২০২০–২১ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

বাংলাদেশ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা এপ্রিল ও মে ২০২১-এ অনুষ্ঠিত হয়।[১] টেস্ট সিরিজের খেলাগুলো হবে ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার অংশ।[২]

২০২০–২১ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
 শ্রীলঙ্কাবাংলাদেশ
তারিখ২১ এপ্রিল – ৩ মে ২০২১
অধিনায়কদিমুথ করুনারত্নেমমিনুল হক
টেস্ট সিরিজ
ফলাফল২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানদিমুথ করুনারত্নে (৪২৮)তামিম ইকবাল (২৮০)
সর্বাধিক উইকেটপ্রবীন জয়াবিক্রমা (১১)তাসকিন আহমেদ (৮)
তাইজুল ইসলাম (৮)
সিরিজ সেরা খেলোয়াড়দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)

মূলতঃ সিরিজটি ২০২০ এর জুলাই আগস্টে তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য নির্ধারিত ছিল,[৩][৪] কিন্তু কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ এর অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।[৫][৬] ২০২০ এর সেপ্টেম্বরে উভয় ক্রিকেট কন্ট্রল বোর্ড কোয়ারেন্টাইন প্রয়োজনীয়তায় একমত না হওয়ায়, সিরিজটিকে আবারো স্থগিত করা হয়।[৭][৮] ২০২০ এর ডিসেম্বরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটিকে দুটি টেস্ট ম্যাচের সিরিজ হিসাবে ২০২১ এর এপ্রিলে শ্রীলঙ্কা সফরের বিষয়ে বিবেচনা করে।[৯] ২০২১ এর ফেব্রুয়ারিতে, বিসিবি নিশ্চিত করে যে, সফরটি এপ্রিলে অনুষ্ঠিত হবে।[১০] ১৯ মার্চ ২০২১ তারিখে, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সফরসূচী ও তারিখ ঘোষণা করে।[১১]

পটভূমি

২০২০ এর মে মাসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র প্রধান সমন্বয়ক (সিইও) নিজামুদ্দিন চৌধুরী নিশ্চিত করে যে, সিরিজটি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে।[১২] বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান প্রস্তাব করেন যে, তাদের কাছে আইসিসির ইভেন্টসগুলো প্রাধান্য পাবে, এবং আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রথমে কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য অপেক্ষা করবে।[১৩] অতঃপর, ২৪ এপ্রিল ২০২০ সিরিজটিকে মহামারীর কারণে স্থগিত করা হয়।[১৪] ২০২০ এর জুলাইয়ে, উভয় ক্রিকেট বোর্ড সিরিজটিকে অক্টোবর ২০২০-এ পুনঃ নির্ধারণের সম্ভাব্যতা খুজতে শুরু করে।[৬] একই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের স্থগিত হওয়া আরো ৫টি সিরিজের কথা উল্লেখসহ নিশ্চিত কর যে, সিরিজটি পুন নির্ধারণ করা উভয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব।[১৫]

আগস্ট ২০২০-এ, উভয় ক্রিকেট বোর্ড সিরিজটিকে টেস্ট ম্যাচ ও টুয়েন্টি২০ আন্তর্জাতিক সমন্বয়ে খেলার সম্ভাব্যতা খুজতে লাগে এবং সম্ভাব্য তারিখ ২০২০ এর অক্টোবরের পরিকল্পনা করে।[১৬] ১২ আগস্ট ২০২০, বিসিবি নিশ্চিত করে যে, তারা শ্রীলঙ্কা সফর করবে, এবং যাত্রা শুরু হবে ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে।[১৭] ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে, শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করে যে, বাংলাদেশ ক্রিকেট দলকে শ্রীলঙ্কা পৌছে যেকোন প্রকার ট্রেনিং কার্যক্রম শুরুর পূর্বে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।[১৮] পরের দিনেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাইনের সময়সীমা পরিবর্তন করে ১৪ দিনে নিয়ে আসে,[১৯] এবং বিসিবি উক্ত বিষয়ে অসম্মতি প্রকাশ করে, কারণ প্রথম টেস্ট সিরিজ শুরু পূর্বে খেলোয়াড়দের পর্যান্ত অনুশীলন করতে পারবে না কোয়ারেন্টাইনের সময়সীমা বৃদ্ধির কারণে।[২০] উত্তরে, শ্রীলঙ্কা ক্রিকেট প্রস্তাব করে যে, কোয়ারেন্টাইন সময়সীমাকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, যার প্রথম সাত দিন বাংলাদেশে এবং পরবর্তী সাত দিন শ্রীলঙ্কা পৌছার পর সম্পন্ন করতে হবে।[২১]

১৯ সেপ্টেম্বর ২০২০, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২৭ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে সিরিজের পূর্বে প্রস্তুতির জন্য।[২২] অতপর, পরের দিন, একজন খেলোয়াড়ের কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে তার সংস্পর্শে থাকা সকল খেলোয়াড়কে প্রস্তুতি শিবির থেকে বাদ দেয়া হয়।[২৩] ২৮ সেপ্টেম্বর ২০২০, উভয় ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাই বিষয়ে একমত হতে না পারায় সফরটিকে আবারো স্থগিত করা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট সরকার নির্দেশিত কোয়ারেন্টাইন নির্দেশিকামতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে জোর দিচ্ছিল, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোয়ারেন্টাইন সময়সীমা স্বল্প মেয়াদী করতে জোর দিচ্ছিল।[৭]

২০২০ ডিসেম্বরে, বিসিবি শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে সফরটিকে সংক্ষিপ্ত করে এপ্রিল ২০২১-এ শুরুর জন্য আলোচনা আরম্ভ করে।[২৪] পূর্ব-নির্ধারিত তিন টেস্ট সিরিজের খেলাটিকে, দুই টেস্ট সিরিজে সংক্ষিপ্ত করা হয় এবং সাথে সাদা বলের ম্যাচ খেলারও সম্ভাবনা রয়েছে।[২৫] ২০২১ এর ফেব্রুয়ারিতে, বিসিবি সাকিব আল হাসানকে ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ খেলার অনুমতি দিলে, সফর সূচী থেকে তাকে বাদ দেয়া হয়,[২৬] এবং বিসিবি নিশ্চিত করে যে সফরটি এপ্রিলেই অনুষ্ঠিত হবে।[২৭] পরের মাসে বিসিবি ঘোষণা কর যে, ২০২০-২১ জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) প্রতিযোগিতাটিকে শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচগুলোর প্রস্তুতি হিসাবে গন্য করা হবে।[২৮] যদিও, মাত্র দুই রাউন্ড খেলার পরেই কোভিড-১৯ মহামারীর কারণে এনসিএলকে স্থগিত করতে বাধ্য হয় বিসিবি।[২৯] এতো কিছু সংক্ষপ্তকরণের পরেও বিসিবি শ্রীলঙ্কা সফরে আশাবাদী।[৩০] ১২ এপ্রিল ২০২১ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় পৌছে।[৩১]

দলীয় সদস্য

টেস্ট
 শ্রীলঙ্কা[৩২]  বাংলাদেশ[৩৩]

৯ এপ্রিল ২০২১, বিসিবি টেস্ট ম্যাচের জন্য ২১-সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে।[৩৪][৩৫] পরের দিন আন্ত-দলীয় প্রস্তুতি ম্যাচের পর টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল নিশ্চিত করে।[৩৬] শ্রীলঙ্কাও তাদের প্রাথমিক দল ঘোষণা করে,[৩৭] যেখানে বোলার দুষ্মন্ত চামিরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় দল থেকে বাদ পড়ে যায়।[৩৮]

প্রস্তুতিমূলক খেলা

১৭–১৮ এপ্রিল ২০২১
বনাম
৩১৪/৬ঘো (৭৯.২ ওভার)
মুশফিকুর রহিম ৬৬ (৮২)
শুভাগত হোম ১/৪৬ (১১.২ overs)
২২৫ (৭১ ওভার)
লিটন দাস ৬৪
মেহেদী হাসান ৩/৪১
খেলা ড্র
চিল মেরিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কাতুনায়েক
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টস।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২১–২৫ এপ্রিল ২০২১
Scorecard
বনাম
৫৪১/৭ঘো (১৭৩ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১৬৩ (৩৭৮)
বিশ্ব ফার্নান্দো ৪/৯৪ (৩৫ ওভার)
৬৪৮/৮ঘো (১৭৩ ওভার)
দিমুথ করুনারত্নে ২৪৪ (৪৩১)
তাসকিন আহমেদ ১/৩৫ (১২ ওভার)
১০০/২ (৩৩ ওভার)
তামিম ইকবাল ৭৪* (৯৮)
সুরঙ্গা লকমল ২/২১ (৮ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খারাপ আলোর কারণে ২য় দিনের ২৫ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বৃষ্টির কারণে ৫ম দিনের চা বিরতির পর আর কোন খেলা সম্ভব হয়নি।
  • নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি অর্জন করেন। [৩৯]
  • দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা) টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন।[৪০]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট : শ্রীলঙ্কা ২০, বাংলাদেশ ২০।

২য় টেস্ট

২৯ এপ্রিল–৩ মে ২০২১
Scorecard
বনাম
৪৯৩/৭ঘো(১৫৯.২ ওভার)
লাহিরু থিরিমানে ১৪০ (২৯৮)
তাসকিন আহমেদ ৪/১২৭ (৩৪.২ ওভার)
২৫১ (৮৩ ওভার)
তামিম ইকবাল ৯২ (১৫০)
প্রবীন জয়াবিক্রমা ৬/৯২ (৩২ ওভার)
১৯৪/৯ঘো (৪২.২ ওভার)
দিমুথ করুনারত্নে ৬৬ (৭৮)
তাইজুল ইসলাম ৫/৭২ (১৯.২ ওভার)
২৭৭ (৭১ ওভার)
মুশফিকুর রহিম ৪০ (৬৩)
প্রবীন জয়াবিক্রমা ৫/৮৬ (৩২ ওভার)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন