মোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব

মোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব (ফরাসি উচ্চারণ: ​[mɔ̃pəlje eʁo spɔʁ klœb]; সাধারণত মোঁপালিয়ে এইচএসসি অথবা শুধুমাত্র মোঁপালিয়ে নামে পরিচিত) হচ্ছে অকসিতানির মোঁপালিয়ে ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯১৯ সালে স্তাদ ওলাঁপিক মোঁপালিয়েরাঁ (এসওএম) নামে প্রতিষ্ঠিত হয়েছে। মোঁপালিয়ে এইচএসসি তাদের সকল হোম ম্যাচ মোঁপালিয়ের স্তাদ দে লা মসোঁয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩২,৯০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিচেল ডার জাকেরিয়ান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন লরঁ নিকোলাঁ। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় ভিতোরিনো হিলতন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মোঁপালিয়ে
পূর্ণ নামমোঁপালিয়ে এরো স্পোর্ট ক্লাব
ডাকনামলা পাইয়াদ
সংক্ষিপ্ত নামএমএইচএসসি
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৫ বছর আগে (1919) স্তাদ ওলাঁপিক মোঁপালিয়েরাঁ হিসেবে
মাঠস্তাদ দে লা মসোঁ
ধারণক্ষমতা৩২,৯০০
সভাপতিফ্রান্স লরঁ নিকোলাঁ
ম্যানেজারআর্মেনিয়া মিচেল ডার জাকেরিয়ান
লিগলীগ ১
২০১৯–২০৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

১৯৮৯ সাল পর্যন্ত বিভিন্ন নামে খেলার পরে, এই ক্লাবটির তাদের নামটি বর্তমান রূপে পরিবর্তন করে। ফরাসি ফুটবলের প্রথম লীগ স্তরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে মোঁপালিয়ে। মার্সেই, রেনে এবং নিসের পাশাপাশি মোঁপালিয়ে ১৯৩২–৩৩ মৌসুমে (উদ্বোধনী মৌসুমে) খেলা ক্লাবগুলোর মধ্যে অন্যতম এবং এখনও প্রথম স্তরের খেলছে। এই ক্লাবটি ২০১১–১২ মৌসুমে প্রথমবারের মতো লীগ ১-এর শিরোপা জয়লাভ করেছিল। এপর্যন্ত মোঁপালিয়ে ৩টি লীগ ২, ২টি কুপ দে ফ্রান্স এবং ১টি কুপ দে লা লীগ শিরোপা জয়লাভ করেছে।

অর্জন

ঘরোয়া

  • লীগ ১
    • চ্যাম্পিয়ন (১): ২০১১–১২
  • লীগ ২
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৪৫–৪৬, ১৯৬০–৬১, ১৯৮৬–৮৭
  • কুপ দে ফ্রান্স
    • চ্যাম্পিয়ন (২): ১৯২৮—২৯, ১৯৮৯–৯০
    • রানার-আপ (২): ১৯৩০—৩১, ১৯৯৩–৯৪
  • কুপ দে লা লীগ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯২
    • রানার-আপ (২): ১৯৯৪, ২০১০–১১
  • দিভিওজিওঁ দ'অনার (লংগদক-রুসিওঁ)
    • চ্যাম্পিয়ন (২): ১৯৮১, ১৯৯২[১]

ইউরোপ

  • উয়েফা ইন্টারটোটো কাপ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯৯

অন্যান্য

  • দিভিওজিওঁ দ'অনার (দক্ষিণ পূর্ব)
    • চ্যাম্পিয়ন (৩): ১৯২৮, ১৯৩২, ১৯৭৬

অনূর্ধ্ব-১৯

  • কুপ গাম্বারদেলা
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৯৬, ২০০৯, ২০১৭
    • রানার-আপ (৩): ১৯৮৪, ১৯৮৫, ১৯৯৭

তথ্যসূত্র

বহিসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ