লরেন্স ম্যাক্সওয়েল ক্রস

মার্কিন পদার্থবিজ্ঞানী

লরেন্স ম্যক্সওয়েল ক্রস (জন্ম: ২৭ মে, ১৯৫৪)একজন আমেরিকান-কানাডীয় তাত্ত্বিক পদার্থবিদ এবং ভৌতবিশ্বতাত্ত্বিক, তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব আর্থ এণ্ড স্পেস এর প্রতিষ্ঠাতাকালীন অধ্যাপক ছিলেন।[২][৩]

লরেন্স এম. ক্রস
ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্রস, ১৭ অক্টোবর ২০১৩
জন্ম
লরেন্স ম্যাক্সওয়েল ক্রস

(1954-05-27) ২৭ মে ১৯৫৪ (বয়স ৬৯)
নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিনী-কানাডীয়
মাতৃশিক্ষায়তনকার্লেটন বিশ্ববিদ্যালয় (১৯৭৭, স্নাতক)
এমআইটি (১৯৮২, পিএইচডি)
পরিচিতির কারণ
দাম্পত্য সঙ্গীক্যাথরিন ক্যালী (বি. ১৯৮০; বিচ্ছেদ. ২০১২)
ন্যান্সি ডাল (বি. ২০১৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
অভিসন্দর্ভের শিরোনামGravitation and phase transitions in the early universe (1982)
ডক্টরাল উপদেষ্টারোজকো গাইলস[১]

তিনি বৈজ্ঞানিক সংশয়বাদ ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার মাধ্যমে প্রায়োগিক উপাত্তকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিজ্ঞান বুঝানোর প্রয়াস করেন। অর্থাৎ বিজ্ঞানের কঠিন বিষয়গুলো যাতে করে সাধারণ মানুষ অনুধাবন করেন, তিনি তার কাজের মাধ্যমে সে প্রচেষ্টা করেন। তার মতে জনপ্রিয় সংস্কৃতিতে যেসব কুসংস্কার ও ধর্মীয় মতবাদ আছে তা বাতিল করে দিয়ে একটি বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে তিনি কাজ করেন।[৪]

ক্রাউস নক্ষত্র ভ্রমণের পদার্থবিজ্ঞান ( The Physics of Star Trek) (১৯৯৫) এবং শুন্য থেকে মহাবিশ্ব (A Universe from Nothing) (২০১২) এর মত সর্বাধিক বিক্রিয় বই লিখেছেন এবংবুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্‌স এর সভাপতিত্ব করেছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা

ক্রাউস নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার শৈশব অতিবাহিত মধ্যে কানাডার টরন্টো, অন্টারিওতে। তিনি ইহুদি পরিবারের বড় হয়েছেন।[৫] ক্রাউস কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে গণিত এবং পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর অনার্স পেয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮২ সালে পদার্থবিজ্ঞানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেন।[৬][৭]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন