বিষয়বস্তুতে চলুন

শেলহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেলহ
שֶׁלַח
শেলহের প্রতিকৃতি, প্রোমোতুয়ারি ইকোনুম ইনসিগনিওরুম (১৫৫৩)
সন্তানএবর ও অন্যান্য পুত্রকন্যা
পিতা-মাতাঅর্ফকষদ (বা কৈনন)

শেলহ[১] (হিব্রু ভাষায়: שֶׁלַח‎, Šélaḥ বা Šā́laḥ; গ্রিক: Σαλά, Salá; আরবি: صَالِحٌ, প্রতিবর্ণীকৃত: Ṣāliḥ) ছিলেন আদিপুস্তকের[২] বংশের বিবরণ অনুসারে ইশ্মায়েলীয়ইস্রায়েলীয়দের একজন পূর্বপুরুষ। ফলে তিনি বংশ বিবরণীর “সত্তরটি নামের” অন্যতম। এছাড়া বাইবেলের আদিপুস্তক ১১:১২–১৫,[৩] গণনা পুস্তক ১:১৮–২৪[৪] এবং সাধু লূক লিখিত সুসমাচার ৩:৩৫–৩৬[৫] শ্লোকে তাঁর উল্লেখ রয়েছে।

নোহ থেকে অব্রাহাম পর্যন্ত পৈতৃক বংশে, তিনি অর্ফকষদের পুত্র (মাশোরেতীয় পুঁথি ও শমরীয় সপ্ততি)[৬] বা কৈনান (সেপটুজিন্ট) এবং এবরের পিতা। তার ছেলের জন্য 'এবর' নামটি হিব্রু জনগোষ্ঠীর আসল নাম, 'মূল' আবর (হিব্রু ভাষায়: עָבַר‎) থেকে এসেছে যার অর্থ "অতিক্রম করা।"[৭][৮][৯]

সাধু লূক লিখিত সুসমাচার ও বুক অব জুবিলিস উভয়ই শেলহকে কৈনানের পুত্র বানানোর ক্ষেত্রে সপ্ততির সাথে একমত, তথ্য যোগ করে যে তার মা মিল্‌কা (মদইয়ের মেয়ে) ছিলেন, এবং তার স্ত্রীর নাম মুয়েক, কেসেদের মেয়ে (অর্ফকষদের আরেক ছেলে)।

মৃত্যুর সময় শেলহের বয়স ৪৩৩ (মাসোরীয়),[১০] ৪৬০ (সেপ্টুজিন্ট)[১১] এবং ৪৬০ (শমরীয়)[১২] হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়।

হেনরি এম. মরিস বলেছেন যে অর্ফক্‌ষদ, শেলহ এবং এবরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুত্র হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে কারণ তারা নারীর প্রতিশ্রুত বীজের সারিতে ছিলেন।[১৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন