হেয়র্হি বুশ্চান

ইউক্রেনীয় ফুটবলার

হেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান (ইউক্রেনীয়: Георгій Миколайович Бущан, ইংরেজি: Heorhiy Bushchan; জন্ম: ৩১ মে ১৯৯৪; হেয়র্হি বুশ্চান নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের ক্লাব দিনামো কিয়েভ এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

হেয়র্হি বুশ্চান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান
জন্ম (1994-05-31) ৩১ মে ১৯৯৪ (বয়স ২৯)[১]
জন্ম স্থানওডেসা, ইউক্রেন
উচ্চতা১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
দিনামো কিয়েভ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৭–২০০৯চর্নমরেৎস অদেসা
২০১০–২০১১দিনামো কিয়েভ
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১১–দিনামো কিয়েভ৫৬(০)
২০১৪–২০১৫দিনামো কিয়েভ ২২৪(০)
জাতীয় দল
২০১০ইউক্রেন অনূর্ধ্ব-১৬(০)
২০০৯ইউক্রেন অনূর্ধ্ব-১৭(০)
২০১১–২০১২ইউক্রেন অনূর্ধ্ব-১৮(০)
২০১২–২০১৩ইউক্রেন অনূর্ধ্ব-১৯(০)
২০২০–ইউক্রেন১০(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৩৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, বুশ্চান ইউক্রেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন;[২] ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, বুশ্চান এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি দিনামো কিয়েভের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

হেয়র্হি মিকলায়োভিচ বুশ্চান ১৯৯৪ সালের ৩১শে মে তারিখে ইউক্রেনের ওডেসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন