নেটফ্লিক্স

মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান

১৯৯৭ সালের ২৯ আগস্ট রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে বিনোদনধর্মী প্রতিষ্ঠান রূপে নেটফ্লিক্স শুরু করেন।[৬] এটি মূলত সংস্থান মিডিয়া দর্শন এবং প্রয়োজন মাফিক অনলাইন এবং ডিবিডি মেইল এর মাধ্যমে বিভিন্ন পাঠাতে দক্ষ, নেটফ্লিক্স পরবর্তীতে চলচ্চিত্র এবং ছোট পর্দার ধারাবাহিক, চলচ্চিত্র পরিচালনা-তে সম্প্রসারিত হয়, এর সাথে ইন্টারনেট ভিত্তিক অনলাইনে চলচ্চিত্রের বন্টনও চালু করে। প্রতিষ্ঠানটির সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস গ্যাটস শহরে অবস্থিত।

নেটফ্লিক্স, ইনকর্পোরেশন
ব্যবসার প্রকারসর্বজনীন
হিসাবে প্রচারিত
প্রতিষ্ঠা২৯ আগস্ট ১৯৯৭; ২৬ বছর আগে (1997-08-29)[১] in স্কটস ভ্যালি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সদরদপ্তর১০০ উইনচেস্টার সার্কেল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পরিবেষ্টিত এলাকা১৯০টি দেশে[২]
প্রতিষ্ঠাতা(গণ)
  • রিড হ্যাসটিংস
  • মার্ক রেন্ডোল্ফ
প্রধান ব্যক্তি
শিল্পবিনোদনধর্মী
পণ্যসমূহ
  • মিডিয়া দর্শন
  • প্রয়োজন অনুযায়ী ভিডিও প্রদর্শন
পরিসেবাসমূহ
আয়বৃদ্ধি মার্কিন $২০.১৫৬ বিলিয়ন (২০১৯)[৩]
অপারেটিং আয়বৃদ্ধি US$২.৬০৪ বিলিয়ন (২০১৯)[৩]
নিট আয়বৃদ্ধি US$১.৮৬৬ বিলিয়ন (২০১৯)[৩]
সর্বমোট সম্পত্তিবৃদ্ধি US$৩৩.৯৭৫ বিলিয়ন (২০১৯)[৩]
সামগ্রিক সমতাবৃদ্ধি US$৭.৫৮২ বিলিয়ন (২০১৯)[৩]
কর্মচারী৬,৭০০ (২০১৯)
বিভাগপারিবারিক স্ট্রিমিং
আন্তর্জাতিক স্ট্রিমিং
পারিবারিক ডিভিডি[৪]
অধীনস্থ কোম্পানি
  • নেটফ্লিক্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা
  • নেটফ্লিক্স আন্তর্জাতিক
  • নেটফ্লিক্স স্ট্রিমিং সেবা
  • নেটফ্লিক্স স্টুডিও
  • ডিভিডি.কম
  • মিলারওয়াল্ড
ওয়েবসাইটwww.netflix.com
অ্যালেক্সা অবস্থানঅপরিবর্তিত ২১ (জানুয়ারি ২০২০)[৫]
নিবন্ধনপ্রয়োজন
ব্যবহারকারী১৬৯ মিলিয়ন (গ্রাহক)[৩]
মার্ক রেন্ডোল্ফ, নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটির প্রথম সিইও।
রিড হ্যাস্টিংস, সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও।

নেটফ্লিক্স ২০১৩ সালে কনটেন্ট (নাটক, চলচ্চিত্র, ভিডিও) প্রযোজনা শিল্পে প্রবেশ করে, তাদের প্রথম পরিচালিত ধারাবাহিক, হাউজ অব কার্ডস দ্বারা আত্মপ্রকাশ করার মাধ্যমে। এরপর থেকেই চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিক উভয়ের তৈরিতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যেখানে তারা তাদের "নেটফ্লিক্স ওরিজিনাল" শীর্ষক নিজেস্ব ধারাবাহিক, চলচ্চিত্র অনলাইন লাইব্রেরীর মাধ্যমে প্রদান করে থাকে।[৭] ২০১৬ সালে নেটফ্লিক্স আনুমানিক ১২৬ টি তাদের নিজেস্ব ধারাবাহিক এবং চলচ্চিত্র প্রকাশ করেছে, যা অন্য সব ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান এবং সাধারণ কোন টেলিভিশন চ্যানেলের তুলনায় অনেক বেশি।[৮]

২০১৭ সালের অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, সারাবিশ্বে নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যা ছিল ১০৯.২৫ মিলিয়ন, এর মধ্যে শুধু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ৫২.৭৭ মিলিয়ন।[৯] তাদের প্রচেষ্টা নিত্য-নতুন কনটেন্ট তৈরী করা, অতিরিক্ত কনটেন্ট সমূহের যথাযথ অধিকার সুরক্ষন করা, এবং ১৯০ টি দেশের মধ্যে এর বৈচিত্রতার ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী ঋণ নেয়া প্রতিষ্ঠান সমূহের তালিকায় তাদের ঋণের পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : যা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী ২১.৯ বিলিয়ন ডলার, এবং যা পূর্ববর্তী একই সময়ে ১৬.৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে।[১০]

ক্যালিফোর্নিয়া রাজ্যের লস গ্যাটস শহরে নেটফ্লিক্সের সদরদপ্তর।

নেটফ্লিক্সের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লা গ্যাটস শহরের ১০০ উইনচেস্টার সার্কেলে অবস্থিত। এছাড়াও তাদের আরো কয়েকটি কার্যালয় রয়েছে, যেগুলো নেদারল্যান্ডস, ব্রাজিল, ইন্ডিয়া, বাংলাদেশ , জাপান এবং উত্তর কোরিয়া-তে অবস্থিত।[১১]/ref>

ক্যালিফোর্নিয়া রাজ্যের লস গ্যাটস শহরে নেটফ্লিক্সের সদরদপ্তর।

নেটফ্লিক্সের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লা গ্যাটস শহরের ১০০ উইনচেস্টার সার্কেলে অবস্থিত। এছাড়াও তাদের আরো কয়েকটি কার্যালয় রয়েছে, যেগুলো নেদারল্যান্ডস, ব্রাজিল, ইন্ডিয়া, বাংলাদেশ , জাপান এবং উত্তর কোরিয়া-তে অবস্থিত।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ব্যবসায়িক তথ্য
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ