টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হচ্ছে একটি বার্ষিক টেলিভিশন পুরস্কার। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। এই পুরস্কারটি টেলিভিশন ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে কোন বছরে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ২৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার আয়োজনে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় এবং ১৯৭১ সালের ৫ই ফেব্রুয়ারি প্রদত্ত এই পুরস্কারে ম্যানিক্স-এ অভিনয়ের জন্য গেইল ফিশার সর্বপ্রথম এই পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালের পূর্বে এটি সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন ধারাবাহিক নামে প্রদান করা হত।

গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র)
বিবরণটেলিভিশন ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে কোন বছরে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের স্বীকৃতি
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত৫ ফেব্রুয়ারি ১৯৭১
বর্তমানে আধৃতপ্যাট্রিশিয়া ক্লার্কসন
(শার্প অবজেক্টস (২০১৮)-এর জন্য)
ওয়েবসাইটgoldenglobes.org

বিজয়ী ও মনোনীতদের তালিকা

গেইল ফিশার এই বিভাগের প্রথম বিজয়ী, এরপর তিনি আরও দুটি মনোনয়ন পেয়েছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলি জর্জ ওয়ালেস (১৯৯৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
ভানেসা রেডগ্রেভ ইফ দিজ ওয়ালস কুড টক ২ (২০০০)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
কিম কাট্র্যাল সেক্স অ্যান্ড দ্য সিটি (২০০২)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
জেসিকা ল্যাং আমেরিকান হরর স্টোরি: মার্ডার হাউজ (২০১১)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন ধারাবাহিক

১৯৭০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাঅনুষ্ঠানচ্যানেলসূত্র
১৯৭০গেইল ফিশারপেগি ফেয়ারম্যানিক্সসিবিএস
ক্যারেন ভ্যালেন্টাইনরুম ২২২এবিসি
মিয়োশি উমেকিদ্য কোর্টশিপ অফ এডি'স ফাদার
লেসলি অ্যান ওয়ারেনমিশন: ইম্পসিবলসিবিএস
সু অ্যান ল্যাঙ্গডনআর্নি

সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র

১৯৮০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাঅনুষ্ঠানচ্যানেলসূত্র
১৯৮০ভালেরি বারতিনেল্লিবারবারা কুপারওয়ান ডে অ্যাট আ টাইমসিবিএস[১]
ডায়ান ল্যাডইজাবেল ডুপ্রিঅ্যালিস
১৯৮১ভালেরি বারতিনেল্লিবারবারা কুপারওয়ান ডে অ্যাট আ টাইমসিবিএস[২]
১৯৮২শেলি লংডায়ান চ্যাম্বার্সচিয়ার্সএনবিসি[৩]
১৯৮৩বারবারা স্ট্যানউইকম্যারি কারসনদ্য থর্ন বার্ডসএবিসি[৪]
১৯৮৪ফেই ডানাওয়েমদ চার্তেরিসঅ্যালিস আইল্যান্ডসিবিএস[৫]
১৯৮৫সিলভিয়া সিডনিবিয়াত্রিস ম্যাকেনাঅ্যান আর্লি ফ্রস্টএনবিসি[৬]
১৯৮৬অলিভিয়া ডা হ্যাভিলন্ডডোয়াগের এম্প্রেস মারিয়াআনাস্তাসিয়া: দ্য মিস্ট্রি অব অ্যানাএনবিসি[৭]
১৯৮৭ক্লডেট কোলবার্টঅ্যালিস গ্রিনভিলদ্য টু মিসেস গ্রিনভিলএনবিসি[৮]
১৯৮৮ক্যাথরিন হেলমন্ডমোনা রবিনসনহুজ দ্য বেস্টএবিসি[৯]
১৯৮৯অ্যামি ম্যাডিগানসারা ওয়েডিংটনরো ভার্সাস ওয়েডএনবিসি[১০]

২০০০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাঅনুষ্ঠানচ্যানেলসূত্র
২০০০ভানেসা রেডগ্রেভএডিথ ট্রিইফ দ্য ওয়ালস কুড টকএইচবিও[১১]
২০০১রেচেল গ্রিফিথসব্রেন্ডা সেনোউইথসিক্স ফিট আন্ডারএইচবিও[১২]
২০০২কিম কাট্র্যালসামান্থা জোন্সসেক্স অ্যান্ড দ্য সিটিএইচবিও[১৩]
২০০৩ম্যারি-লুইস পার্কারহার্পার পিটঅ্যাঞ্জেল্‌স ইন আমেরিকানএইচবিও[১৪]
২০০৪অ্যাঞ্জেলিকা হিউস্টনক্যারি চ্যাপম্যান ক্যাটআয়রন জয়ড অ্যাঞ্জেল্‌সএইচবিও[১৫]
২০০৫সান্ড্রা ওডক্টর ক্রিস্টিনা ইয়াংগ্রেস অ্যানাটমিএবিসি[১৬]
২০০৬এমিলি ব্লান্টনাতাশা ওয়ার্নারগিডন্স ডটারবিবিসি আমেরিকা[১৭]
২০০৭সামান্থা মর্টনমিরা হিন্ডলিলংফোর্ডএইচবিও[১৮]
২০০৮লরা ডার্নক্যাথরিন হ্যারিসরিকাউন্টএইচবিও[১৯]
২০০৯ক্লোই সেভাইনিনিকোলেট "নিকি" গ্র্যান্টবিগ লাভএইচবিও[২০]

২০১০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাঅনুষ্ঠানচ্যানেলসূত্র
২০১০জেন লিঞ্চসু সিলভেস্টারগ্লিফক্স[২১]
২০১১জেসিকা ল্যাংকনস্ট্যান্স ল্যাংডনআমেরিকান হরর স্টোরি: মার্ডার হাউজএফএক্স[২২]
২০১২ম্যাগি স্মিথভায়োলেট ক্রলি,
গ্র্যান্থামের ডোয়াগের কাউন্টেস
ডাউনটাউন অ্যাবিপিবিএস[২৩]
২০১৩জ্যাকলিন বিসেটলেডি লাভোনিয়াড্যান্সিং অন দি এজস্টারজ[২৪]
২০১৪জোয়ান ফ্রোগ্যাটঅ্যামি বেট্‌সডাউনটাউন অ্যাবিপিবিএস[২৫]
২০১৫মরা টায়ার্নিহেলেন সোলোওয়েদি অ্যাফেয়ারশোটাইম[২৬]
২০১৬অলিভিয়া কলম্যানঅ্যাঞ্জেলা বারদ্য নাইট ম্যানেজারএএমসি[২৭]
২০১৭লরা ডার্নরেনেটা ক্লিনবিগ লিটল লাইজএইচবিও[২৮]
২০১৮প্যাট্রিশিয়া ক্লার্কসনঅ্যাডোরা ক্রেলিনশার্প অবজেক্টসএইচবিও[২৯]

২০২০-এর দশক

বছরঅভিনেত্রীভূমিকাঅনুষ্ঠানচ্যানেলসূত্র
২০২০
(৭৮তম)
অ্যানি মার্ফিঅ্যালেক্সিস রোজশিট্‌স ক্রিকপপ টিভি[৩০]
জিলিয়ান অ্যান্ডারসনমার্গারেট থ্যাচারদ্য ক্রাউননেটফ্লিক্স
জুলিয়া গার্নাররুথ ল্যাংমোরওজার্ক
সিনথিয়া নিক্সনগুয়েন্ডোলিন ব্রিগসর‍্যাচেড
হেলেনা বোনাম কার্টারপ্রিন্সেস মার্গারেটদ্য ক্রাউন

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী