২০২১–২২ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

দক্ষিণ আফ্রিকা পুুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে গণ্য হয়।[৩][৪]

২০২১–২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
 শ্রীলঙ্কাদক্ষিণ আফ্রিকা
তারিখ২ সেপ্টেম্বর ২০২১ – ১৪ সেপ্টেম্বর ২০২১
অধিনায়কদাসুন শানাকাতেম্বা বাভুমা (ওডিআই)
কেশব মহারাজ (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানচরিত আশালংকা (১৯৬)ইয়ানেমান মালান (১৬২)
সর্বাধিক উইকেটমহেশ তীক্ষণ (৪)
দুষ্মন্ত চামিরা (৪)
ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৪)
তাবরাইজ শামসি (৮)
সিরিজ সেরা খেলোয়াড়চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানদিনেশ চান্দিমাল (৭১)কুইন্টন ডে কক (১৫৩)
সর্বাধিক উইকেটওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৩)বিয়র্ন ফরটুইন (৫)
সিরিজ সেরা খেলোয়াড়কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)

সফরটি প্রাথমিকভাবে ২০২০ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারি সফরটিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি দে সিলভাক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রেইম স্মিথ দুজনেই উল্লেখ করেন যে তাঁদের অনুশীলনের জন্য যথেষ্ট সময় প্রয়োজন।[৫] ২০২০ সালের ২০ এপ্রিল উভয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করে যে মহামারির কারণে সফরটি স্থগিত করা হয়েছে।[৬][৭] ২০২০ সালের ১ আগস্ট গ্রেইম স্মিথ নিশ্চিত করেন যে ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সঙ্গে তারিখ সংক্রান্ত ঝামেলার কারণে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।[৮]

২০২১ সালের ৩০ জুলাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করে যে সিরিজের সবগুলো ম্যাচ রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জৈবসুরক্ষিত বুদ্‌বুদের মধ্যে অনুষ্ঠিত হবে।[৯]

ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়।[১০] টি২০আই সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করতে সক্ষম হয়।[১১]

দলীয় সদস্য

 শ্রীলঙ্কা  দক্ষিণ আফ্রিকা
ওডিআই ও টি২০আই[১২]ওডিআই[১৩]টি২০আই[১৪]

২০২১ সালের ২২ আগস্ট শ্রীলঙ্কা ক্রিকেট দাসুন শানাকাকে অধিনায়ক করে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[১৫][১৬] শ্রীলঙ্কা ওডিআই ও টি২০আই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা না করে পুরো সফরের জন্য ২২ সদস্যের একটি মিলিত দল ঘোষণা করে।[১৭]

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার কারণে জুনিয়র দালা দক্ষিণ আফ্রিকার ওডিআই দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে লুথো সিপামলাকে দলে নেয়া হয়।[১৮] প্রথম ওডিআই ম্যাচে খেলার সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার আঙুলে চিড় ধরায় তিনি সিরিজের বাকি ম্যাচগুলো হতে ছিটকে যান।[১৯] কেশব মহারাজকে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই-এর জন্য অধিনায়ক ঘোষণা করা হয়।[২০]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩০০/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৮৬/৬ (৫০ ওভার)
অভিষ্কা ফার্নান্দো ১১৮ (১১৫)
কেশব মহারাজ ২/৩০ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।

২য় ওডিআই

৪ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৮৩/৬ (৪৭ ওভার)
 শ্রীলঙ্কা
১৯৭ (৩৬.৪ ওভার)
চরিত আশালংকা ৭৭ (৬৯)
তাব্রাইজ শামসী ৫/৪৯ (৭.৪ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৭ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ৪১ ওভারে ২৬৫ নির্ধারণ করা হয়।
  • জর্জ লিন্ডা (দক্ষিণ আফ্রিকা)-এর ওডিআই অভিষেক হয়।
  • কেশব মহারাজ ওডিআই ক্রিকেটে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেন।[২১]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

৭ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২০৩/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২৫ (৩০ ওভার)
চরিত আশালংকা ৪৭ (৭১)
কেশব মহারাজ ৩/৩৮ (১০ ওভার)
হেইনরিখ ক্লাসেন ২২ (৩০)
মহেশ তীক্ষণ ৪/৩৭ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৭৮ রানে জয়ী
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

১০ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৬৩/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৩৫/৬ (২০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা) ও কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

১২ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১০৩ (১৮.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১০৫/১ (১৪.১ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রবীণ জয়বিক্রমা (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

১৪ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২০/৮ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১২১/০ (১৪.৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন