বিষয়বস্তুতে চলুন

মোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোঁপালিয়ে
পূর্ণ নামমোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব
ডাকনামলা পাইয়াদ
সংক্ষিপ্ত নামএমএইচএসসি
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৫ বছর আগে (1919) স্তাদ ওলাঁপিক মোঁপালিয়েরাঁ হিসেবে
মাঠস্তাদ দে লা মসোঁ
ধারণক্ষমতা৩২,৯০০
সভাপতিফ্রান্স লরঁ নিকোলাঁ
ম্যানেজারআর্মেনিয়া মিচেল ডার জাকেরিয়ান
লিগলীগ ১
২০১৯–২০৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

মোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব (ফরাসি উচ্চারণ: ​[mɔ̃pəlje eʁo spɔʁ klœb]; সাধারণত মোঁপালিয়ে এইচএসসি অথবা শুধুমাত্র মোঁপালিয়ে নামে পরিচিত) হচ্ছে অকসিতানির মোঁপালিয়ে ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯১৯ সালে স্তাদ ওলাঁপিক মোঁপালিয়েরাঁ (এসওএম) নামে প্রতিষ্ঠিত হয়েছে। মোঁপালিয়ে এইচএসসি তাদের সকল হোম ম্যাচ মোঁপালিয়ের স্তাদ দে লা মসোঁয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩২,৯০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিচেল ডার জাকেরিয়ান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন লরঁ নিকোলাঁ। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় ভিতোরিনো হিলতন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

১৯৮৯ সাল পর্যন্ত বিভিন্ন নামে খেলার পরে, এই ক্লাবটির তাদের নামটি বর্তমান রূপে পরিবর্তন করে। ফরাসি ফুটবলের প্রথম লীগ স্তরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে মোঁপালিয়ে। মার্সেই, রেনে এবং নিসের পাশাপাশি মোঁপালিয়ে ১৯৩২–৩৩ মৌসুমে (উদ্বোধনী মৌসুমে) খেলা ক্লাবগুলোর মধ্যে অন্যতম এবং এখনও প্রথম স্তরের খেলছে। এই ক্লাবটি ২০১১–১২ মৌসুমে প্রথমবারের মতো লীগ ১-এর শিরোপা জয়লাভ করেছিল। এপর্যন্ত মোঁপালিয়ে ৩টি লীগ ২, ২টি কুপ দে ফ্রান্স এবং ১টি কুপ দে লা লীগ শিরোপা জয়লাভ করেছে।

অর্জন

ঘরোয়া

  • লীগ ১
    • চ্যাম্পিয়ন (১): ২০১১–১২
  • লীগ ২
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৪৫–৪৬, ১৯৬০–৬১, ১৯৮৬–৮৭
  • কুপ দে ফ্রান্স
    • চ্যাম্পিয়ন (২): ১৯২৮—২৯, ১৯৮৯–৯০
    • রানার-আপ (২): ১৯৩০—৩১, ১৯৯৩–৯৪
  • কুপ দে লা লীগ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯২
    • রানার-আপ (২): ১৯৯৪, ২০১০–১১
  • দিভিওজিওঁ দ'অনার (লংগদক-রুসিওঁ)
    • চ্যাম্পিয়ন (২): ১৯৮১, ১৯৯২[১]

ইউরোপ

  • উয়েফা ইন্টারটোটো কাপ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯৯

অন্যান্য

  • দিভিওজিওঁ দ'অনার (দক্ষিণ পূর্ব)
    • চ্যাম্পিয়ন (৩): ১৯২৮, ১৯৩২, ১৯৭৬

অনূর্ধ্ব-১৯

  • কুপ গাম্বারদেলা
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৯৬, ২০০৯, ২০১৭
    • রানার-আপ (৩): ১৯৮৪, ১৯৮৫, ১৯৯৭

তথ্যসূত্র

বহিসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন