সরাইকেল্লা

ভারতের ঝাড়খণ্ডের একটি জায়গা

সরাইকেল্লা, পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলার প্রশাসনিক সদর দফতর৷ পূর্বে এটি ঝাড়খণ্ডের পূর্বতন পশ্চিম সিংভূম জেলার একটি পুরসভা ছিলো৷ শহরটি একসময়ে ওড়িয়া সরাইকেল্লা দেশীয় রাজ্যের রাজধানী ছিলো৷ শহরটি একটি জাতীয়সড়ক জংশন এছাড়া এখানে রয়েছে কৃষি বিপণন কেন্দ্র, তাম্র আকরিক শোধনাগার৷ নিকটেই রয়েছে লোহা, তামা এসবেস্টস ও চুনাপাথর উত্তোলনের খনি৷ এটি জামশেদপুরচাইবাসা শহর দুটির সড়ক দূরত্বের মধ্যবর্তী স্থানে অবস্থিত৷

সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১] ঝাড়খণ্ড-এ অবস্থিত
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১] ভারত-এ অবস্থিত
সরাইকেল্লা[১]
সরাইকেল্লা[১]
ঝাড়খণ্ড রাজ্যে সরাইকেল্লার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′ উত্তর ৮৫°৫৭′ পূর্ব / ২২.৭২° উত্তর ৮৫.৯৫° পূর্ব / 22.72; 85.95
রাষ্ট্র India
রাজ্যঝাড়খণ্ড
জেলাসরাইকেল্লা খরসোয়াঁ
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৮৩৩২১৯
টেলিফোন কোড০৬৫৯৭
যানবাহন নিবন্ধনJH-22 (জেএইচ-২২)
দাপ্তরিক ভাষা[২]হিন্দি
সহ-দাপ্তরিক ভাষাবাংলা, সাঁওতালি, ওড়িয়া, কুরুখ, মুন্ডারি, খরিয়া, নাগপুরী, পঞ্চপরগনিয়া, খোট্টা [৩]

ভূগোল

সরাইকেল্লা শহরটি দক্ষিণ ঝাড়খণ্ডের কোলহান বিভাগ দিয়ে বয়ে যাওয়া খড়কাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত৷ এটি জামশেদপুর শহরের সাথে সড়ক পথে যুক্ত৷ [৪]

ইতিহাস

দেশীয় রাজ্য

সরাইকেল্লা রাজ্য ছিলো ব্রিটিশ ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ এটি উড়িষ্যার দেশীয় রাজ্যগোষ্ঠীর মধ্যে অবস্থিত ছিলো, যা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত একটি পূর্বতন স্বাধীন দেশীয় রাজ্য। [৫] রাজ্যটির রাজধানী ছিলো এই শহরে৷ মোটামুটিভাবে ১১৬৩ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রাজ্যের ১৯০১ খ্রিস্টাব্দের নথি অনুসারে বার্ষিক রাজস্বের পরিমাণ ছিলো ৯২,০০০ ভারতীয় মুদ্রা৷ এটি ছোটনাগপুরের নয়টি দেশীয় রাজ্যের একটি, যা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনস্থ ছিলো৷ [৬] রাজ্যটির শেষ শাসক রাজা আদিত্যপ্রতাপ সিংহদেও ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৮ই মে তারিখে রাজ্যটি ভারতীয় অধিরাজ্যে যোগদান করার সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷

সংস্কৃতি

সরাইকেল্লা ছৌ নাচের জন্য বিখ্যাত৷ [৭] এটি ওড়িয়া এবং হো উভয় জাতির মিশেলে তৈরী একটি শিল্প কলা৷ এছাড়া একাধিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পূর্বতন রাজার রাজপ্রাসাদ, কুদরসাই মন্দির, অতিথিশালা, শিব মন্দির এবং একাধিক সাংস্কৃতিক স্থল৷ রথ যাত্রা এবং দুর্গাপূজা যথেষ্ট ধুমধাম করে পালন করা হয়৷

জনতত্ত্ব

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে [৮] সরাইকেল্লা শহরের জনসংখ্যা ২৬,১৪৫ জন৷ জনসংখ্যার ৫৩ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ নারী৷ শহরটির মোট সাক্ষরতার হার ৭০ শতাংশের মতো যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৮ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৬১ শতাংশ৷ সরাইকেল্লার জনসংখ্যার ১২ শতাংশ ছয় বৎসর অনূর্ধ্ব৷

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন