শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি পলিটেকনিক ইনস্টিটিউট। [১]

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারি
স্থাপিত২০০১
অধিভুক্তিকারিগরি শিক্ষা অধিদপ্তর
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩২
প্রশাসনিক ব্যক্তিবর্গ
০৮
শিক্ষার্থী১৪০০ (প্রায়)
ঠিকানা
বুড়িরহাট (৮০০০)
, , ,
২৩°১১′০″ উত্তর ৯০°২৩′২২″ পূর্ব / ২৩.১৮৩৩৩° উত্তর ৯০.৩৮৯৪৪° পূর্ব / 23.18333; 90.38944
ওয়েবসাইটwww.shariatpurpolytechnic.gov.bd

অবস্থান

ঢাকা থেকে মাত্র ৭০ কি.মি দক্ষিণে শরীয়তপুর জেলার পালং থানাধীন রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাটে খুলনা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এর অবস্থান।

যোগাযোগ ব্যবস্থা

বাংলাদেশের যে কোন জেলা থেকে বাস সার্ভিসে শরীয়তপুর শহরে এসে বাস বা অটোরিক্সা যোগে বুড়িরহাট।

ইতিহাস

অত্র প্রতিষ্ঠানটি ২০০১ সালে ২.০২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ৪৬ জন শিক্ষার্থী নিয়ে ইলেক্ট্রনিক্স বিভাগে এর প্রথম ক্লাস শুরু হয়। ধাপে ধাপে এতে কম্পিউটার, টেলিকমিউনিকেশন, এবং ইনস্ট্রুমেন্টেশন এ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি যুক্ত হয়। প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোস্তাক মাহমুদ এবং ১২ জন তরুন মেধাবী শিক্ষকদের পদচারনায় যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির।

ক্যাম্পাস

ক্যাম্পাসটি প্রায় ২.০২ একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আরো ৮.২৪ একর জমি অধিগ্রহণ করে নতুন একাডেমিক ভবন করার পরিকল্পনা আছে।

অবকাঠামো-সমূহ
  1. প্রশাসনিক ভবন - ১ টি ( পাঁচ তলা)
  2. একাডেমিক ভবন -১ টি ( পাঁচ তলা)
  3. ওয়ার্কশপ ভবন -২ টি ( দুই তলা)
  4. অধ্যক্ষের বাসভবন -১ টি ( দুই তলা)
  5. স্টাফ কোয়ার্টার - ১ টি ( দুই তলা)
  6. পাম্প- হাউজ - ১ টি
  7. সাব-স্টেশন - ১ টি
  8. সাইকেল গ্যারেজ - ১ টি
টেকনোলজি সমূহ
  1. ইলেকট্রিক্যাল (২য় তলা)
  2. ইলেকট্রনিক্স (৪র্থ তলা)
  3. কম্পিউটার ( ৩য় তলা)
  4. টেলিকমিউনিকেশন ( ৫ম তলা)
ল্যাব সমূহ
  1. ইলেকট্রনিক্স ল্যাব- ২ টি
  2. কম্পিউটার ল্যাব- ৪ টি
  3. ইলেকট্রিক্যাল ল্যাব ২ টি
  4. টেলিকমিউনিকেশন ল্যাব- ১ টি
  5. বেসিক ল্যাব- ১ টি
  6. ফিজিক্স ল্যাব- ১ টি
  7. ক্যামিস্ট্রি ল্যাব- ১ টি
  8. ড্রয়িং ল্যাব- ১ টি
অন্যান্য
  1. পাঠাগার
  2. অডিটরিয়াম
  3. প্রার্থনালয়

ভর্তি-কার্যক্রম

বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে সারা বাংলাদেশের সরকারী ও বেসরকারী পলিটেকনিক সমূহে ভর্তি আহবান করে থাকে। সাধারনত এস.এস.সি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পনের দিন থেকে এক মাসের মধ্যেই বোর্ডের নিজস্ব ওয়েভ সাইটের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। এস.এস.সি পরীক্ষায় উত্তৃর্ণ যে কোন বিভাগের শিক্ষার্থীগন নূন্যতম জিপিএ-৩.৫০ পেলেই অাবেদনের যোগ্য বলে বিবেচিত।

বিভাগ সমূহ

ছাত্রাবাস

বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কিন্তু কোন ছাত্রাবাস নেই। তবে নতুন করে ৮.০২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ছাত্রাবাস নির্মানের পরিকল্পনা আছে।এবং ইনস্টিটিউট এর আশে পাশে প্রচুর ছাত্রাবাস আছে।যেখানে বাইরে থেকে আগত ছাত্ররা থাকতে পারবে।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল

  • রোভার ইউনিট, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

তথ্যসূত্র

https://www.facebook.com/groups/1377161122529737/?ref=share

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী