বরুসিয়া ডর্টমুন্ড

জার্মান ফুটবল দল

বালস্পিলভেরায়ন বরুসিয়া ০৯ ইভি ডর্টমুন্ড (জার্মান: Ballspielverein Borussia 09 e.V. Dortmund; এছাড়াও বরুসিয়া ডর্টমুন্ড [boˈʁʊsi̯aː ˈdɔɐ̯tmʊnt],[৩] বিভিবি অথবা ডর্টমুন্ড নামে পরিচিত) হচ্ছে ডর্টমুন্ড ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লিগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ১৯শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বরুসিয়া ডর্টমুন্ড তাদের সকল হোম ম্যাচ ডর্টমুন্ডের ভেস্টফালেনস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮১,৩৬৫। এটি ধারণক্ষমতার দিক দিয়ে জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম। ক্লাব হিসেবে ডর্টমুন্ডের মাঠের গড় দর্শক উপস্থিতি বিশ্বে সর্বোচ্চ।[৪] বরুসিয়া ডর্টমুন্ডের জার্সির রং কাল এবং হলুদ যার দরুন তাদের সমর্থকেরা তাদের ডাকে ডি শোয়াৎর্জগেলবেন বলে, যার অর্থ কালো-হলুদের দল[৫][৬] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুসিয়েঁ ফাভ্র এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রায়নহার্ড রাউবাল। জার্মান আক্রমণভাগের খেলোয়াড় মার্কো রয়েস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বরুসিয়া ডর্টমুন্ড
পূর্ণ নামবালস্পিলভেরায়ন বরুসিয়া ০৯ ইভি ডর্টমুন্ড
ডাকনামডি বরুসেন
ডি শোয়ারৎসগেলবেন (কালো এবং হলুদ)
ডার বিভিবি
সংক্ষিপ্ত নামবিভিবি
প্রতিষ্ঠিত১৯ ডিসেম্বর ১৯০৯; ১১৪ বছর আগে (1909-12-19)
মাঠভেস্টফালেনস্টাডিওন
ধারণক্ষমতা৮১,৩৬৫[১]
সভাপতিজার্মানি রায়নহার্ড রাউবাল
সভাপতিজার্মানি হান্স-ইওয়াখিম ভাৎস্কে (সিইও)
প্রধান কোচসুইজারল্যান্ড লুসিয়েঁ ফাভ্র[২]
লিগবুন্দেসলিগা
২০২০–২১৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, বরুসিয়া মনশেনগ্লাডবাখ এপর্যন্ত ১৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৮টি বুন্দেসলিগা, ৪টি ডিএফবি-পোকাল এবং ৬টি ডিএফবি-সুপারকাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৯৯৬–৯৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ১৯৬৫–৬৬ উয়েফা কাপ উইনার্স কাপ রয়েছে।

অর্জন

ঘরোয়া

চ্যাম্পিয়ন: ১৯৫৬, ১৯৫৭, ১৯৬৩, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ২০০১–০২, ২০১০–১১, ২০১১–১২
রানার-আপ: ১৯৪৯, ১৯৬১, ১৯৬৫–৬৬, ১৯৯১–৯২, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৫–১৬, ২০১৮–১৯, ২০১৯–২০
  • ২. বুন্দেসলিগা উত্তর
রানার-আপ: ১৯৭৫–৭৬
চ্যাম্পিয়ন: ১৯৬৪–৬৫, ১৯৮৮–৮৯, ২০১১–১২, ২০১৬–১৭
রানার-আপ: ১৯৬২–৬৩, ২০০৭–০৮, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬
চ্যাম্পিয়ন: ১৯৮৯, ১৯৯৫, ১৯৯৬, ২০১৩, ২০১৪, ২০১৯
রানার-আপ: ২০১১, ২০১২, ২০১৬, ২০১৭, ২০২০
  • ডিএফবি-লিগাপোকাল
রানার-আপ: ২০০৩

ইউরোপীয়

চ্যাম্পিয়ন: ১৯৯৬–৯৭
রানার-আপ: ২০১২–১৩
চ্যাম্পিয়ন: ১৯৬৫–৬৬
রানার-আপ: ১৯৯২–৯৩, ২০০১–০২
রানার-আপ: ১৯৯৭

আন্তর্জাতিক

চ্যাম্পিয়ন: ১৯৯৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ