সিল্কসিটি এক্সপ্রেস

বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা

সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং- ৭৫৩/৭৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম শহর তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। ২০০৩ সালের ১৪ই আগষ্ট ট্রেনটি চালু হয়। সিল্কসিটি এক্সপ্রেস ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে ট্রেনটি নতুন চাইনিজ কোচে চলাচল শুরু করেছে।

সিল্কসিটি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
প্রথম পরিষেবা২৬ জানুয়ারি ২০০২; ২২ বছর আগে (2002-01-26)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুরাজশাহী রেলওয়ে স্টেশন
বিরতি১২ টি
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা
ভ্রমণ দূরত্ব২৬০ কিলোমিটার
যাত্রার গড় সময়৫ ঘন্টা ৫০ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন (রবিবার সাপ্তাহিক বন্ধ)
রেল নং৭৫৩/৭৫৪
ব্যবহৃত লাইনআব্দুলপুর-পুরনো মালদহ লাইন

চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন

ঈশ্বরদী-জামতৈল লাইন

জামতৈল-জয়দেবপুর লাইন

নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি চেয়ার,এসি স্লীপার ও নন এসি চেয়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
অন্যান্য সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার
  • একটি বাংলাদেশ রেলওয়ে ৬৬০০ ক্লাস লোকোমোটিভ
  • ৪ টি এসি কোচ
  • ৭ টি নন এসি কোচ
  • গার্ডব্রেক,পাওয়ারকার ও লাগেজ কোচ ২ টি
  • গাড়ির সর্বমোট লোড ১৩/২৬
ট্র্যাক গেজব্রডগেজ
বৈদ্যুতীকরণনেই
পরিচালন গতি১০০ কিঃমিঃ/ঘন্টা
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণরাজশাহী
রেক ভাগকরণবনলতা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস

সময়সূচী

বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী,

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির সময়সূচিঃ

ট্রেন

নং

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌছানোর সময়সাপ্তাহিক

ছুটি/বন্ধ

৭৫৩ঢাকা১৪:৪৫রাজশাহী২০:৩৫রবিবার
৭৫৪রাজশাহী০৭:৪০ঢাকা১৩:৩০

যাত্রাবিরতি

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী