হুয়ান কারেনিয়ো

মেক্সিকীয় ফুটবলার

হুয়ান কারেনিয়ো লারা (স্পেনীয়: Juan Carreño; ১৪ আগস্ট ১৯০৯ – ১৬ ডিসেম্বর ১৯৪০; এছাড়াও হুয়ান কারেনিয়ো নামে সুপরিচিত) একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আতলান্তে এবং মেক্সিকোর হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১] তিনি প্রথম মেক্সিকীয় খেলোয়াড় ফিফা বিশ্বকাপে গোল করেছেন। ১৯২৮ সালে, আমস্টারডামে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেছেন।

হুয়ান কারেনিয়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহুয়ান কারেনিয়ো লারা
জন্ম(১৯০৯-০৮-১৪)১৪ আগস্ট ১৯০৯
জন্ম স্থানমেক্সিকো সিটি, মেক্সিকো
মৃত্যু১৬ ডিসেম্বর ১৯৪০(1940-12-16) (বয়স ৩১)
মৃত্যুর স্থানমেক্সিকো সিটি, মেক্সিকো
উচ্চতা১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯২৭–১৯৩৯আতলান্তে
জাতীয় দল
১৯২৮–১৯৩৪মেক্সিকো(২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯২৭–২৮ মৌসুমে, মেক্সিকীয় ফুটবল ক্লাব আতলান্তের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন; আতলান্তে প্রায় ১২ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন।

১৯২৮ সালে, কারেনিয়ো মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি সর্বমোট ৮ ম্যাচে ২টি গোল করেছিলেন। তিনি মেক্সিকোর হয়ে ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবন

হুয়ান কারেনিয়ো লারা ১৯০৯ সালের ১৪ই আগস্ট তারিখে, মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৪০ সালের ১৬ই ডিসেম্বর তারিখে মাত্র ৩১ বছর বয়সে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

দলসালম্যাচগোল
মেক্সিকো১৯২৮
১৯৩০
১৯৩৪
সর্বমোট

আন্তর্জাতিক গোল

গোলতারিখমাঠপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতাসূত্র
৩০ মে ১৯২৮ওল্ড স্টাডিয়ন, আমস্টারডাম, নেদারল্যান্ডস  স্পেন–৬১–৭১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক[২]
১৩ জুলাই ১৯৩০এস্তাদিও পসিতোস, মোন্তেবিদেও, উরুগুয়ে  ফ্রান্স–৩১–৪১৯৩০ ফিফা বিশ্বকাপ[৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন