১৯৬৬–৬৭ বুন্দেসলিগা

১৯৬৬–৬৭ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৪র্থ মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৬৬ সালের ২০শে আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৬৭ সালের ৩রা জুন তারিখে সম্পন্ন হয়েছিল।[১] কলনের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় কার্ল-হাইনৎস টিলেন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[২]

বুন্দেসলিগা
মৌসুম১৯৬৬–৬৭
তারিখ২০ আগস্ট ১৯৬৬ – ৩ জুন ১৯৬৭
চ্যাম্পিয়নআইন্ট্রাখট ব্রাউনশভাইগ
১ম বুন্দেসলিগা শিরোপা
১ম জার্মান শিরোপা
অবনমনফর্টুনা ডুসেলডর্ফ
রট-ভাইস এসেন
ইউরোপীয় কাপআইন্ট্রাখট ব্রাউনশভাইগ
কাপ উইনার্স কাপবায়ার্ন মিউনিখ (চ্যাম্পিয়ন)
হামবুর্গার
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৯৫ (ম্যাচ প্রতি ২.৯২টি)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি লোটার এমেরিখ
পশ্চিম জার্মানি গের্ড মুলার (২৮টি গোল)
সবচেয়ে বড় হোম জয়বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১১–০ শালকে (৭ জানুয়ারি ১৯৬৭)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়কার্লস্রুহার ১–৬ বায়ার্ন মিউনিখ (১০ সেপ্টেম্বর ১৯৬৬)
ডুসেলডর্ফ ০–৫ ডর্টমুন্ড (৭ জানুয়ারি ১৯৬৭)
সর্বোচ্চ স্কোরিংবরুসিয়া মনশেনগ্লাডবাখ ১১–০ শালকে (৭ জানুয়ারি ১৯৬৭)

১৮৬০ মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৬৫–৬৬ মৌসুমে ৫০ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৪৩ পয়েন্ট অর্জন করে আইন্ট্রাখট ব্রাউনশভাইগ ১ম বারের মতো বুন্দেসলিগা এবং ১ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় লোটার এমেরিখ এবং বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় গের্ড মুলার ২৮ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলেছিল, একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো একটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক দল সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান গড় গোল দ্বারা নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুটি ক্লাব তাদের নিজ নিজ আঞ্চলিক লিগে অবনমিত হয়েছিল।

দল

১৯৬৫–৬৬ মৌসুম শেষে বরুসিয়া নয়কির্খেন এবং তাসমানিয়া বার্লিন মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে ফর্টুনা ডুসেলডর্ফ এবং রট-ভাইস এসেন বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ব্রাউনশভাইগ
ডুসবুর্গ
এসেন
হামবুর্গার
হানোফার
কাইজারস্লাউটার্ন
কার্লস্রুহার
নুর্নবার্গ
১৯৬৬–৬৭ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবমাঠ[৩]ধারণক্ষমতা[৩]
আইন্ট্রাখট ব্রাউনশভাইগআইন্ট্রাখট স্টেডিয়াম৩৮,০০০
ভেয়ার্ডার ব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০
বরুসিয়া ডর্টমুন্ডরোটে আর্ডে স্টেডিয়াম৩০,০০০
ডুসবুর্গভেডাউস্টাডিওন৩৮,৫০০
ফর্টুনা ডুসেলডর্ফপল ইয়ানেস স্টেডিয়াম২৮,০০০
রট-ভাইস এসেনগেওর্গ মেলশেস স্টেডিয়াম৪০,০০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৮৭,০০০
হামবুর্গারফক্সপার্কস্টাডিওন৮০,০০০
হানোফার ৯৬নিডারজারকসেন স্টেডিয়াম৮৬,০০০
কাইজারস্লাউটার্নবেৎসেনবার্গ স্টেডিয়াম৪২,০০০
কার্লস্রুহারভিল্ডপার্কস্টাডিওন৫০,০০০
কলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৭৬,০০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
১৮৬০ মিউনিখগ্রুনভাল্ডার স্টেডিয়াম৪৪,৩০০
বায়ার্ন মিউনিখগ্রুনভাল্ডার স্টেডিয়াম৪৪,৩০০
নুর্নবার্গস্টাটিশেস স্টেডিয়াম৬৪,২৩৮
শালকেগ্লুকাউফ-কাম্পবান৩৫,০০০
স্টুটগার্টনেকার স্টেডিয়াম৫৩,০০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ (C)৩৪১৭৪৯২৭১.৮১৫৪৩ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
১৮৬০ মিউনিখ৩৪১৭১০৬০৪৭১.২৭৭৪১আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৫১০৭০৪১১.৭০৭৩৯
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৫১০৬৬৪৯১.৩৪৭৩৯আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
কাইজারস্লাউটার্ন৩৪১৩১২৪৩৪২১.০২৪৩৮
বায়ার্ন মিউনিখ৩৪১৬১৩৬২৪৭১.৩১৯৩৭কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
কলন৩৪১৪১১৪৮৪৮১.০০০৩৭আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১২১০১২৭০৪৯১.৪২৯৩৪
হানোফার ৯৬৩৪১৩১৩৪০৪৬০.৮৭০৩৪আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
১০নুর্নবার্গ৩৪১২১০১২৪৩৫০০.৮৬০৩৪
১১ডুসবুর্গ[খ]৩৪১০১৩১১৪০৪২০.৯৫২৩৩
১২স্টুটগার্ট৩৪১০১৩১১৪৮৫৪০.৮৮৯৩৩
১৩কার্লস্রুহার৩৪১১১৪৫৪৬২০.৮৭১৩১
১৪হামবুর্গার৩৪১০১০১৪৩৭৫৩০.৬৯৮৩০কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
১৫শালকে৩৪১২১৬৩৭৬৩০.৫৮৭৩০
১৬ভেয়ার্ডার ব্রেমেন৩৪১০১৫৪৯৫৬০.৮৭৫২৯
১৭ফর্টুনা ডুসেলডর্ফ (R)৩৪১৮৪৪৬৬০.৬৬৭২৫রেগিওনাললিগায় অবনমিত
১৮রট-ভাইস এসেন (R)৩৪১৩১৫৩৫৫৩০.৬৬০২৫

ফলাফল

স্বাগতিক \ সফরকারীEBSSVWBVBDUIF95RWESGEHSVH96FCKKSCKOEBMGM60FCBFCNS04VFB
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ২–০৩–১০–০৪–০০–০৩–০২–০০–১২–০৪–১১–০২–১১–০৫–২৪–১১–০১–১
ভেয়ার্ডার ব্রেমেন২–৩২–১১–১১–০০–০৩–০৫–১৩–০১–১০–৩১–৩২–২২–৪৪–১৪–৪২–১১–২
বরুসিয়া ডর্টমুন্ড০–০২–০৪–১১–২০–০৩–১৭–০৩–০২–১২–১৬–১৩–২১–১৪–০০–১৬–২১–১
ডুসবুর্গ০–০১–০১–৫১–১২–০০–০২–১৩–০১–১০–১১–০১–৩১–২০–০২–০৩–০০–০
ফর্টুনা ডুসেলডর্ফ১–১০–১০–৫১–৫২–০২–৪২–২১–০৩–১১–০১–৩২–২০–১০–০২–২৩–১৩–৩
রট-ভাইস এসেন০–০০–১১–১০–১০–৪১–১১–১৩–০১–১৩–১১–৩২–১২–২৩–১১–১৪–১১–৩
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট০–১৪–১৩–৩১–০৩–০৫–০১–৩৩–৩১–১৫–১৪–০১–০৩–৩২–১১–৪৪–২৪–০
হামবুর্গার১–০১–১১–১০–০২–১১–১০–২২–১১–০১–০১–৩২–০৩–২৩–১০–১১–১১–১
হানোফার ৯৬৪–২২–১২–০৩–০০–২১–০২–১১–০২–১৩–১০–১১–১২–২২–১২–০১–২২–২
কাইজারস্লাউটার্ন২–০২–০১–১০–০২–১৫–২১–১২–১১–০৩–১০–০১–০০–৩১–০১–১১–০৩–৩
কার্লস্রুহার৩–০৪–৪২–০৩–০৩–২০–১৩–২১–১০–০২–২১–১৩–৩৩–১১–৬০–১১–০৪–১
কলন১–০৪–১১–১১–১২–০২–১১–৪০–০১–১২–১২–২১–২২–০২–৪২–০২–১৩–১
বরুসিয়া মনশেনগ্লাডবাখ০–০১–১৪–০৩–৩৩–১৪–৩০–০৪–২২–০১–১৩–১৩–০২–৩১–২২–০১১–০১–২
১৮৬০ মিউনিখ২–১২–১১–২৩–৩৩–০১–০২–১২–০৩–০৩–০৩–০২–১৪–৩১–০১–২০–২১–১
বায়ার্ন মিউনিখ২–০১–০১–০২–১১–২৪–১১–২৩–১০–০৫–০২–২২–০৪–৩৩–০০–১৫–০১–১
নুর্নবার্গ০–৪২–১২–০৩–১৪–২১–১০–১১–০১–১১–২২–২১–১১–০২–২০–১০–৪৩–৩
শালকে০–০০–১১–৪২–১২–১১–১১–১২–০২–১০–৩১–৩১–০০–০১–০২–১১–০২–০
স্টুটগার্ট১–২১–১১–০১–৩৩–১১–০৩–০১–৩১–২০–১২–০২–২০–২২–০২–৪১–০১–১

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
লোটার এমেরিখবরুসিয়া ডর্টমুন্ড২৮
গের্ড মুলারবায়ার্ন মিউনিখ
হারবার্ট লোমেনবরুসিয়া মনশেনগ্লাডবাখ১৮
ক্রিস্টিয়ান মুলারকার্লস্রুহার১৭
ইয়োসেফ হাইনকেসবরুসিয়া মনশেনগ্লাডবাখ১৫
বার্ন্ড রুপবরুসিয়া মনশেনগ্লাডবাখ
লোটার উলসাসআইন্ট্রাখট ব্রাউনশভাইগ
রাইহোল্ড ভোসাববরুসিয়া ডর্টমুন্ড
হান্স কুপার্স১৮৬০ মিউনিখ১৪
১০ ইয়োহানেস লোহরকলন১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন