সানিয়া মালহোত্রা

ভারতীয় অভিনেত্রী

সানিয়া মালহোত্রা (জন্ম: ২৫ ফেব্রুয়ারি ১৯৯২) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করা শুরু করেন নিতেশ তিওয়ারির জীবনী ভিত্তিক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) এর মাধ্যমে, যেখানে তিনি ববিতা কুমারির চরিত্রে অভিনয় করেন।[১] তিনি জীবনীমূলক স্পোর্টস ফিল্ম দঙ্গল (২০১৬) এবং কমেডি বাধাই হো (২০১৮) এর সহকারী ভূমিকার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, উভয়ই সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের মধ্যে স্থান পায় ।

সানিয়া মালহোত্রা
২০১৯ সালে মালহোত্রা
জন্ম (1992-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনগার্গী কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৬-বর্তমান

মালহোত্রা ফটোগ্রাফ (২০১৯) এবং ব্ল্যাক কমেডি লুডো (২০২০) নাটকে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এবং শকুন্তলা দেবী (২০২০), প্যাগ্লাইট (২০২১) স্ট্রিমিং ফিল্মগুলিতে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন। লাভ হোস্টেল (২০২২) এবং কাঁঠাল (২০২৩) এরপর থেকে তিনি অ্যাকশন ফিল্ম জাওয়ান (২০২৩) এ একটি সহায়ক ভূমিকা পালন করেছেন।

প্রাথমিক জীবন

সানিয়া মালহোত্রা দিল্লির পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রায়ান ইন্টারন্যাশনাল স্কুল, ময়ুর বিহার, দিল্লী হতে প্রাথমিক এবং জার্জি কলেজ অফ দিল্লী ইউনিভার্সিটি হতে স্নাতক সম্পন্ন করেন।[২]

কর্মজীবন

২০১৯ সালে মালহোত্রা

স্নাতক সম্পন্ন করার পর মালহোত্রা ড্যান্স আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ড্যান্স ইন্ডিয়া ড্যান্স এ অংশ নিয়েছিলেন।এরপর তিনি মুম্বাই চলে আসেন এবং বিভিন্ন জায়গার অডিশন দিতে শুরু করেন।এরপর একদিন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কল আসে এবং তিনি নিতেশ তিওয়ারির জিবনীভিত্তিক সিনেমা দঙ্গল (২০১৬-এর চলচ্চিত্র) এর জন্য সিলেক্ট হয়ে যায়,[৩] ফাতিমা সানা শেখ এর সাথে তিনি এতে নতুন ছিলেন।

তাছাড়া তিনি আমির খান এর চলচ্চিত্র সিক্রেট সুপারস্টার এর 'সেক্সি বালিয়ে' গান এর কোরিয়গ্রাফিও করেছিলেন।

দুই বছর গ্যাপ দেওয়ার পর মালহোত্রা বিশাল ভরদ্বাজ এর চলচ্চিত্র 'পটাখা'য় অভিনয় করেন, রাধিকা মদন এর সাথে। চলচ্চিত্রটির কাহিনী দুই বোনকে নিয়ে।

মালহোত্রা এরপর অনুরাগ বসুর সংহত চলচ্চিত্র লুডোতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হোন।[৪] এরপর তিনি অনু মেনন পরিচালিত জিবনীভিত্তিক চলচ্চিত্র "শকুন্তলা দেবীতে" অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হোন, এতে নাম ভূমিকায় বিদ্যা বালান অভিনয় করেন এবং এরপর তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র "পাগলায়েট" এ অভিনয় করেন।[৫][৬]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রভূমিকামন্তব্যরেফ
২০১৬দঙ্গলববিতা কুমারী
২০১৭সিক্রেট সুপারস্টার —"সেক্সি বালিয়ে" গানের কোরিওগ্রাফার হিসেবে
২০১৮পটাখাগেন্ধা "ছুটকি" কুমারী
বদাই হোরিনি শর্মা
২০১৯ফোটোগ্রাফমিলোনি শাহ
২০২০শকুন্তলা দেবীঅনুপমা ব্যানার্জিআমাজন প্রাইম ভিডিও
লুডোশ্রুতি চোক্সিনেটফ্লিক্স চলচ্চিত্র[৪]
২০২১পাগলায়েট সন্ধাসম্পূর্ণ[৭]
মীনাক্ষী সুন্দরেশ্বরমীনাক্ষী
২০২২লাভ হোস্টেলজ্যোতি দিলাওয়ার
হিট: ফাস্ট কেসনেহা মাহতা[৮]
২০২৩কাঁঠালমহিমা[৯]
জাওয়ানডঃ ইরাম[১০]
শ্যাম বাহাদুরসিল্লু মানেকশ[১১]
টিবিএশিরোনামহীন দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন রিমেক †টিবিএ[১২]

পুরস্কার ও সম্মাননা

বছরচলচ্চিত্রপুরস্কারবিভাগফলাফলতথ্যসূত্র
২০১৬দঙ্গলনিউস ১৮ মুভি এওয়ার্ডবেস্ট ডেভিও ফিমেলমনোনীত[১৩]
২০১৬দঙ্গলজ্যাকি চ্যান একশন মুভি এওয়ার্ডবেস্ট নিউ একশন পারফর্মারবিজয়ী[১৪]
২০২০ফোটোগ্রাফফিল্মফেয়ার পুরস্কারসেরা অভিনেত্রী (সমালোচকদের ধারা)মনোনীত[১৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন