১৯৬৮–৬৯ বুন্দেসলিগা

১৯৬৮–৬৯ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৬ষ্ঠ মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৬৮ সালের ১৭ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৬৯ সালের ৬ই জুলাই তারিখে সম্পন্ন হয়েছিল।[১] আলেমানিয়া আখেনের জার্মান মধ্যমাঠের খেলোয়াড় আরভিন হারমান্ডুং এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[২]

বুন্দেসলিগা
মৌসুম১৯৬৮–৬৯
তারিখ১৭ আগস্ট ১৯৬৮ – ৭ জুন ১৯৬৯
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
১ম বুন্দেসলিগা শিরোপা
২য় জার্মান শিরোপা
অবনমননুর্নবার্গ
কিকার্স অফেনবাখ
ইউরোপীয় কাপবায়ার্ন মিউনিখ
কাপ উইনার্স কাপশালকে
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৭৩ (ম্যাচ প্রতি ২.৮৫টি)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি গের্ড মুলার (৩০টি গোল)
সবচেয়ে বড় হোম জয়বায়ার্ন মিউনিখ ৬–০ ভেয়ার্ডার ব্রেমেন (২৯ মার্চ ১৯৬৯)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়১৮৬০ মিউনিখ ০–৪ বরুসিয়া মনশেনগ্লাডবাখ (২৮ সেপ্টেম্বর ১৯৬৮)
সর্বোচ্চ স্কোরিংভেয়ার্ডার ব্রেমেন ৬–৫ বরুসিয়া মনশেনগ্লাডবাখ (৭ জুন ১৯৬৯)

নুর্নবার্গ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৬৭–৬৮ মৌসুমে ৪৭ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৪৬ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ১ম বারের মতো বুন্দেসলিগা এবং ২য় বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় গের্ড মুলার ৩০ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলেছিল, একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো একটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক দল সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান গড় গোল দ্বারা নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুটি ক্লাব তাদের নিজ নিজ আঞ্চলিক লিগে অবনমিত হয়েছিল।

দল

১৯৬৭–৬৮ মৌসুম শেষে বরুসিয়া নয়কির্খেন এবং কার্লস্রুহার মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হের্টা এবং কিকার্স অফেনবাখ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

আখেন
ব্রাউনশভাইগ
ডুসবুর্গ
হামবুর্গার
হানোফার
কাইজারস্লাউটার্ন
নুর্নবার্গ
অফেনবাখ
১৯৬৮–৬৯ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবমাঠ[৩]ধারণক্ষমতা[৩]
আলেমানিয়া আখেনপুরান টিভোলি৩০,০০০
হের্টাবার্লিন অলিম্পিক স্টেডিয়াম১,০০,০০০
আইন্ট্রাখট ব্রাউনশভাইগআইন্ট্রাখট স্টেডিয়াম৩৮,০০০
ভেয়ার্ডার ব্রেমেনভেজার স্টেডিয়াম৩২,০০০
বরুসিয়া ডর্টমুন্ডরোটে আর্ডে স্টেডিয়াম৩০,০০০
ডুসবুর্গভেডাউস্টাডিওন৩৮,৫০০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৮৭,০০০
হামবুর্গারফক্সপার্কস্টাডিওন৮০,০০০
হানোফার ৯৬নিডারজারকসেন স্টেডিয়াম৮৬,০০০
কাইজারস্লাউটার্নবেৎসেনবার্গ স্টেডিয়াম৪২,০০০
কলনমুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম৭৬,০০০
বরুসিয়া মনশেনগ্লাডবাখবোকেলবার্গস্টাডিওন৩৪,৫০০
১৮৬০ মিউনিখগ্রুনভাল্ডার স্টেডিয়াম৪৪,৩০০
বায়ার্ন মিউনিখগ্রুনভাল্ডার স্টেডিয়াম৪৪,৩০০
নুর্নবার্গস্টাটিশেস স্টেডিয়াম৬৪,২৩৮
কিকার্স অফেনবাখবিবারার বার্গ স্টেডিয়াম৩০,০০০
শালকেগ্লুকাউফ-কাম্পবান৩৫,০০০
স্টুটগার্টনেকার স্টেডিয়াম৫৩,০০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোঅপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪১৮১০৬১৩১১.৯৬৮৪৬ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
আলেমানিয়া আখেন৩৪১৬১২৫৭৫১১.১১৮৩৮
বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩৪১৩১১১০৬১৪৬১.৩২৬৩৭
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ৩৪১৩১১১০৪৬৪৩১.০৭০৩৭
স্টুটগার্ট৩৪১৪১২৬০৫৪১.১১১৩৬আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
হামবুর্গার৩৪১৩১০১১৫৫৫৫১.০০০৩৬
শালকে৩৪১৪১৩৪৫৪০১.১২৫৩৫কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৩৪১৩১৩৪৬৪৩১.০৭০৩৪
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১৪১৪৫৯৫৯১.০০০৩৪
১০১৮৬০ মিউনিখ৩৪১৫১৫৪৪৫৯০.৭৪৬৩৪আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
১১হানোফার ৯৬৩৪১৪১১৪৭৪৫১.০৪৪৩২
১২ডুসবুর্গ৩৪১৬১০৩৩৩৭০.৮৯২৩২
১৩কলন৩৪১৩১৫৪৭৫৬০.৮৩৯৩২
১৪হের্টা৩৪১২১৪৩১৩৯০.৭৯৫৩২আন্তঃনগর ফেয়ার্স কাপে উত্তীর্ণ
১৫কাইজারস্লাউটার্ন৩৪১২১৬৪৫৪৭০.৯৫৭৩০
১৬বরুসিয়া ডর্টমুন্ড৩৪১১১৫৪৯৫৪০.৯০৭৩০
১৭নুর্নবার্গ (R)৩৪১১১৪৪৫৫৫০.৮১৮২৯রেগিওনাললিগায় অবনমিত
১৮কিকার্স অফেনবাখ (R)৩৪১০১৬৪২৫৯০.৭১২২৮

ফলাফল

স্বাগতিক \ সফরকারীAACBSCEBSSVWBVBDUISGEHSVH96FCKKOEBMGM60FCBFCNKOFS04VFB
আলেমানিয়া আখেন০–০১–৪২–১০–১৪–০৪–২২–০২–০১–০২–১২–১৪–০২–৪৪–২১–২৪–১১–৩
হের্টা০–১০–০১–০০–০১–১২–০৩–২২–১১–০২–১২–১১–২১–২২–০১–০১–০০–১
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ২–০৩–৩০–৩৪–৩০–০১–০১–০৩–৩৩–০২–১০–০২–১২–৩০–২২–২৩–০১–২
ভেয়ার্ডার ব্রেমেন১–২২–০২–১২–১২–১০–১১–১৩–২২–১৩–১৬–৫৪–১১–০৩–৩২–০১–৩১–০
বরুসিয়া ডর্টমুন্ড৩–১২–২২–১৩–২২–১০–১৩–১১–১২–৩১–১১–৩২–০০–১৩–১৩–০০–১১–০
ডুসবুর্গ১–১২–১১–১২–০২–০১–১০–০০–০০–০০–০১–১৩–৪০–০১–০২–১১–০২–০
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট০–১২–০০–১২–১১–১২–১২–২০–০২–২১–২১–১৩–০১–১৩–০৩–২১–০৩–০
হামবুর্গার৩–০০–০০–০৫–২২–০১–২১–৪১–৪৩–১৩–১২–০২–০২–২৪–২৩–০১–৩২–১
হানোফার ৯৬৫–২১–১১–১১–০১–১১–১১–২২–২০–২৩–০২–৩৩–২১–০২–২২–২১–০১–০
কাইজারস্লাউটার্ন২–১১–০৪–০১–০১–২৩–০২–২০–১০–০৪–০২–০৩–১৩–১১–১২–১১–১১–৩
কলন১–২১–০২–০৩–৩২–১১–১২–১৪–১১–০২–১১–৪০–০১–১৩–০২–১২–০৫–২
বরুসিয়া মনশেনগ্লাডবাখ২–২০–১১–১১–১১–০১–০২–৩১–২৩–২৪–০২–১৩–০১–১১–১৪–১৩–০৪–৪
১৮৬০ মিউনিখ০–০০–১০–১৪–৩২–১২–১১–০৩–৩২–১১–০২–১০–৪০–৩২–০২–০৩–১৩–১
বায়ার্ন মিউনিখ১–১৩–০২–১৬–০৪–১২–২২–০৫–১২–১২–০১–০০–০০–২৩–০৫–১০–০২–০
নুর্নবার্গ১–৪৩–০২–০১–১২–২১–১১–০০–০১–২১–০০–১৪–০৩–০২–০২–২১–১১–১
কিকার্স অফেনবাখ১–১১–০০–১০–৩৪–৩০–০৪–২১–১১–১৪–১৩–১১–০২–৩০–০২–১১–০২–১
শালকে৩–১২–০০–২২–১৪–১১–০২–০২–৩১–১১–০৩–১১–১২–০১–২৪–১৩–০১–১
স্টুটগার্ট৩–১৪–২২–২২–২২–২৩–২২–০৩–০১–০৪–৩৬–১০–৩১–১৩–০২–৩১–০১–১

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
গের্ড মুলারবায়ার্ন মিউনিখ৩০
উভে জেলারহামবুর্গার২৩
ইয়োসিপ স্কোবলারহানোফার ৯৬১৭
ভেয়ার্নার গোরৎসভেয়ার্ডার ব্রেমেন১৫
হারবার্ট লোমেনবরুসিয়া মনশেনগ্লাডবাখ
হার্টমুট ভাইসআইন্ট্রাখট ব্রাউনশভাইগ
কার্ল-হাইনৎস রুহলকলন১৪
বার্ন্ড রুপভেয়ার্ডার ব্রেমেন১৩
হাইনৎস-ডিটার হাসেব্রিঙ্ককাইজারস্লাউটার্ন১২
১০ হাইনৎস-গের্ড ক্লস্টারমানআলেমানিয়া আখেন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন