হোর্হে ভালদানো

হোর্হে অ্যালবের্তো ফ্রান্সিস্কো ভ্যালদানো ক্যাস্তেয়ানোস (স্পেনীয়: Jorge Alberto Francisco Valdano Castellanos) (জন্ম ৪ অক্টোবর ১৯৫৫)[১] হলেন একজন প্রাক্তন আর্জেন্টিনীয় ফুটবলার, কোচ এবং স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের প্রাক্তন জেনারেল ম্যানেজার। তিনি সান্তা ফে প্রদেশের লাস পারেজাসে জন্ম গ্রহণ করেন। তাকে "ফুটবলের দার্শনিক'' বলে ডাকা হয়। [২]

হোর্হে ভ্যালদানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহোর্হে অ্যালবের্তো ফ্রান্সিস্কো ভ্যালদানো ক্যাস্তেয়ানোস
জন্ম (1955-10-04) ৪ অক্টোবর ১৯৫৫ (বয়স ৬৮)
জন্ম স্থানলাস পারেজাস, আর্জেন্টিনা
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থানফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯৭৩–১৯৭৫নিওয়েল’স ওল্ড বয়েজ৪৯(১২)
১৯৭৫–১৯৭৯দেপোর্তিও আলাভেস৬৩(২১)
১৯৭৯–১৯৮৪রিয়াল জারাগোজা১৪৩(৪৭)
১৯৮৪–১৯৮৭রিয়াল মাদ্রিদ৮৫(৪০)
মোট৩৪০(১২০)
জাতীয় দল
১৯৭৫–১৯৯০আর্জেন্টিনা২৩(৭)
পরিচালিত দল
১৯৯১–১৯৯২রিয়াল মাদ্রিদ (যুব দল)
১৯৯২–১৯৯৪তেনেরিফ
১৯৯৪–১৯৯৬রিয়াল মাদ্রিদ
১৯৯৬–১৯৯৭ভালেনসিয়া
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

বৃত্তান্ত

ভ্যালদানোকে অনেক সময় ফুটবলের প্রদর্শক নামে ডাকা হয়। মেক্সিকোতে ১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। প্রতিযোগিতার ফাইনাল খেলায় পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তিনি দ্বিতীয় গোলটি করেন, যেখানে আর্জেন্টিনা ৩–২ গোলের ব্যবধানে জয় লাভ করে। ভ্যালদানো স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এবং পরবর্তীতে তিনি ক্লাবটির খেলাধুলা বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন