন্টিনার সান মিগেল দে তুকুমানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

পেরেইরা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় এক বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৪ সালের ১১ই অক্টোবর তারিখে, ২৩ বছর, ৯ মাস ও ৪ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী পেরেইরা ব্রাজিলের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ব্রাজিল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে পেরেইরা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

৮ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
আর্জেন্টিনা২০১৪
২০১৫
২০১৮
২০১৯
সর্বমোট১৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন