লক্ষ্মণ সন্দাকান

পত্তামপেরুমা আরাচ্চিগে ডন লক্ষ্মণ রঙ্গিকা সন্দাকান (সিংহলি: ලක්ශාන් සදකැන්; জন্ম: ১০ জুন, ১৯৯১) প্রথিতযশা পেশাদার শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। শ্রীলঙ্কা দলের পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশগ্রহণ করছেন ‘লাকি’ ডাকনামে পরিচিত লক্ষ্মণ সন্দাকান। এছাড়াও, কলম্বো, সারাসেন্স ও সাউদার্ন এক্সপ্রেস ক্লাবের পক্ষেও প্রতিনিধিত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ বোলারের দায়িত্ব পালন করছেন। স্লো লেফট-আর্ম চায়নাম্যান বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাট হাতেও দক্ষতা প্রদর্শন করে চলেছেন তিনি।

লক্ষ্মণ সন্দাকান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পত্তামপেরুমা আরাচ্চিগে ডন লক্ষ্মণ রঙ্গিকা সন্দাকান
জন্ম (1991-06-10) ১০ জুন ১৯৯১ (বয়স ৩২)
রাগামা, শ্রীলঙ্কা
ডাকনামলাকি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৬)
২৬ জুলাই ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৫ মার্চ ২০১৭ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭৪)
২১ আগস্ট ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৫ মার্চ ২০১৭ বনাম বাংলাদেশ
ওডিআই শার্ট নং৮৫
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬৯)
২২ জানুয়ারি ২০১৭ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টি২০আই১৭ ফেব্রুয়ারি ২০১৭ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
সিসিসি
সারাসেন্স
সাউদার্ন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইটি২০আইএলএ
ম্যাচ সংখ্যা১০
রানের সংখ্যা৪৩-৬৫
ব্যাটিং গড়১৪.৩৩২.০০-১৬.২৫
১০০/৫০-/-০/০-/--/-
সর্বোচ্চ রান১৯*-৩০
বল করেছে৮৫০২৬০৭২৪২৭
উইকেট১৫১৫
বোলিং গড়৩১.৯৩৫১.৪০১২.৬৬২৮.৪৬
ইনিংসে ৫ উইকেট-
ম্যাচে ১০ উইকেট--
সেরা বোলিং৪/৫৮২/৩৩৪/২৩৫/৪০
ক্যাচ/স্ট্যাম্পিং১/-৩/–২/-২/–
উৎস: ক্রিকইনফো, ২৫ মার্চ ২০১৭

প্রারম্ভিক জীবন

১৭ বছর বয়সে ক্রিকেট খেলায় অংশ নিতে শুরু করেন। মাত্তুমাগালা করুণারত্নে বুদ্ধিস্ট কলেজে অধ্যয়ন করেন। এরপর ডি মেজনড কলেজে চলে যান।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাবের পক্ষে খেলছেন সন্দাকান।[২] ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে সর্বাধিক উইকেট পান। ১০ খেলায় ১৮ ইনিংসে অংশ নিয়ে ৫২ উইকেট পান।[৩]

খেলোয়াড়ী জীবন

জুলাই, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার লক্ষ্যে তাকে শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্যরূপে মনোনীত করা হয়।[৪] ২৬ জুলাই, ২০১৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[৫] প্রথম ইনিংসে মিচেল মার্শকে আউট করে তিনি তার প্রথম উইকেট পান। প্রথম ইনিংসে ৪/৫৮ ও দ্বিতীয় ইনিংসে ৩/৪৯ পান। খেলায় তিনি ৭/১০৭ পান যা টেস্ট অভিষেকে কোন চায়নাম্যান বোলারের সেরা সংগ্রহ। খেলায় শ্রীলঙ্কা দল ১০৬ রানে জয় তুলে নেয় যা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ খেলায় দ্বিতীয় ছিল।[৬]

২১ আগস্ট, ২০১৬ তারিখে একই দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তার। প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে কট আউটের মাধ্যমে প্রথম উইকেট পান।[৭]

জানুয়ারি, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০আই সিরিজে খেলার জন্য তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৮] ২২ জানুয়ারি, ২০১৭ তারিখে তার টি২০আই অভিষেক হয়।[৯] প্রথম বলেই তিনি উইকেট পান যা যে-কোন শ্রীলঙ্কানের জন্য প্রথম কৃতিত্ব প্রদর্শন।[১০]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী