১৯৯৫ দক্ষিণ এশীয় গোল্ড কাপ

দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা

১৯৯৫ দক্ষিণ এশীয় গোল্ড কাপ ছিল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা দক্ষিণ এশীয় গোল্ড কাপের দ্বিতীয় আসর। এই আসরে দক্ষিণ এশিয়ার ৬টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করার কথা ছিল, তবে মালদ্বীপ এই আসর হতে তাদের নাম প্রত্যাহার করেছিল। এই আসরটি ১৯৯৫ সালের ২৫শে মার্চ হতে ২রা এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছিল।[১][২][৩][৪] ভারত দক্ষিণ এশীয় গোল্ড কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯৩ সালে ৭ পয়েন্ট অর্জন করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে। ২রা এপ্রিল তারিখে কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের সাডেন ডেথে শ্রীলঙ্কা ভারতকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে দক্ষিণ এশীয় গোল্ড কাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।

১৯৯৫ দক্ষিণ এশীয় গোল্ড কাপ
বিবরণ
স্বাগতিক দেশ শ্রীলঙ্কা
শহরকলম্বো
তারিখ২৫ মার্চ – ২ এপ্রিল ১৯৯৫
দল৬ (১টি উপ-কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (১ম শিরোপা)
রানার-আপ ভারত
তৃতীয় স্থান বাংলাদেশ
চতুর্থ স্থান   নেপাল
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১৩ (ম্যাচ প্রতি ১.৮৬টি)
শীর্ষ গোলদাতাশ্রীলঙ্কা মুহাম্মদ আমানুল্লা
(৩টি গোল)

অংশগ্রহণকারী দল

দক্ষিণ এশীয় গোল্ড কাপের এই আসরে দক্ষিণ এশিয়ার ৬টি দল অংশগ্রহণ করার কথা থাকলেও মালদ্বীপ এই আসর হতে তাদের নাম প্রত্যাহার করেছিল। বাংলাদেশ এই আসরে অংশগ্রহণ করার মাধ্যমে দক্ষিণ এশীয় গোল্ড কাপে অভিষেক করেছে।

দলঅংশগ্রহণসেরা সাফল্য
 বাংলাদেশ১মঅভিষেক
 ভারত২য়চ্যাম্পিয়ন (১৯৯৩)
 মালদ্বীপনাম প্রত্যাহার
   নেপাল২য়৩য় স্থান (১৯৯৩)
 পাকিস্তান২য়৪র্থ স্থান (১৯৯৩)
 শ্রীলঙ্কা২য়রানার-আপ (১৯৯৩)

মাঠ

১৯৯৩ সালে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, এই আসরের ম্যাচ আয়োজনের জন্য শ্রীলঙ্কার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামের নাম ঘোষণা করেছিল, যেখানে এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

কলম্বো
সুগাথাদাসা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২৫,০০০[৫]

গ্রুপ পর্ব

এই আসরে অংশগ্রহণকারী ৬টি দলকে ৩টি দল করে দুটি গ্রুপে বিভক্ত করে একক রাউন্ড-রবিন পদ্ধতিতে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। উভয় গ্রুপে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দল সেমি-ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছিল। মালদ্বীপ নিজেদের নাম প্রত্যাহার করায় গ্রুপ বি-এ শুধুমাত্র ভারত এবং শ্রীলঙ্কা অবশিষ্ট ছিল, এর ফলে উভয় দলই পরবর্তী পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিল।

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 বাংলাদেশ+১নকআউট পর্বে উত্তীর্ণ
   নেপাল
 পাকিস্তান−১



নেপাল    ০–২  বাংলাদেশ
প্রতিবেদন
  • মিজানুর  ৮'
  • রাকিব  ২৬'

নেপাল    ২–০  পাকিস্তান
  • মহার্জন  ২০'
  • হরি  ৮৭'
প্রতিবেদন

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 শ্রীলঙ্কা (H)[ক]নকআউট পর্বে উত্তীর্ণ
 ভারত[ক]


শ্রীলঙ্কা  ২–২  ভারত
  • আমানুল্লা  ৬২'৮৭'
প্রতিবেদন

নকআউট পর্ব

নকআউট পর্বে, একটি ম্যাচের ফলাফল যদি পূর্ণ ৯০ মিনিট পর সমতায় থাকে তবে অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট)। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল।

বন্ধনী

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৩১ মার্চ ১৯৯৫ – কলম্বো
 
 
 শ্রীলঙ্কা (অ.স.প.)
 
২ এপ্রিল ১৯৯৫ – কলম্বো
 
   নেপাল
 
 শ্রীলঙ্কা (অ.স.প.)
 
৩১ মার্চ ১৯৯৫ – কলম্বো
 
 ভারত
 
 ভারত (পে.) ০ (৪)
 
 
 বাংলাদেশ ০ (২)
 

সেমি-ফাইনাল

শ্রীলঙ্কা  ২–১ (অ.স.প.)    নেপাল
  • আমানুল্লা  ৪৪'
  • পেরেরা  ১২০'
প্রতিবেদন
  • দীপক  ৫০'

ফাইনাল

পরিসংখ্যান

গোলদাতা

এই প্রতিযোগিতায় ১০ জন খেলোয়াড় ৭টি ম্যাচে ১৩টি গোল করেছেন, যা ম্যাচ প্রতি গড়ে ১.৮৬টি গোল।

৩টি গোল

  • মুহাম্মদ আমানুল্লা

২টি গোল

১টি গোল

  • মিজানুর রহমান
  • রাকিব হোসেন
  • বাল গোপাল মহার্জন
  • হরি খড়কা
  • বাহাদুর অমর্ত্য দীপক
  • জাফর ইকবাল
  • রোশন পেরেরা
  • সারাথ ওয়েলেজ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন