২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডআয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলার জন্য ইংল্যান্ড ও ওয়েলস সফর করে।[১][২] দলটি ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট, একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[৩] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৪] ইংল্যান্ডের বিপক্ষে টি২০আই ও টেস্ট সিরিজের মধ্যে দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচও খেলে।[৫]

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[৬] ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি২০আই সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়।[৭] আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০আই সিরিজটিতে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৮] টেস্ট সিরিজটিতে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৯]

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর
 
 ইংল্যান্ডদক্ষিণ আফ্রিকা
তারিখ১৯ জুলাই ২০২২ – ১২ সেপ্টেম্বর ২০২২
অধিনায়কবেন স্টোকস (টেস্ট)
জস বাটলার (ওডিআই ও টি২০আই)
ডিন এলগার (টেস্ট)
কেশব মহারাজ (ওডিআই)
ডেভিড মিলার (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানঅলি পোপ (১৭৯)সরেল এরভে (১২৭)
সর্বাধিক উইকেটস্টুয়ার্ট ব্রড (১৪)কাগিসো রাবাদা (১৪)
সিরিজ সেরা খেলোয়াড়বেন স্টোকস (ইংল্যান্ড)
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রানজনি বেয়ারস্টো (৯১)র‌্যাসি ফন ডের ডুসেন (১৬০)
সর্বাধিক উইকেটআদিল রশিদ (৪)আনরিখ নর্টখে (৬)
সিরিজ সেরা খেলোয়াড়র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানজনি বেয়ারস্টো (১৪৭)রেজা হেনড্রিকস (১৮০)
সর্বাধিক উইকেটরিচার্ড গ্লিসন (৪)তাবরাইজ শামসি (৮)
সিরিজ সেরা খেলোয়াড়রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)

চোটের কারণে সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা সফরে খেলতে অসমর্থ হওয়ায় ওডিআই ও টি২০আই দলে যথাক্রমে কেশব মহারাজডেভিড মিলারকে অধিনায়ক নির্বাচন করে দক্ষিণ আফ্রিকা ২০২২ সালের জুন মাসে নিজেদের দল ঘোষণা করে।[১০][১১] ২০২২ সালের ১৮ জুলাই ইংল্যান্ডের বেন স্টোকস ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলার পর ফরম্যাটটি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।[১২][১৩]

দলীয় সদস্য

 ইংল্যান্ড  দক্ষিণ আফ্রিকা
টেস্ট[১৪]ওডিআই[১৫]টি২০আই[১৬]টেস্ট[১৭]ওডিআই[১৮]টি২০আই[১৯]

চোটের কারণে ডুয়ান অলিভিয়ের দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে ছিটকে যান।[২০] তাঁর বদলি হিসেবে ভিয়ান মুল্ডারের নাম ঘোষণা করা হয়।[২১] তৃতীয় টেস্ট ম্যাচের আগে চোট পেয়ে জনি বেয়ারস্টো ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে বেন ডাকেটকে দলে যুক্ত করা হয়।[২২]

প্রস্তুতিমূলক ম্যাচ

ওডিআই সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা দল ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে।[২৩] টেস্ট সিরিজের আগে দুই দল আরেকটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেয়।[২৪]

১২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা একাদশ 
৩১৮/৯ (৫০ ওভার)
বনাম
ইংল্যান্ড লায়নস
৩২১/৪ (৩৭.১ ওভার)
ইয়ানেমান মালান ১০৩ (১১৬)
ডেভিড পেইন ৪/৩৯ (৮ ওভার)
উইল স্মিড ৯০ (৫৬)
আন্দিলে পেখলুকোয়াইয়ো ২/৪৫ (৫ ওভার)
ইংল্যান্ড লায়নস ৬ উইকেটে জয়ী
কাউন্টি মাঠ, টনটন
আম্পায়ার: অ্যান্থনি হ্যারিস (ইংল্যান্ড) ও নিক কুক (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা একাদশ 
৩৬০/৭ (৫০ ওভার)
বনাম
ইংল্যান্ড লায়নস
২৫৩ (৩৮.২ ওভার)
হাইনরিখ ক্লাসেন ১২৩ (৮৫)
স্যাম কুক ৩/৫৬ (১০ ওভার)
স্টিফেন এস্কিনাজি ৭৯ (৭৪)
তাবরাইজ শামসি ৩/৬৬ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা একাদশ ১০৭ রানে জয়ী
নিউ রোড, উরস্টার
আম্পায়ার: নিক কুক (ইংল্যান্ড) ও সুরেন্দ্রন শণমুখম (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইল স্মিড ও জেক লিন্টট (ইংল্যান্ড লায়নস)-এর লিস্ট এ অভিষেক হয়।

৯–১২ আগস্ট ২০২২
স্কোরকার্ড
৪৩৩ (১২৪.৩ ওভার)
খায়া জোন্দো ৮৬ (১৬৬)
ক্রেইগ ওভারটন ৫/৭৪ (২৯ ওভার)
৬৭২ (১১৭ ওভার)
বেন ডাকেট ১৪৫ (১৬৮)
এইডেন মার্করাম ৬/৯১ (১৬ ওভার)
১৮৩ (৬৪.৪ ওভার)
এইডেন মার্করাম ৮৮* (১৬৯)
স্যামুয়েল কনারস ৪/২৫ (৯.৪ ওভার)
ইংল্যান্ড লায়নস ইনিংস ও ৫৬ রানে জয়ী
সেন্ট লরেন্স মাঠ, ক্যান্টারবেরি
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সুরেন্দ্রন শণমুখম (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৯ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৩৩/৫ (৫০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
২৭১ (৪৬.৫ ওভার)
জো রুট ৮৬ (৭৭)
আনরিখ নর্টখে ৪/৫৩ (৮.৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়ী
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: মাইকেল বার্নস (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই

২২ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২০১ (২৮.১ ওভার)
বনাম
 দক্ষিণ আফ্রিকা
৮৩ (২০.৪ ওভার)
হাইনরিখ ক্লাসেন ৩৩ (৪০)
আদিল রশিদ ৩/২৯ (৬ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২৯ ওভারে খেলা হয়।

৩য় ওডিআই

২৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৫৯/২ (২৭.৪ ওভার)
বনাম
কুইন্টন ডে কক ৯২* (৭৬)
ডেভিড উইলি ১/১৯ (৪ ওভার)
ফলাফল হয়নি
হেডিংলি ক্রিকেট মাঠ, লিডস
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৭ জুলাই ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৩৪/৬ (২০ ওভার)
বনাম
 দক্ষিণ আফ্রিকা
১৯৩/৮ (২০ ওভার)
ত্রিস্টান স্টাবস ৭২ (২৮)
রিচার্ড গ্লিসন ৩/৫১ (৪ ওভার)
ইংল্যান্ড ৪১ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলি (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুংগিসানি ন্‌গিদি (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৬]

২য় টি২০আই

২৮ জুলাই ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২০৭/৩ (২০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
১৪৯ (১৬.৪ ওভার)
রাইলি রুশো ৯৬* (৫৫)
মঈন আলি ১/১৭ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫৮ রানে জয়ী
সোফিয়া গার্ডেনস, কার্ডিফ
আম্পায়ার: ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

৩১ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৯১/৫ (২০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
১০১ (১৬.৪ ওভার)
রেজা হেনড্রিকস ৭০ (৫০)
ডেভিড উইলি ৩/২৫ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯০ রানে জয়ী
রোজ বোল, ওয়েস্ট এন্ড
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৭]

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৭–২১ আগস্ট ২০২২
স্কোরকার্ড
১৬৫ (৪৫ ওভার)
অলি পোপ ৭৩ (১০২)
কাগিসো রাবাদা ৫/৫২ (১৯ ওভার)
৩২৬ (৮৯.১ ওভার)
সরেল এরভে ৭৩ (১৪৬)
স্টুয়ার্ট ব্রড ৩/৭১ (১৯.১ ওভার)
১৪৯ (৩৭.৪ ওভার)
স্টুয়ার্ট ব্রড ৩৫ (২৯)
আনরিখ নর্টখে ৩/৪৭ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ৫৮ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ইংল্যান্ড ০।

২য় টেস্ট

২৫–২৯ আগস্ট ২০২২
স্কোরকার্ড
১৫১ (৫৩.২ ওভার)
কাগিসো রাবাদা ৩৬ (৭২)
জেমস অ্যান্ডারসন ৩/৩২ (১৫ ওভার)
৪১৫/৯ঘো (১০৬.৪ ওভার)
বেন ফোকস ১১৩* (২১৭)
আনরিখ নর্টখে ৩/৮২ (২০ ওভার)
১৭৯ (৮৫.১ ওভার)
কিগান পিটারসেন ৪২ (১৫৯)
অলি রবিনসন ৪/৪৩ (১৫.১ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০।

৩য় টেস্ট

৮–১২ সেপ্টেম্বর ২০২২
স্কোরকার্ড
১১৮ (৩৬.২ ওভার)
মার্কো ইয়ানসেন ৩০ (৫৯)
অলি রবিনসন ৫/৪৯ (১৪ ওভার)
১৫৮ (৩৬.২ ওভার)
অলি পোপ ৬৭ (৭৭)
মার্কো ইয়ানসেন ৫/৩৫ (১২.২ ওভার)
১৬৯ (৫৬.২ ওভার)
ডিন এলগার ৩৬ (৫৯)
বেন স্টোকস ৩/৩৯ (১৩ ওভার)
১৩০/১ (২২.৩ ওভার)
জ্যাক ক্রলি ৬৯* (৫৭)
কাগিসো রাবাদা ১/৫৭ (১১ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
দি ওভাল, লন্ডন
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: অলি রবিনসন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে দ্বিতীয় দিনের খেলা বাতিল করা হয়।[২৮]
  • তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ২৭.২ ওভার ও ১৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • হ্যারি ব্রুক (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৯]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০।

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

২০২২ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা
 
 আয়ারল্যান্ডদক্ষিণ আফ্রিকা
তারিখ৩ আগস্ট ২০২২ – ৫ আগস্ট ২০২২
অধিনায়কঅ্যান্ড্রু ব্যালবার্নিডেভিড মিলার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানলরকান টাকার (৭৮)রেজা হেনড্রিকস (১১৬)
সর্বাধিক উইকেটগ্যারেথ ডেলানি (৪)ওয়েন পার্নেল (৭)
সিরিজ সেরা খেলোয়াড়রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড[৩০]  দক্ষিণ আফ্রিকা[৩১]

সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড দলে ক্রেইগ ইয়াং-এর পরিবর্তে গ্রাহাম হিউমকে নেয়া হয়।[৩২] গোড়ালির চোটে কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান।[৩৩]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৩ আগস্ট ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২১১/৫ (২০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
১৯০/৯ (২০ ওভার)
রেজা হেনড্রিকস ৭৪ (৫৩)
গ্যারেথ ডেলানি ২/৩১ (৩ ওভার)
লরকান টাকার ৭৮ (৩৮)
কেশব মহারাজ ২/২৯ (৪ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

৫ আগস্ট ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৮২/৬ (২০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
১৩৮ (১৮.৫ ওভার)
রেজা হেনড্রিকস ৪২ (৪০)
গ্যারেথ ডেলানি ২/২৪ (৪ ওভার)
হ্যারি টেকটর ৩৪ (৩১)
ওয়েন পার্নেল ৫/৩০ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: পল রেনল্ডস (আয়ারল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন