অ্যাডাম পিটি

যুক্তরাজ্যের সাঁতারু

অ্যাডাম পিটি (ইংরেজি: Adam Peaty; জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৯৪) আটোজেটার এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট প্রতিযোগিতাধর্মী ইংরেজ সাঁতারু। বুকসাঁতারে তিনি তার দক্ষতা প্রদর্শন করে চলেছেন। ১০০ মিটার বুকসাঁতারের বর্তমান বিশ্বরেকর্ডের অধিকারী তিনি। অলিম্পিক গেমস, ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ ও ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে গ্রেট ব্রিটেনের এবং কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও ২০১৬ সালের রিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জয় করেছেন তিনি। ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে[২] সাঁতারের পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক[৩] এবং মিশ্র ৪×১০০ মিটার মেডলি রিলে বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৪][৫][৬][৭]

অ্যাডাম পিটি
২০১৬ অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জয়ের পর অ্যাডাম পিটি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যাডাম পিটি
জাতীয় দল গ্রেট ব্রিটেন
জন্ম (1994-12-28) ২৮ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
আটোজেটার, ইংল্যান্ড
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১৯১ সেমি)
ওজন১৮৯ পাউন্ড (৮৬ কেজি)
ক্রীড়া
ক্রীড়াসাঁতার
ক্লাবসিটি অব ডার্বি
প্রশিক্ষকমেল মার্শাল[১]
পদকের তথ্য
 গ্রেট ব্রিটেন-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৬ রিও দি জেনেরিও১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০২০ টোকিও১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০২০ টোকিও৪×১০০ মিটার মেডলি রিলে
বিশ্ব চ্যাম্পিয়নশীপ (এলসি)
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৫ কাজান৫০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৫ কাজান১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৫ কাজান৪×১০০ মিটার মিশ্র মিডলে
বিশ্ব চ্যাম্পিয়নশীপ (এসসি)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৪ দোহা৫০ মিটার ব্রেস্টস্ট্রোক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৪ দোহা১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৪ দোহা৪×৫০ মিটার মিশ্র মিডলে
ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ (এলসি)
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ বার্লিন৫০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ বার্লিন১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ বার্লিন৪×১০০ মিটার মিডলে
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ বার্লিন৪×১০০ মিটার মিশ্র মিডলে
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৬ লন্ডন৫০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৬ লন্ডন১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৬ লন্ডন৪×১০০ মিটার মিডলে
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৬ লন্ডন৪×১০০ মিটার মিশ্র মিডলে
ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ (এসসি)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৫ নেতানিয়া৫০ মিটার ব্রেস্টস্ট্রোক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৫ নেতানিয়া১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
 ইংল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ গ্লাসগো১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৪ গ্লাসগো৪×১০০ মিটার মিডলে
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৪ গ্লাসগো৫০ মিটার ব্রেস্টস্ট্রোক

প্রারম্ভিক জীবন

স্টাফোর্ডশায়ারের আট্টোজেটার এলাকায় জন্মগ্রহণকারী পিটি পেইনস্লে ক্যাথলিক কলেজ ও ডার্বি কলেজে অধ্যয়ন করেন।[৮] শৈশবে জলভীতি তার মনে কাজ করে ও স্নান করতে ভয় পেতেন।[৯]

ডার্বি সিটি সুইমিং ক্লাবে প্রশিক্ষণ গ্রহণ করেন। সাবেক অলিম্পিক সাঁতারু মেলানি মার্শাল তাকে কোচিং করাতেন। ডার্বিশায়ারের রেপটন গ্রামে অবস্থিত সহশিক্ষাক্রমিক বোর্ডিং স্বাধীন স্কুলরূপে পরিচিত রেপটন স্কুলে সপ্তাহে আটবার প্রশিক্ষণ নেন তিনি। এছাড়াও দুই মেয়াদে লাফবোরা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছেন।[১০] ১৪ বছর বয়সে পিটি'র ফ্রিস্টাইলে ক্রীড়াশৈলী মার্শালের মনঃপুত হয়নি। কিন্তু, ব্রেস্টস্ট্রোকে তার বিশেষ কিছু গুণের সন্ধান পান তিনি।[১১]

ডেনমার্কের হার্নিংয়ে অনুষ্ঠিত ইউরোপীয় শর্ট কোর্স চ্যাম্পিয়নশীপের মাধ্যমে বড়দের বিভাগে অংশগ্রহণ ঘটে তার। সেখানে তিনটি বিষয়ে নিজস্ব সেরা ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।[১২]

খেলোয়াড়ী জীবন

পিটি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন, ২০১৪ ও ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং ২০১৪ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়ন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০১৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন তিনি। গ্রেট ব্রিটেনের সদস্যরূপে মিশ্র মিডলে রিলে শিরোপা জয় করেন। ৫ আগস্ট, ২০১৫ তারিখ পর্যন্ত তিনটে বিষয়ের সবকটিতেই বিশ্বরেকর্ডের অধিকারী তিনি। প্রথম সাঁতারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশীপের এক আসরের স্প্রিন্ট ব্রেস্টস্ট্রোক উভয় বিভাগের শিরোপা লাভ করেন। এছাড়াও, এক বিশ্ব চ্যাম্পিয়নশীপে সর্বাপেক্ষা সফলতম ব্রিটিশ সাঁতারু তিনি।

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে অংশ নেন তিনি। ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক এবং ৪×১০০ মিটার মিডলে রিলে - এ চারটি বিষয়ে তার অংশগ্রহণ ছিল।[৮] তন্মধ্যে ফাইনালে দক্ষিণ আফ্রিকান ক্যামেরন ফন দার বার্গের তুলনায় ০.০২ সেকেন্ডের ব্যবধানে ২৬.৭৮ সময় নিয়ে দ্বিতীয় হন।[১৩] কিন্তু ১০০ মিটারে বার্গের তুলনায় ০.৩৪ সেকেন্ডের ব্যবধানে ৫৮.৯৪ সময় নিয়ে প্রথম স্থান দখল করেন।[১৪] অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বরেকর্ডের অধিকারী বার্গের এতে জয়লাভের সম্ভাবনা থাকলেও পিটি ব্রিটিশ ব্যক্তি হিসেবে রেকর্ড সময় নিয়ে এ বিষয়ে বিজয়ী হন।[১৫] ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ০.১৫ সেকেন্ডের জন্য পদক হাতছাড়া করেন ও প্রথম স্থান অধিকারী স্কটল্যান্ডীয় রস মারডকের তুলনায় ২.৭২ সেকেন্ড দূরত্বে ছিলেন।[১৬] তবে ২৯ জুলাই, ২০১৪ তারিখে অনুষ্ঠিত মিডলে রিলেতে স্থান দখল করেছিলেন।[১৭] রেবেকা অ্যাডলিংটন তার পরামর্শকের দায়িত্ব পালন করতেন।[১৫]

২০১৫ সালের ফিনা বিশ্ব অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশীপে ব্রেস্টস্ট্রোকের তিনটি বিষয়ের সবকটিতেই প্রতিদ্বন্দ্ব্বিতা করেন। তন্মধ্যে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুইবার চ্যাম্পিয়নশীপ রেকর্ড ভঙ্গ করেন ও প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হন।[১৮] রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নেন। হিটে নিজস্ব বিশ্বরেকর্ড পুনরায় ভেঙে ফেলে নতুনভাবে গড়েন পিটি।[১৯]

তথ্যসূত্র

রেকর্ড
পূর্বসূরী
ক্যামেরন ফন দার বার্গ
বিশ্বরেকর্ড ধারক
পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক

২২ আগস্ট, ২০১৪*–বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
ক্যামেরন ফন দার বার্গ
বিশ্বরেকর্ড ধারক
পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক

১৭ এপ্রিল, ২০১৫–বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বরেকর্ড ধারক
৪x১০০ মিটার মিশ্র মিডলে রিলে
গ্রেট ব্রিটেনের পক্ষে
সঙ্গে ক্রিস ওয়াকার-হেবর্ন, সাইওভান-ম্যারি ও'কনর ও ফ্রান্সেস্কা হালসাল

৫ আগস্ট, ২০১৫-বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পুরস্কার
পূর্বসূরী
ড্যানিয়েল গার্তা
ইউরোপীয় বর্ষসেরা সাঁতারু
২০১৪, ২০১৫
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
কসুকা হাগিনো
বিশ্ব বর্ষসেরা সাঁতারু
২০১৫
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী