কমনওয়েলথ গেমস

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা

কমনওয়েলথ গেমস (ইংরেজি: Commonwealth Games) একটি আন্তর্জাতিক এবং বহু-ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ। প্রতি চার বৎসর অন্তর এ প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়। শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে প্রতিযোগিতাটি। পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে।

কমনওয়েলথ গেমস
২০০১ সালে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সীলমোহর গ্রহণ করা হয়।
নীতিবাক্যমানবতা – সমতা – লক্ষ্য
সদর দফতরইংল্যান্ড লন্ডন, ইংল্যান্ড
সভাপতিমালয়েশিয়া যুবরাজ টুঙ্কু ইমরান
ওয়েবসাইটকমনওয়েলথ গেমস ফেডারেশন
একটি মানচিত্র যা অংশ নিয়েছে এমন দলের মাপগুলি দেখায় ২০১৮ কমনওয়েলথ গেমস

কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) কমনওয়েলথ ক্রীড়া পরিচালনা করে থাকে। এছাড়াও সংস্থাটি ভবিষ্যতের ক্রীড়া পরিকল্পনা এবং স্বাগতিক শহর নির্ধারণ করে। প্রতিটি প্রতিযোগিতায় স্বাগতিক শহর নির্ধারণ করা হয়। এ পর্যন্ত ৭টি দেশের ১৮টি শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে।

অলিম্পিক ক্রীড়ায় অন্তর্ভুক্ত বিভিন্ন ক্রীড়া বিষয় অন্তর্ভূক্তসহ এ প্রতিযোগিতায় কমনওয়েলথভূক্ত দেশগুলোয় প্রচলিত ক্রীড়া স্থান পেয়েছে। লন বোলস্, রাগবি সেভেন্স এবং নেটবলের ন্যায় অপ্রচলিত ক্রীড়াও এ প্রতিযোগিতায় স্থান পেয়েছে।[১] মাত্র ৬টি দেশের ক্রীড়াবিদগণ অদ্যাবধি নিয়মিতভাবে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছে। দেশগুলো হলো - অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। অস্ট্রেলিয়া পদকসংখ্যাসহ সবচেয়ে বেশি ১১বার শীর্ষস্থান দখল করেছে।

৫৪-সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়। তন্মধ্যে - ব্রিটিশ উপনিবেশ, দ্বীপপুঞ্জগুলো তাদের নিজস্ব পতাকা নিয়ে অংশ নিয়েছে। যুক্তরাজ্য থেকে - ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড স্বতন্ত্রভাবে দল প্রেরণ করেছে।

ইতিহাস

১৮৯১ সালে ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত দেশগুলোতে একত্রিত করার প্রথম প্রস্তাবনা আনেন রেভারেন্ড অ্যাশলে কুপার। দ্য টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে তিনি প্যান-ব্রিটানিক-প্যান-অ্যাঙ্গলিকান প্রতিযোগিতা এবং উৎসব প্রতি চার বছর পরপর আয়োজনের কথা তুলে ধরেন। এর মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া আরো বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন।

১৯১১ সালে যুক্তরাজ্যের রাজা ৫ম জর্জের রাজ্য অভিষেক উপলক্ষে লন্ডনে সম্রাটের উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের অংশ হিসেবে আন্তঃসাম্রাজ্য চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যের ক্রীড়া প্রতিযোগীগণ বক্সিং, কুস্তি, সাঁতার এবং দৌড় খেলা অনুষ্ঠিত হয়।

১৯২৮ সালে কানাডা'র মেলভিল মার্ক্স রবিনসনকে প্রথম ব্রিটিশ এম্পায়ার গেমস আয়োজনের দায়িত্ব দেয়া হয়। ১ম ক্রীড়া প্রতিযোগিতাটি ১৯৩০ সালে কানাডা'র অন্টারিও প্রদেশের হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৪ সালে এর নাম পরিবর্তন করে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস রাখা হয়। পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস এবং ১৯৭৮ সালে সর্বশেষ কমনওয়েলথ গেমস নামে পরিবর্তিত হয়ে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে।[২]

১৯৩০ সালেরপ্রতিযোগিতায় মহিলা ক্রীড়াবিদগণ শুধুমাত্র সাঁতার বিষয়েই অংশ নিয়েছিলেন।[৩] ১৯৩৪ সাল থেকে মহিলারাও অন্যান্য কিছু দৌড় বিষয়ে অংশ নিয়েছেন।

কমনওয়েলথ গেমসের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম, পোলিও আক্রান্ত ক্রীড়াবিদদের জন্য কমনওয়েলথ প্যারাপলেজিক গেমস ১৯৬২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[৪] প্রচলিত কমনওয়েলথ গেমসে শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদেরকেও প্রদর্শনী বিভাগে দৌড়ের জন্য প্রথমবারের মতো অন্তর্ভুক্তি করা হয়। ১৯৯৪ সালে কানাডার ভিক্টোরিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে এটি প্রবর্তিত হয়।[৫] ২০০২ সালের কমনওয়েলথ গেমসের ম্যানচেস্টার আসরে আন্তর্জাতিক পর্যায়ের বহু-ক্রীড়া বিষয়ে প্রতিবন্ধীরা পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্রের ক্রীড়াবিদ হিসেবে অন্তর্ভুক্ত হন। এর ফলে পদক গণনা করা হবে যদি তারা জয়ী হন।[৬]

সনাতন ধারা

  • ১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত একজন মাত্র পতাকা বহনকারী কর্তৃক ইউনিয়ন ফ্ল্যাগ নিয়ে সদস্য রাষ্ট্রগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন।
  • ১৯৫৮ সাল থেকে কুইন'স ব্যাটন রীলে বাকিংহ্যাম প্রাসাদ থেকে প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে নেয়া হয়ে থাকে। ব্যাটন বা ক্ষুদ্র লাঠি দণ্ড বহনের পাশাপাশি রাণী ২য় এলিজাবেথের বার্তাও দৌড়বিদ বহন করতেন। সাধারণতঃ ব্যাটন বহনকারী সর্বশেষ ব্যক্তি হিসেবে স্বাগতিক দেশের বিখ্যাত ক্রীড়াবিদ বহন করে থাকেন।
  • ইংরেজি আদ্যাক্ষর অনুযায়ী উদ্বোধনী দিনে দেশের প্রতিযোগীগণ স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। ব্যতিক্রম হিসেবে রয়েছে পূর্ববর্তী আসরের স্বাগতিক দেশ সকলের শুরুতে মাঠ প্রদক্ষিণ করেন এবং বর্তমান স্বাগতিক দেশ সকলের শেষে অংশগ্রহণ করেন। ২০০৬ সাল থেকে সকল দেশের প্রতিযোগীরা ভৌগোলিক অঞ্চল হিসেবে মার্চপাস্টে অংশ নিচ্ছেন।
  • স্টেডিয়ামস্থিত খুঁটিতে তিনটি দেশের জাতীয় পতাকা পদক বিতরণ অনুষ্ঠানে উড়ানো হয় । সেগুলো হলো - পূর্বের, বর্তমান এবং ভবিষ্যতের স্বাগতিক দেশের জাতীয় পতাকা
  • সামরিক বাহিনীর সদস্যরা অলিম্পিক গেমসের তুলনায় এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে আরও বেশি সক্রিয় থাকেন। প্রাচীন সাম্রাজ্যকে স্মরণপূর্বক ব্রিটিশ সেনাবাহিনীর সনাতনী ধারায় এ সম্মান প্রদর্শন করা হয়।

আসর বিবরণ

কমনওয়েলথ গেমসের ১৯৩০ সালে অনুষ্ঠিত ব্রিটিশ এম্পায়ার গেমসের ১ম আসরে এগারটি দেশ অংশ নিয়েছিল। চার বৎসর অন্তর অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ২য় বিশ্বযুদ্ধের কারণে বাঁধাগ্রস্থ হয়। ১৯৪২ সালে এটি কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হবার কথা ছিল। এছাড়াও, ১৯৪৬ সালে এ প্রতিযোগিতা স্থগিত রাখতে হয়েছিল।[৭] প্রতিযোগিতাটি ১৯৫০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে।

১৯৫৪ সালে নাম পরিবর্তিন করে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস রাখা হয়।[২] ১৯৫৮ সালে প্রথমবারের মতো ৩০টি দেশের সহস্রাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল।[৮]

[[:File:| ]]
Host cities of Commonwealth Games
EditionYearHost City & Host NationOpened byStart DateEnd DateSportsEventsNationsCompetitorsTop NationRef
Inter-Empire Championships
১৯১১ London, United KingdomGeorge V১২ মে|align=center|১ জুন|align=center|৪Unknown  Canada
British Empire Games
I১৯৩০ Hamilton, CanadaViscount Willingdon১৬ অগাস্ট |align=center| ২৩ অগাস্ট |align=center| ৬৫৯১১৪০০  ইংল্যান্ড[১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
II১৯৩৪ London, England৪ অগাস্ট |align=center| ১১ অগাস্ট |align=center| ৬৬৮১৬৫০০  ইংল্যান্ড[২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
III১৯৩৮ Sydney, AustraliaLord Wakehurst৫ ফেব্রুয়ারি |align=center| ১২ ফেব্রুয়ারি |align=center| ৭৭১১৫৪৬৪  অস্ট্রেলিয়া[৩][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
১৯৪২ Montreal, CanadaCancelled due to World War II[৯]
১৯৪৬ Cardiff, WalesCancelled due to World War II[৯]
IV১৯৫০ Auckland, New ZealandSir Bernard Freyberg৪ ফেব্রুয়ারি |align=center| ১১ ফেব্রুয়ারি |align=center| ৯৮৮১২৫৯০  অস্ট্রেলিয়া[৪][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
British Empire and Commonwealth Games
V১৯৫৪ Vancouver, CanadaEarl Alexander of Tunis৩০ জুলাই |align=center| ৭ অগাস্ট |align=center| ৯৯১২৪৬৬২  ইংল্যান্ড[৫][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
VI১৯৫৮ Cardiff, Wales১৮ জুলাই |align=center| ২৬ জুলাই |align=center| ৯৯৪৩৬১১২২  ইংল্যান্ড[৬][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
VII১৯৬২ Perth, AustraliaPhilip, Duke of Edinburgh২২ নভেম্বর |align=center| ১ ডিসেম্বর |align=center| ৯১০৪৩৫৮৬৩  অস্ট্রেলিয়া[৭][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
VIII১৯৬৬ Kingston, JamaicaPhilip, Duke of Edinburgh৪ অগাস্ট |align=center| ১৩ অগাস্ট |align=center| ৯১১০৩৪১০৫০  ইংল্যান্ড[৮][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
British Commonwealth Games
IX১৯৭০ Edinburgh, ScotlandPhilip, Duke of Edinburgh১৬ জুলাই |align=center| ২৫ জুলাই |align=center| ৯১২১৪২১৩৮৩  অস্ট্রেলিয়া[৯][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
X১৯৭৪ Christchurch, New ZealandPhilip, Duke of Edinburgh২৪ জানুয়ারি |align=center| ২ ফেব্রুয়ারি |align=center| ৯১২১৩৮১২৭৬  অস্ট্রেলিয়া[১০][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
Commonwealth Games
XI১৯৭৮ Edmonton, CanadaElizabeth II৩ অগাস্ট |align=center| ১২ অগাস্ট |align=center| ১০১২৮৪৬১৪৭৪  কানাডা[১১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XII১৯৮২ Brisbane, AustraliaPhilip, Duke of Edinburgh৩০ সেপ্টেম্বর |align=center| ৯ অক্টোবর |align=center| ১০১৪২৪৬১৫৮৩  অস্ট্রেলিয়া[১২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XIII১৯৮৬ Edinburgh, ScotlandElizabeth II২৪ জুলাই |align=center| ২ অগাস্ট |align=center| ১০১৬৩২৬১৬৬২  ইংল্যান্ড[১৩][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XIV১৯৯০ Auckland, New ZealandPrince Edward২৪ জানুয়ারি |align=center| ৩ ফেব্রুয়ারি |align=center| ১০২০৪৫৫২০৭৩  অস্ট্রেলিয়া[১৪][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XV১৯৯৪ Victoria, CanadaElizabeth II১৮ অগাস্ট |align=center| ২৮ অগাস্ট |align=center| ১০২১৭৬৩২৫৫৭  অস্ট্রেলিয়া[১৫][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XVI১৯৯৮ Kuala Lumpur, MalaysiaTuanku Jaafar১১ সেপ্টেম্বর |align=center| ২১ সেপ্টেম্বর |align=center| ১৫২১৩৭০৩৬৩৩  অস্ট্রেলিয়া[১৬][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XVII২০০২ Manchester, EnglandElizabeth II২৫ জুলাই |align=center| ৪ অগাস্ট |align=center| ১৭২৮১৭২৩৬৭৯  অস্ট্রেলিয়া[১৭][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XVIII২০০৬ Melbourne, AustraliaElizabeth II১৫ মার্চ |align=center| ২৬ মার্চ |align=center| ১৬২৪৫৭১৪০৪৯  অস্ট্রেলিয়া[১৮][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XIX২০১০ Delhi, IndiaPratibha Patil৩ অক্টোবর |align=center| ১৪ অক্টোবর |align=center| ১৭২৭২৭১৬০৮১  অস্ট্রেলিয়া[১৯][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XX২০১৪ Glasgow, ScotlandElizabeth II২৩ জুলাই |align=center| ৩ অগাস্ট |align=center| ১৭২৬১৭১৪৯৪৭  ইংল্যান্ড[২০][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XXI২01৮ Gold Coast, AustraliaCharles, Prince of Wales৪ এপ্রিল |align=center| ১৫ এপ্রিল |align=center| ১৮২৭৫৭০[২১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
XXII২022 Birmingham, EnglandTBA২৭ জুলাই |align=center| ৭ অগাস্ট
XXIII২02৬Election in ২০১৯TBA

Note: The ১৯১১ Inter-Empire Championships held in London is seen as a precursor to the modern Commonwealth Games, but is not normally considered an official edition of the Games themselves. Also, the United Kingdom competed as one country, unlike the Commonwealth Games today when they compete as England, Wales, Scotland and Northern Ireland. Canada topped the medal table by winning ৪ events.[১০]

উল্লেখযোগ্য প্রতিযোগী

স্কটল্যান্ডের লন বোলার উইলি উড একমাত্র প্রতিযোগী হিসেবে ১৯৭৪-২০০২ পর্যন্ত মোট ৭বার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন। এছাড়া, নিউজিল্যান্ডের গ্রেগ ইয়েলাভিচ ১৯৮৬-২০১০ পর্যন্ত ৭টি প্রতিযোগিতায় বন্দুক চালনা বিষয়ে ১২টি পদক লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ